আমাদের সৌন্দর্য শুধুমাত্র আমাদের চেহারার ত্বকেই সীমাবদ্ধ নয়। আমাদের চুল হাত-পা এমনকি নখের মাধ্যমেও আমাদের সম্পূর্ণ সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের হাত এবং পায়ের ত্বকের তুলনায় হাত এবং পায়ের আঙ্গুলের মাঝে যে গিঁট গুলো রয়েছে তার চামড়া অনেকাংশেই কাল এবং মলিন। আংগুলের গিরার এই মলিন অংশ কিভাবে দূর করা যায় তা নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগছি। তাহলে বন্ধুরা আর দুশ্চিন্তা নয় কারণ আংগুলের গিরার কাল দাগ দূর করার সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান নিয়েই আমাদের এই আলোচনা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক এমন কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রণ যার মাধ্যমে খুব সহজেই হাত এবং পায়ের আঙ্গুলের গিরার কালো দাগ দূর করবেন।
দ্রুত সময়ে হাতের আঙ্গুলের গিরার কালো দাগ দূর করার উপায় সমূহঃ
লেবু এবং চিনির স্ক্রাবঃ
এক টুকরো লেবু গোল করে কেটে তাতে সামান্য পরিমাণ মধু নিন। এরপর চিনি দিয়ে আঙ্গুলের গিঁটের চামড়ায় ভালোভাবে মালিশ করুন।
লেবুর ব্লিচিং ক্ষমতা এবং এসিড প্রাকৃতিকভাবেই কালচে দাগ দূর করবে।
আর মধু সবসময়ই আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
দুধের সর এবং হলুদের গুঁড়াঃ
আঙ্গুলের গিরার কালো দাগ দূর করতে এই মিশ্রণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১ চা চামচ দুধের সর এক চা-চামচ হলুদের গুঁড়া এবং তিন থেকে চার ফোটা বাদাম তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি তৈরি করে নিন। এরপর আংগুলের গিরায় তা ভালভাবে স্ক্রাব করে নিন। মিশ্রণটি শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিয়ে ঠান্ডা জলে হাত ধুয়ে নিন।
এতে আঙ্গুলের গিরার কালচে দাগ এবং হাতের ত্বকের কালচে দাগ সম্পূর্ণ দূর হবে।
ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার এটি ব্যবহার করুন।
দুধ এবং ভিটামিন ই ক্যাপসুলঃ
1 চামচ দুধ বা দুধের সর এবং একটি ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরী করে নিন। এরপর মিশ্রণটি আঙ্গুলের উপরে এবং কালচে দাগের উপর ভালোভাবে 10 মিনিট ক্রাব করুন। মিশ্রণ টি প্রতিদিন নিয়মিত ব্যবহারে হাতের গিরার কালচে দাগ সম্পূর্ণ দূর হবে।
পেঁপে ও বেসনঃ
এক ফালি পাকা পেঁপের পেস্ট এবং 1 চা চামচ বেসন ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণ তৈরী করে নিন। এরপর তা হাতের আঙ্গুলের উপরে ভালোভাবে স্ক্রাব করুন 5 থেকে 10 মিনিট।। শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিয়ে হাত ঠান্ডা জলে ভালোভাবে পরিষ্কার করে নিন।
নিয়মিত ব্যবহার করলে খুব দ্রুত সময়ে আপনার আঙ্গুলের গিরার কালো দাগ সম্পূর্ণ দূর হবে। তরমুজ এবং চালের গুড়াঃ
দুই তিন টুকরা তরমুজ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তাতে 1 চা চামচ চালের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করেনিন।
এরপর আংগুলের গিরায় তা স্ক্রাব করে লাগিয়ে নিন।
10 থেকে 15 মিনিট শুকানোর জন্য সময় দিয়ে ঠান্ডা পানিতে হাত ধুয়ে নিন।
ভালো এবং দ্রুত ফলাফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার এটি ব্যবহার করবেন।বিটরুট এবং মধুঃ
বিটরুট হচ্ছে এমন একটি প্রাকৃতিক উপাদান যেন আপনার সমস্ত কালচে দাগ দূর করে ত্বককে সম্পূর্ণ উজ্জ্বল ও ফর্সা করে তোলে।একটা চামচ বিটরুটের রস এবং আধা চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন।
তাতে তিন থেকে চার ফোঁটা লেবুর রস যোগ করে নিন।
আংগুলের গিরায় তা স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিটস স্ক্রাব করার পর দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে নিন।
মাত্র 5 থেকে 7 বার ব্যবহারেই আপনার আঙ্গুলের গিরার কালো দাগ দূর হয়ে আঙ্গুলের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ফর্সা।
অ্যালোভেরা জেলঃ
আঙ্গুলের গিরার দাগ দূর করতে এলোভেরা জেল অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এটি আঙ্গুলের ভাঁজে লুকিয়ে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া দূর করে ত্বককে সতেজ এবং সজিব করে। এবং গভির থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে।
একটি সজীব অ্যালোভেরার পাতা মাঝখান দিয়ে কেটে অ্যালোভেরার জেল বের করে নিয়ে হাতের আঙ্গুলের গিরার চামড়ার উপর স্ক্রাব করে নিন।
ভালো ফলাফলের জন্য এলোভেরা জেল এর সাথে কাঁচা হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন।
হাতের আঙ্গুলের গিরার কালো দাগ দূর করতে যে সকল নিয়ম মেনে চলবেনঃ
হাত সবসময়ই ধুলাবালিমুক্ত এবং পরিষ্কার রাখুন।
অতিরিক্ত রোদে গরমে বের হওয়ার সময় হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন।
অতিরিক্ত উজ্জ্বলতা এবং ফর্সা হওয়ার জন্য বেশি বেশি সাবান ব্যবহার করবেন না।
আপনার ত্বক শুষ্ক হলে হাতকে ময়েশ্চারাইজিং রাখার জন্য বিভিন্ন ধরনের লোশন বা ভার্জিন অয়েল ব্যবহার করতে পারেন। অতিরিক্ত চর্বি এবং তৈলাক্ত খাবার পরিহার করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ
উপরে উল্লেখিত বিভিন্ন মিশ্রণের মধ্যে যে উপাদান গুলো আপনার হাতের ত্বকের জন্য এলার্জিক হবে তার ব্যাবহার সম্পূর্ণরূপে পরিহার করুন।
মিশ্রন গুলো হাতে লাগিয়ে রোদে বা গরম স্থানে যাবেন না।
হাতের আঙ্গুলের গিরার কালো দাগ দূর করতে উপরে উল্লেখিত মিশনসমূহ অত্যন্ত কার্যকরী। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন। তাই দাগহীন, সুস্থ, সুন্দর, উজ্জ্বল এবং ফর্সা ও আকর্ষণীয় হাত পেতে আমাদের নির্দেশিত মিশ্রনসমূহ ব্যবহার করুন।