হাতের নখ শক্ত ও দ্রুত বড় করার সহজ উপায়!! জেনে নিন নখ লম্বা করার কিছু অত্যন্ত কার্যকরী গোপন রহস্য

ত্বকের যত্নে আমরা কত কিছুই না করে থাকি।নখের যত্ন নেয়া হচ্ছে কি? আমাদের হাতের সৌন্দর্যের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের সুন্দর নখ। তাই ত্বকের সাথে হাতের সামঞ্জস্য বিধানের জন্য হাতের নখ ও সুন্দর হওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের নখ অত্যন্ত পাতলা ফলে বারবার নখ ভেঙে যায়  এবং খুব কম বৃদ্ধি পায়। এতে করে আমাদের স্বাভাবিক সৌন্দর্য এবং নখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় । সুপ্রিয় বন্ধুরা নখ যেন পাতলা হয়ে আর ভেঙে না যায় এবং দ্রুত সময়ে বৃদ্ধি পায় সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গোপন রহস্য নিয়েই আমাদের আজকের আলোচনাটি সাজিয়েছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক হাতের নখ শক্ত করার এবং দ্রুত বড় করার অত্যন্ত কার্যকরী কিছু উপায়।

হাতের নখ শক্ত ও বড় করার কার্যকরী উপায় সমূহঃ

দ্রুত সময়ে নখ শক্ত ও বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী কিছু প্রাকৃতিক উপাদান এবং তার ব্যবহার নিচে আলোচনা করা হলো।

ডিমঃ

1 টেবিল-চামচ ডিমের সাদা অংশের সাথে 1 চা চামচ কমলার রস ভালোভাবে মিশিয়ে নখের উপর রেখে দিন। নিয়মিত ব্যবহারে এটি দ্রুত সময়ে আপনার নখ শক্ত করবে এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

রসুনঃ

রসুনের কোয়া পিস করে কেটে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন । এবার নখের উপর রসুনের পেস্ট লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। তারপর হাত ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে মাত্র 10 দিনেই আপনার নখ কে করে তোলবে শক্ত। এবং এটি আপনার নখের বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

আপেল সিডার ভিনেগারঃ

2 চা চামচ আপেল সিডার ভিনেগার এর সাথে 1 চা-চামচ রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে নখে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। 10 মিনিট পেস্ট টি আপনার নখে লাগিয়ে রাখুন। তারপর নখ পরিষ্কার করে নিন। নিয়মিত দুই সপ্তাহ ব্যবহারে আপনার লক হয়ে উঠবেন অত্যন্ত শক্ত এবং নখ দ্রুত বড় হবে।

টমেটোঃ

যাদের নক্ষত্র ভঙ্গুর প্রকৃতির তারা  টমেটো দিয়ে নিয়মিত 10 থেকে 15 মিনিট নখ ম্যাসাজ করুন। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা আপনার নখ দ্রুত বৃদ্ধিতে ও নখ শক্ত করতে অত্যন্ত কার্যকরী।

নারিকেল তেলঃ

নারিকেল তেল নকের দ্রুত বৃদ্ধি এবং নখ শক্ত করার জন্য অত্যন্ত কার্যকরী। তাই নিয়মিত নখে নারিকেল তেল দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন।

অলিভ অয়েলঃ

কুসুম গরম পানিতে 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ অলিভ অয়েল ভালো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটিতে আপনার নখ 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখুন। এরপর হাত পরিষ্কার করে নিন নখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এটি লক্ষ্যে দ্রুত বড় করতে এবং শক্ত করে ভেঙে যাওয়া রোধ করতে অত্যন্ত কার্যকরী।

কমলার রসঃ

নখ দ্রুত  বড় করতে এবং শক্ত করতে কমলার রস অত্যন্ত কার্যকরী। একটি বাটিতে কমলার রস নিয়ে তাতে নখ ডুবিয়ে রাখুন অন্তত 10 থেকে 15 মিনিট। এরপর নখ ধুয়ে দিয়ে নখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

লেবুর রসঃ

নখ পরিষ্কার করতে, দ্রুত বড় করতে এবং শক্ত করতে লেবুর রস অতন্ত কার্যকরী। 2 চা চামচ লেবুর রস 2 চা চামচ অলিভ অয়েল কুসুম গরম করে নিন। এরপর নখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। এবং ধুয়ে নিয়ে  নখ ময়েশ্চারাইজ করে নিন।

বিঃদ্রঃ

কোন উপাদান ব্যবহারে আপনার নখে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তা ব্যবহার করবেন না।

নখের কোনায় চুলকানি দেখা দিলে তা ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

দ্রুত সময়ে নখ বৃদ্ধি করতে এবং নখ ভেঙে যাওয়া বন্ধ করে নখ শক্ত করতে নিয়মিত উপকরণসমূহ ব্যবহার করবেন।

উপরোক্ত উপাদানসমূহ সংগ্রহ করে যে কেউ বাড়িতে বসে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নখের যত্ন নিতে পারবেন। তাই নখের দ্রুত বৃদ্ধির জন্য এবং নখ শক্ত করতে আমাদের নির্দেশিত উপায়সমূহ অনুসরণ করুন। সুস্থ সুন্দর ও আকর্ষণীয় হাতের অধিকারী হন।

ধন্যবাদ।