আমাদের ত্বকের যত্নে চন্দনের ব্যবহার এত বেশি সমাদৃত যে ছোট থেকে বৃদ্ধ সবাই রূপচর্চায় চন্দন এর গুরুত্ব অনেক বেশি জানে। চন্দনে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বককে গভীর থেকে উজ্জ্বল ফর্সা এবং দাগহীন করে তুলে। প্রায় সব ধরনের উন্নত মানের প্রসাধনীতে চন্দন ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। বিভিন্ন বিউটিশিয়ানরা দাগহীন সুন্দর ত্বক পেতে চন্দন ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকেন। এমন কোন পার্লার নেই যেখানে গেলে আপনি চন্দন এর অস্তিত্ব রূপচর্চায় খুঁজে পাবেন না। কিন্তু সময় ও সুযোগের অভাবে সবাই পার্লারে গিয়ে চন্দন ব্যবহার করে। দাগহীন এবং সুন্দর করতে পারেন না তাই সম্পূর্ণ । ঘরে বসে কিভাবে চন্দনের ফেসপ্যাক ব্যবহার করে দাগহীন সুন্দর ত্বক পাবেন সেই বিষয়টি নিয়ে এই আলোচনা সাজানো হয়েছে । তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দাগহীন সুন্দর ত্বক পেতে চন্দনের অসাধারণ কিছু ফেসপ্যাক।
দাগহীন সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়ার সেরা ফেইসপ্যাক সমূহঃ
সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়া এবং নিমঃ
1 টেবিল-চামচ চন্দন পাউডার, 1 চা চামচ নিম পাউডার, এবং পরিমাণ মতো পানি বা গোলাপজল একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন সুন্দর ত্বকের যত্নে চন্দনের অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি।
এবার মুখ পরিষ্কার করে তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে ফেসপ্যাকের মিশ্রণটি স্ক্রাব করে মুখ এবং গলায় লাগিয়ে নিন।
3 থেকে 5 মিনিটস ক্রাফট করার পর 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন।
এবার সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়া এবং হলুদঃ
খুব দ্রুত সময়ে দাগহীন, উজ্জ্বল সুন্দর ত্বক পেতে চন্দন এবং হলুদের ফেসপ্যাক টি অত্যন্ত কার্যকরী।
2 টেবিল-চামচ লবণ এবং এক চা-চামচ হলুদ সাথে এক টেবিল চামচ দুধ অথবা 2 ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চন্দনের ফেসপ্যাক টি।
পরিষ্কার মুখে তুলা বা নরম কিছুর সাহায্যে। মিশ্রণটি ভালোভাবে স্ক্রাব করে মুখ এবং গলায় লাগিয়ে নিন।
15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়া এবং গোলাপজলঃ
2 চা চামচ চন্দন এবং পরিমাণমতো গোলাপজল একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চন্দনের ফেসপ্যাক টি।
এবার পরিষ্কার মুখে মিশ্রণটি সম্পূর্ণ মুখে হাত বা তুলার সাহায্যে লাগিয়ে নিন।
3 থেকে 5 মিনিটস স্ক্রাব করার পর 15 মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়া এবং বেসনঃ
একটি পাত্রে 2 চা চামচ চন্দন এবং এবং ১চা চামচ বেসন। পরিমাণমতো দুধ অথবা পানির সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিয়ে চন্দনের ফেসপ্যাক তৈরি করে নিন।
পরিষ্কার মুখে ফেসপ্যাকটি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
তিন থেকে পাঁচ মিনিট স্ক্রাব করে নিন।
শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিয়ে মুখ ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ
যাদের ত্বক তৈলাক্ত তারা চন্দন পাউডার এর সাথে দুধ ব্যবহার করবেন না। পানি অথবা গোলাপ জল ব্যবহার করুন।
সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়া এবং দুধঃ
ত্বককে উজ্জ্বল নাগিন সুন্দর করতে এই প্যাকটি অত্যন্ত কার্যকরী।
2 টেবিল চামচ চন্দন এবং পরিমাণমতো দুধ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
পরিষ্কার মুখ এবং গলায় প্যাকটি ভালভাবে লাগিয়ে নিন।
3 থেকে 5 মিনিটস স্ক্রাব করুন।
সম্পূর্ণ শুকানোর জন্য 25 থেকে 30 মিনিট সময় দিন।
কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়া,কাঁচা হলুদ এবং এলোভেরাঃ
2 চা চামচ চন্দন। 1 চা চামচ কাঁচা হলুদ এবং দুই চা-চামচ এলোভেরা এটা পরিস্কার পাত্রে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন চন্দনের ফেসপ্যাক টি।
এবার পরিষ্কার মুখে মিশ্রণ টি ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
30 মিনিট ভালোভাবে শুকানোর জন্য সময় দিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
চন্দন, নারিকেল তেল ও আমন্ড অয়েলঃ
২ টেবিল চামচ চন্দন, ১ চা চামচ নারিকেল তেল ১ চা-চামচ অপরিশোধিত আমন্ড অয়েল এবং পরিমাণমতো গোলাপজল মিশিয়ে তৈরি করে নিন ত্বক সুন্দর ও ফর্সাকারী চন্দন এর কার্যকরী ফেসপ্যাকটি।
পরিষ্কার মুখের ভালোভাবে স্ক্রাব করে মিশ্রণটি লাগিয়ে নিন।
25 থেকে 30 মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ
যাদের ত্বক তৈলাক্ত তারা এই ফেসপ্যাকটি ব্যবহারে বিরত থাকুন।
চন্দন, মুলতানি এবং মাটি টমেটোঃ
1 চা চামচ চন্দন এক চামচ মুলতানি মাটি এবং একটি অর্ধেক পাকা টমেটোর রস। ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন চন্দনের ফেসপ্যাক টি।
পরিষ্কার মুখে ভালোভাবে স্ক্রাব করে মিশ্রণটি লাগিয়ে নিন।
মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে বরফ পানিতে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।
তারপর মুখ পরিষ্কার করে নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ
আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে ফেসপ্যাক ব্যবহারের পর ত্বককে ময়েশ্চারাইজ করে নিন।
চন্দন এবং কমলার খোসাঃ
এক চা চামচ চন্দন পাউডার 1 চা চামচ শুকনা কমলার খোসার গুড়া পরিমাণমতো পানি অথবা গোলাপজল ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী গোলাপজলের ফেসপ্যাকটি।
ত্বকে ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি সমূহ অনুসরণ করুন।
দাগহীন, সুন্দর ত্বকের জন্য চন্দনের ফেসপ্যাক গুলোর উপকারিতাঃ
ব্রণের দাগ এবং বিভিন্ন কালো দাগ সম্পূর্ণরূপে দূর করে ত্বককে সুন্দর করে তুলে।
ত্বকের বলিরেখা দূর করে ত্বক কে সুন্দর রাখে।
ত্বককে টানটান রাখে পড়তে দেয়না ফলে ত্বক হয়ে উঠে আকর্ষণীয় ও সুন্দর।
ত্বকের ব্ল্যাকহেডস দূর করে ত্বককে করে তোলে দাগহীন, সুন্দর ও উজ্জ্বল।
ত্বকের ডার্ক সার্কেল দূর করে ত্বককে করে তোলে সুন্দর, মসৃণ এবং আকর্ষণীয়।
ত্বকের গভীর থেকে স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা করে তুলে।
ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা এবং অতিরিক্ত শুষ্কতার বাদ দিয়ে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।
সর্বোপরি চন্দনের ফেসপ্যাক ত্বক কে দাগহীন, সুন্দর, উজ্জ্বল, ফর্সা ও আকর্ষণীয় করতে অত্যন্ত কার্যকরী।
চন্দনের ফেসপ্যাক ব্যবহারের লক্ষণীয় কিছু বিষয়ঃ
চন্দন অথবা চন্দনের ফেসপ্যাক এ ব্যবহৃত কোন উপাদান যদি আপনার ত্বকের জন্য এলার্জিক হয়ে থাকে। তাহলে সেটি ব্যবহারে সম্পূর্ণ থেকে বিরত থাকুন।
ফেসপ্যাক এর মিশ্রণটি মুখে লাগিয়ে রোদে, গরম স্থানের, এবং ধুলাবালিতে যাবেন না।
এই চন্দনের ফেসপ্যাক গুলো ব্যবহারে যে কেউ দাগহীন এবং সুন্দর ত্বকের অধিকারী হতে পারবেন। ভালো ফলাফল পেতে চাইলে সপ্তাহে দুই থেকে তিনবার ফেইস প্যাক ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দাগহীন, সুন্দর, আকর্ষনীয় এবং মসৃণ। তাই সুন্দর এবং দাগহীন ত্বকের জন্য আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ঘরে বসে চন্দন এর ফেসপ্যাক ব্যাবহার করুন। দাগহীন, সুস্থ, সুন্দর এবং কোমল ত্বকের অধিকারী হন। নিজেদের ত্বকের যত্ন নিন।