হোয়াইট হেডস হলো নাকের দুই পাশে, থুতনির উপরে, কপালে জমে থাকা লোম কুপ, সেটা হতে পারে ধুলো ময়লা জমে অক্সিজেন এর সংস্পর্শে শক্ত হয়ে যাওয়া কোন পদার্থ, যাকে হোয়াইট হেডস বলে।
বন্ধুরা এই ধরনের হোয়াইটহেডস গুলো আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে ফেলে। কারণ স্বাভাবিক চামড়ার উপরে এই গুলি দেখতে খুব বেশি খারাপ লাগে। এতে করে আমাদের চেহারার মসৃণতা নষ্ট হয়ে যায় এবং আমাদের চেহারায় পরবর্তীতে এই হোয়াইটহেডস গুলো ভেসে ময়লায় পরিণত হতে পারে।
তাই আমাদের উচিত এই হোয়াইটহেডস গুলো মুখ থেকে,বা শরীরের অন্য কোন অংশ থেকে দূর করে ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে রাখা।
হোয়াইট হেডস কেনো হয়ে থাকেঃ
ত্বকে হোয়াইটস হেডস বিভিন্ন কারনে হয়ে থাকেঃ
- আমরা প্রতিদিন বের হলে ধুলাবালি লাগে।ধুলাবালি গুলো এসে আমাদের মুখে আটকে যায়,
- লোমকূপে আটকে গিয়ে দীর্ঘ সময় নিয়ে যদি থাকে, তখন অক্সিজেন এর সংস্পর্শে এসে এই ময়লা গুলো শক্ত হয়ে যায় ।
- মেকআপ নেওয়ার পরে ভালো মতো পরিষ্কার না করলে মেকআপ এর কিছু অংশ লোমকূপে আটকে দিয়ে হোয়াইট হেডস সৃষ্টি করতে পারে।
- বিভিন্ন ধরনের এলার্জির মাধ্যমে এই ধরনের হোয়াইট হেডস সৃষ্টি করতে পারে।
এ ধরনের হোয়াইট হেডস গুলো আমাদের মুখের যেহেতু সৌন্দর্য নষ্ট করে ফেলে তাই এগুলো ভালোমতো দূর করে মুখের সৌন্দর্য বৃদ্ধি করা আমাদের দায়িত্ব।
কিন্তু বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হোয়াইটহেডস দূর করবে এই নিয়ে অনেক চিন্তিত হতাশাগ্রস্ত। তাই বন্ধুরা চিন্তা না করে আজকে আপনাদের জন্য চমৎকার কিছু প্যাক নিয়ে এসেছি, প্রাকৃতিক ভাবে ঘরে বসে তৈরি করতে পারবেন এই গুলো। যা আমদের ত্বকের জন্য অনেক উপকারী।
ঘরে বসে হোয়াইট হেডস দুর করার পদ্ধতিঃ
১। হোয়াইট হেডস দুর করতে ডিমের সাথে মিষ্টি কোমড়া ও গাজরের পেস্টঃ
প্রথমে যে প্যাক এর কথা বলবো তা তৈরী করতে আপনাদের যে সকল উপকরণ লাগবে……………
- ২ টেবিল চামচ গাজরের পেস্ট।
- ১ টেবিল চামচ মিষ্টি কুমড়ার পেস্ট।
- ১ টি ডিমের সাদা অংশ।
যেভাবে তৈরি করে নিবেনঃ
গাজরের পেস্ট এবং মিষ্টি কুমড়ার পেস্ট একসাথে করে একটি ডিম এর সাদা অংশ দিয়ে ভালোমতো মিক্স করে আমাদের মুখে লাগিয়ে নিতে হবে। যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে মুখে হোয়াইট হেডস থাকলে চলে যাবে। এবং ভবিষ্যতে এটি না হবার সম্ভাবনা খুব বেশি থাকে।
২। হোয়াইট হেডস দুর করতে কফি পাওডারের সাথে চালের গুড়ার পেস্টঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ ব্যবহার করতে হবে…………
- আধা কাপ চালের গুড়া।
- ১ টেবিল চামচ কফি পাওডার।
- পরিমাণ মতো পানি।
যেভাবে তৈরি করবেনঃ
একটি বাটিতে কফি পাউডার এর সাথে বাকি উপকরণ মিশিয়ে নাকের দুই পাশে বিশেষ করে যেখানে হোয়াইট হেডস আছে সেখানে ঘসতে থাকুন ৫-৬ মিনিটের মতো। আশা করি ভালো ফলাফল পাবেন। এই প্যাক টি ব্যবহার এর মধ্য দিয়ে আমাদের মুখ থেকে হোয়াইটহেডস ব্ল্যাকহেডস সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে।
৩। হোয়াইট হেডস থেকে দুরে থাকতে পাকা টমেটোর ব্যবহারঃ
এটা তৈরি করা অনেক বেশি সহজ। এটি করতে যে সকল উপকরণ লাগবে,
- শুধুমাত্র একটি পাকা টমেটো,
- ১ চা চামচ হলুদ।
যেভাবে ব্যবহার করবেনঃ
কাঁচা হলুদ বেটে নিন। এরপর একটি পাকা টমেটো কেটে দুই ভাগ করে নিন ভেতর থেকে বিচিগুলো ফেলে দিয়ে মাংস জায়গা থেকে একটু নিয়ে হলুদের উপর রেখে হালকা হলুদ নিয়ে মুখে যেখানে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস রয়েছে সেখানে স্ক্রাপ করতে থাকুন, ভালো মতো ম্যাসাজ করার পর ১০ মিনিট হয়ে গেলে মুখ ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বন্ধুরা এটা অনেক বেশি কার্যকরী কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা টমেটো সব সময় পাওয়া যায় না কিন্তু তাই বলে সংরক্ষণ করা টমেটো ব্যবহার করতে যাবেন না।
৪। হোয়াইট হেডস থেকে দুরে থাকতে মুলতানি মাটির সাথে এলোভেরা জেল এর মিশ্রনঃ
এরপরে যে প্যাক টি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আরো বেশি চমৎকার ও আরো বেশী কার্যকরী। এটি নিতে যে সকল উপকরণ আমাদের ব্যবহার করতে হবে সেটি হল………
- ১ চা চামচ এলোভেরা জেল।
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
- ১ চা চামচ টক দই।
যেভাবে বানাতে হবেঃ
তিনটি উপকরণ কে ভালো মতো মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন, তারপরে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোমতো ধুয়ে ফেলুন। বন্ধুরা এ প্রক্রিয়াটি নিয়মিত করলে আপনি আপনার মুখ থেকে হোয়াইটহেডস গুলো দূর করে ফেলতে পারবেন।
৫। হোয়াইট হেডস দূরীকরণে হলুদের সাথে লেবু ও চিনির মিশ্রনঃ
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
একটি বাটিতে অল্প পরিমাণে হলুদ, লেবুর রস নিয়ে অল্প পরিমাণে চিনি নিয়ে সামান্য পরিমাণে গোলাপজল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন গোলাপ জলের পরিমাণ অনেক কম হবে যাতে করে চিনির দানা গুলো একেবারে মিশে না যায়। নিয়ে মুখে যেখানে হোয়াইট হেডস রয়েছে তার উপরে ম্যাসাজ করতে হবে ১০ মিনিট সময় ধরে। ম্যাসাজ করার পর মুখ ধুয়ে ফেলতে হবে। চমৎকারভাবে লক্ষ্য করবেন আপনার মুখের যে সকল হোয়াইটহেডস রয়েছে তা আর নেই।
৬। হোয়াইট হেডস দুর করতে ডালের সাথে পুদিনা পাতা ও নিমপাতার ফেইসপ্যাকঃ
এ উপকরণটি আরো বেশি কার্যকরী। সেটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে………
- মসুরের ডাল বাটা ২ চা চামচ।
- ১ চা চামচ নিমপাতার রস।
- ১ চা চামচ পুদিনা পাতার রস।
যেভাবে বানাতে হবেঃ
সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্লান্ডার করে ফেলবেন এরপরেই ব্লেন্ড করা মিশ্রণটি মুখে লাগিয়ে নিবেন। ১০ মিনিট সময় ধরে মুখে লাগিয়ে ঘসে ঘসে ম্যাসাজ করবেন। তারপর ধুয়ে ফেলবেন।
বন্ধুরা যেকোনো একটি উপরে দেওয়া প্যাক আপনারা হোয়াইট হেডস দূর করার কাজে ব্যবহার করতে পারেন। সবগুলা প্যাক ই অনেক বেশি কার্যকরী। তাহলে বন্ধুরা আমরা আশা করব উপরের প্যাক গুলো আপনারা অনুসরণ করবেন এবং হোয়াইটহেডস এর সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন।