নতুন চুল গজাতে পেঁয়াজের ব্যবহারের মধ্য দিয়ে আমরা আমাদের মাথার চুল গজাতে পারি। বন্ধুরা এটি আমরা করব এবং এটা কি সত্যি কার্যকরী কিনা? এবং কিভাবে এটি করা যায় এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো। পেঁয়াজ প্রাকৃতিক ভাবে পাওয়া একটি চমৎকার মসলা। বিভিন্ন কাজে ব্যবহার করার পাশাপাশি চুলের যত্নের জন্য পেঁয়াজ অতুলনীয়।
চুল পড়ার কারণঃ
বিভিন্ন কারণে আমাদের মাথার চুল পড়ে যেতে পারে। যেমন………
- বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ করলে চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ে যেতে পারে।
- বিভিন্ন ধরনের ধুলাবালি বা জীবাণুর কারণে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যেতে পারে।
- হরমোনজনিত কারণে চুল কম হতে পারে।
- পিতা-মাতার জিনগত বৈশিষ্ট্য বহন করার কারণেও চুল কম হতে পারে।
- মাথায় দীর্ঘ সময় কাপড় পড়ে রাখলে চুল সূর্যের আলো বাতাসের সংস্পর্শে না আসলে চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ে যেতে পারে।
- এছাড়াও যেখান থেকে চুলের বৃদ্ধি হয় তাতে যদি পুষ্টির অভাব হয় তাহলে চুল পড়ে যেতে পারে।
আরো অনেক কারণে আমাদের মাথার চুল কমে যেতে বা পড়ে যেতে পারে। এতে করে চুল অনেক হালকা হয়ে যায়, দেখতে অনেক খারাপ লাগে।
এই জন্য ছেলে ও মেয়ে সবাই চাই সুস্থ সুন্দর ও ঘন চুল। চুল লম্বা, খাটো সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুস্থ সুন্দর এবং ঘন চুল সবারই আশার বিষয়।
সুন্দর চুল পেতে পেঁয়াজের কার্যকারিতাঃ
এখন আমরা দেখব পিয়াজের রস কিভাবে ব্যবহারের মধ্য দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।
….. বন্ধুরা আজকে আমরা ৪টি টিপস আপনাদের সাথে আলোচনা করব। এই পাঁচটি টিপস আপনারা নিয়মিত ব্যবহার করলে মাথার মধ্যে নতুন চুল গজাবে এবং আপনাদের চুল অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল ও কালো হয়ে যাবে।
১। সুন্দর চুল পেতে পেঁয়াজের সাথে লেবুর রসঃ
এটি ব্যবহার করতে আপনার কাছে পেঁয়াজের রসের পাশাপাশি হাতের কাছে রাখতে হবে লেবু।
যেভাবে ব্যবহার করবেনঃ
- লেবুর রস আর ব্লেন্ডার করা পেঁয়াজ থেকে আলাদা করে নিয়ে একটি বাটিতে একসাথে মিক্স করে নিবেন। লেবুর রস ভালোমতো মিক্স করে গোসলের ৩০ মিনিট আগে মাথায় লাগান।
- এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলবেন।এটি চুল সুন্দর হওয়ার পাশাপাশি আপনার চুলকে মজবুত করে দিবে এবং চুল পড়া কমে যাবে। এবং এই প্রক্রিয়াটি দুই সপ্তাহ নিয়মিত করলে আপনার নতুন চুল গজাতে শুরু করবে।
২। চুল গজাতে পেঁয়াজের রসের সাথে এলোভেরা জেলঃ
এটি তৈরি করতে পেঁয়াজের রসের পাশাপাশি এলোভেরা জেল ব্যবহার করতে হবে।
কিভাবে ব্যবহার করবেনঃ
- প্রাকৃতিক ভাবে পাওয়া এলোভেরা জেল হলে সবচেয়ে ভালো হয়। এলোভেরা গাছ থেকে জেল ছাড়িয়ে নিয়ে একটি বাটিতে নিব, এলোভেরা জেল এর সাথে পেঁয়াজের রস মিক্স করে মাথায় লাগিয়ে নিতে হবে।
- এটা গোসলের ৩০ মিনিট আগে লাগিয়ে নিয়ে গোসল করে ফেলতে হবে। ভালোমতো শেম্পু দিয়ে গোসল করে ফেলার পর আপনারা চমৎকারভাবে আপনাদের পরিবর্তন দেখতে পাবেন।
- চুল গজানোর এই পরিবর্তন দেখতে আপনার দুই সপ্তাহ বা ১৫ দিন সময় দিতে হবে। অবশ্যই নিয়মিত করতে হবে তাহলে ফলাফল অনেকগুণ বেড়ে যাবে।
৩। চুল সুন্দর ও কালো করতে পেঁয়াজের সাথে আমলকীর ব্যবহারঃ
- এটি তৈরি করতে যে উপকরণ লাগবে পেঁয়াজের রস ও আমলকীর রস, আমলকিররস কিন্তু চুল থেকে খুসকি দুর করতে বেশ কার্যকরী। পেঁয়াজের রসের সাথে এটি ভালোমতো মিক্স করে গোসলের আগে মাথায় লাগিয়ে নিবেন।
- ভালো মতো করে চুল সরিয়ে সরিয়ে স্কাল্পে লাগিয়ে নেবেন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলবেন।এটি চুল মজবুত করার পাশাপাশি চুল কালো করতে অনেক ভালো কাজ করে।
৪। নতুন চুল গজাতে পেঁয়াজের রসের সাথে টক দইঃ
এটি আপনাদের জন্য আরও বেশি কার্যকরী। এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে পেঁয়াজ ও টক দই।
যেভাবে ব্যবহার করবেনঃ
- প্রত্যেকটি উপকরণ ভালোমতো ব্লাড করে নেবেন, এরপরে মাথায় লাগিয়ে দিবেন।
- টকদই এর একটি আঁশটে গন্ধ থেকে যায় এটি দূর করতে চাইলে বিভিন্ন ধরনের কতগুলো বাজারে তেল পাওয়া যায় সেগুলো মিশ্রণটিতে ব্যবহার করতে পারেন। এরপর এই মিশ্রণটি মাথায় লাগিয়ে নিবেন।
- ভালো মতো লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে গোসলের সময় শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলবেন।
- এতে করে আপনার মাথার চুল পড়া দূর হবে। পাশাপাশি চুলের গোড়া শক্ত হবে। চুল অনেক কালো হয়ে যাবে এবং কিছুদিন নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে মাথায় নতুন চুল গজাবে।
উপরে যে সকল টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এ সকল টিপস যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনাদের মাথায় যে চুল বর্তমানে আছে তার গুড়া অনেক বেশী শক্ত হবে অনেক বেশী মজবুত হবে ও কালো হবে।
পাশাপাশি উপরের টিপসগুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে মাথায় নতুন চুল গজাবে, উৎসমূল অনেক ঘন হবে। তাহলে বন্ধুরা উপরের টিপসগুলো নিয়মিত অনুসরণের মধ্য দিয়ে আপনাদের মাথায় নতুন চুল গজানোর যে সুবিধা তা গ্রহণ করুন ও চুল পড়া নিয়ে দুশ্চিন্তা দূর করুন।