সুপ্রিয় বন্ধুরা, ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খুব দ্রুত কিভাবে ত্বক ফর্সা করা যায় সে বিষয়ে পাঁচটি চমৎকার প্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে দীর্ঘস্থায়ী ফর্সা হবার আমরা গ্যারান্টি দিতে পারি। বন্ধুরা, আমরা সাধারণত ত্বক একটু উজ্জ্বল ফর্সা দেখানোর জন্য বাজারে পাওয়া বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, যা আমাদের মুখের ত্বক কে স্বল্প সময়ের জন্য ফর্সা করলেও শরীরের বাকি অংশ গুলো ফর্সা করতে পারেনা। আর মুখের ত্বক ফর্সা করলেও সাময়িকভাবে, দীর্ঘস্থায়ী কিন্তু এর একটি খারাপ প্রভাব পড়ে যায়। ত্বকের চামড়া অনেক বেশি কালো হয়ে যায় এবং পাতলা হয়ে যায়।
ঘরে বসে কিভাবে প্রাকৃতিক ভাবে ত্বক ফর্সা করবেনঃ
- পুরো শরীরের ত্বকের সঠিক যত্ন নেওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে আজকের চমৎকার প্যাক গুলো আপনাদের খুবই কাজে দিবে।
- এই প্যাকগুলো এত বেশি কার্যকরী যে আপনি বুঝতে পারবেন না কোন প্যাকটা রেখে কোন প্যাকটা ইউজ করবেন।
১। ঘরে বসে ত্বক ফর্সা করতে এলোভেরা ও পাকা টমেটোর প্যাকঃ
- এ প্যাক টি ব্যবহারে মাত্র ১ সপ্তাহে আপনি আপনার ত্বকের একটি অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাবেন।
তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক সেই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে…
- ২ চা চামচ এলোভেরা জেল।
- ১ টি পাকা টমেটোর পাস্ট।
- ১ চা চামচ মধু।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো ভালো মত ব্লেন্ডার করে আমাদের ত্বকে লাগালে এবং ২০ মিনিট সময় পরে যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে চমৎকার একটি উজ্জ্বল ত্বক আমরা পেয়ে যাব।
- এটি আপনারা ব্যবহার করলেই আমূল পরিবর্তন দেখবেন।
২। দীর্ঘস্থায়ীভাবে ঘরে বসে ফর্সা ত্বক পেতে মুলতানি মাটির সাথে জবা ফুলের প্যাকঃ
- আপনারা আপনাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন এই প্যাক টি ব্যবহারের মাধ্যমে।
- এই প্যাকটি আমাদের ত্বকের লাবণ্য কে আরো বেশি বৃদ্ধি করতে সহায়তা করে।
প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
- ১ চা চামচ কফি পাউডার।
- ১ টি ব্লেন্ডার করা জবাফুল।
- ২ চা চামচ গাজরের পেস্ট।
- ২ চা চামচ মিষ্টিকুমড়ার পেস্ট।
যেভাবে বানাবেনঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে আমরা যদি আমাদের ত্বকে লাগায়, তাহলে কি পরিমান উজ্জ্বল এবং গ্লোয়িং হবে তা শুধু আপনারা ব্যবহারের পরে বিশ্বাস করবেন।
- বন্ধুরা, এই প্যাকটি সপ্তাহে অন্তত পক্ষে ৩ বার ব্যবহার করলে এবং এই প্রক্রিয়াটি নিয়মিত ধরে রাখতে পারলে দীর্ঘস্থায়ী উজ্জল ও ফর্সা সুন্দর একটি ত্বক আপনারা পাবেন।
৩। ত্বক কে অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত রাখতে মসুরের ডালের সাথে লেবু ও চা পাতার প্যাকঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ চা চামচ মসুরের ডাল বাটা
- ২ টেবিল চামচ চাল ধোয়া পানি।
- ২ চা চামচ চা পাতার লিকার।
- ১ চা চামচ লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে আমাদের ত্বকের উপর লাগালে এবং২০-২৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে, আপনার ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠবে।
৪। মুখের কাল দাগ দূর করে অল্প সময়ে ফর্সা হতে কাঁচা হলুদের সাথে আলুর রসের প্যাকঃ
খুব কম সময়ই এই প্যাক টি ব্যবহার করে কার্যকর ফলাফল পাবেন। এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা।
- ২ চা চামচ আলুর রস।
- ১ চা চামচ লেবুর রস।
ব্যবহার প্রণালিঃ
- লেবু ছাড়া বাকি উপকরণগুলো ব্লান্ডার করে ফেলবেন এরপরেই উপকরণগুলোর সাথে হালকা পরিমাণ লেবুর রস মিক্স করে উপকরণটি পুরু ত্বকে লাগাবেন।
- উপকরণগুলোর মিশ্রণ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে খুব বেশি ভালো ফলাফল রাখে।
উপরের যেই ঘরোয়া পদ্ধতি ও প্রাকৃতিক উপাদানের মিশ্রণে যে ৪টি প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটি প্যাক খুব বেশি ভালো কাজ করে। তাই ত্বকের সৌন্দর্য নিয়ে আর চিন্তিত না হয়ে ঘরে বসে প্রাকৃতিক উপকরণ গুলো ব্যবহার করে এই প্যাকগুলো ব্যবহার করুন। আর দ্রুত সময়ে সৌন্দর্যের কতটুক উন্নতি হয়েছে তা নিজেরাই অনুভব করুন।