নিখুঁত দাগহীন সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়ার এই ফেসপ্যাক গুলো ব্যবহার করতে পারেন

রূপচর্চায় আভিজাত্যের ছোঁয়া যুগ যুগ ধরে প্রচলিত। ত্বক সুরক্ষা থেকে যত্নের ছোট বড় মাপকাঠিতে চন্দনের গুঁড়ার ফেসপ্যাক ব্যবহার করা হয়। তাই রূপচর্চার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত এই চন্দনের গুড়ার ফেসপ্যাক গুলো। ত্বকের সুরক্ষা এক এক ঋতু ভেদে এক এক ধরনের হয়ে থাকে। তবে শীতের রুক্ষতা থেকে এ সময় ত্বকের কিছুটা বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। এই বাড়তি প্রয়োজন মেটাতে চন্দনের গুঁড়ার ফেসপ্যাক খুব ভালোভাবে সাহায্য করে।

চন্দনের গুঁড়া নিয়ে জরুরি কিছু কথা–

মূলত চন্দন গাছের কাঠ শুকিয়ে তা গুঁড়া করে তৈরি করা হয় চন্দন গুঁড়া কিংবা স্যান্ডেলউড পাউডার। এ স্যান্ডেল উড পাউডার কিংবা চন্দন একটি সময় কেবল নতুন কনের বিয়ের প্রসাধনী রূপে ব্যবহার করা হতো। তবে তারা এই চন্দনের গুঁড়া দিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকের যত্ন ও নিতেন। চন্দনে উপস্থিত থাকা গুণাগুণ কেবল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেই ব্যবহার করা হয় এমনটাই একটি সময় পর্যন্ত মনে করা হতো। তবে বর্তমানে এই চন্দনের ব্যবহার প্রায়ই লক্ষ্য করা যায়।আপনারা দৈনন্দিন যেসব বাজার চলতি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাতে একটু নজর ফিরিয়ে দেখুন, অনেক কিছুতেই চন্দনের উপস্থিতি পাবেন। অর্থাৎ এখন ক্যামিকেল ফেসপ্যাক গুলোতে ও চন্দনের গুঁড়ার ব্যবহার লক্ষ করা যায়। প্রসঙ্গত, চন্দন শুধু ফর্সা হতেই সাহায্য করে না, সেই সঙ্গে ত্বকের টেক্সচারের উন্নতি ঘটাতে এবং ত্বকের দাগ কমাতেও সাহায্য করে। রক্ত চন্দনের নানাবিধ গুনাবলির জন্য যুগ যুগ ধরে এই চন্দনেট গুঁড়ার ফেসপ্যাক ব্যবহার হয়ে আসছে। খাঁটি ও অরগানিক রক্ত চন্দন দিয়েই ফেসপ্যাক হয়ে যাক তাহলে!

চন্দনের উপকারীতা: 

* ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

* ত্বকের ক্লান্তিভাব দূর করে।

* ব্রণ বা ত্বকের দাগ দূর করে।

* ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।

* চন্দনের সঠিক ব্যবহার ত্বকে কোমলতা এনে দেয়।

* যাদের ত্বক বয়সের কারণে ঝুলে গেছে, তাদের জন্য চন্দন বেশ উপকারী। কারণ, এটি ত্বককে টানটান রাখে।

নিখুঁত দাগহীন সুন্দর ত্বক পেতে চন্দনের গুঁড়ার ফেসপ্যাক সমূহ–

আগেই জেনেছি রূপচর্চায় যাদুকরী ফেসপ্যাক হিসেবে চন্দনের গুঁড়া ব্যবহার হয়ে আসছে। আর তাই ঘরোয়া ফেসপ্যাকের কথা বললে আগেই মাথায় আসে চন্দনের গুঁড়ার কথা। আসুন তাহোলে জেনে নেই চন্দনের গুঁড়ার সহজ কিছু ফেস প্যাক–

ত্বক থেকে চামড়া উঠা প্রতিরোধ করে–

  • মুখ থেকে খুব চামড়া উঠছে? চিন্তা নেই। এই সমস্যায় চন্দনের গুঁড়ার ফেসপ্যাক দিবে আপনাদের সহজ সমাধান।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. বেসন
  2. চন্দনের গুঁড়া
  3. পানি অথবা দুধ

প্রথমে বেসনের সাথে চন্দনের গুঁড়া নিয়ে পানি অথবা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন। মিশিয়ে ফেলুন। তারপর সেই প্যাক আপনার পুরো মুখে লাগান। এবার ২০-৩০ মিনিট রেখে মুখ ভালোভাবে ধুয়ে ফলুন। আর নিজের উজ্জ্বল ত্বককে স্বাগত জানাতে তৈরি হয়ে যান।

নোটঃ

খেয়াল রাখবেন, যাদের খুব তৈলাক্ত ত্বক তারা দুধের পরিবর্তে পানির সাথে বেসন আর চন্দন পাউডার মিশিয়ে ব্যবহার করবেন। আর যাদের ড্রাই স্কিন, তারাই একমাত্র দুধ ব্যবহার করবেন।

ত্বকের ময়শ্চারাইজার হিসেবে চন্দনের গুড়াঁ–

  • যাদের রুক্ষ শুষ্ক ত্বক সাধারণত তাদের ত্বকের ময়শ্চারাইজার কম থাকে। ত্বকের ময়য়শ্চারাইজার ফেরাতে বিভিন্ন ময়েশ্চারাইজিং লোশন ক্রিম ব্যবহার করি। এই ময়েশ্চারাইজার ফিরিয়ে দিতে চন্দনের গুঁড়ার ফেসপ্যাক বিশেষভাবে সাহায্য করবে।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. ১ চা চামচ চন্দনের গুঁড়া
  2. ১/৪ চা চামচ নারকেল তেল
  3. ১/৪ চা চামচ আমন্ড অয়েল
  4. পরিমাণ মতো গোলাপ জল

প্রথমে চন্দনের গুঁড়া, নারকেল তেল, আমন্ড অয়েল, গোলাপ জল নিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ টি আপনার মুখ এবং গলায় ভালোভাব্র মাস্ক আকারে লাগিয়ে নিন। এবার মুখে রাখার ২০মিনিট পর শুকিয়ে গেলে ভালোভাবে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে দেখবেন শুষ্ক ভাব দূর হয়েছে সাথে ত্বকের ময়েশ্চার ধরে রেখেছে।

ত্বকের অতিরিক্ত তেল ময়লা পরিষ্কার করতে চন্দনের গুঁড়া–

  • বাইরের আবহাওয়া কিংবা ধূলাবালি এছাডা ত্বকেত যত্নে অবহেলা ও বলতে পারেন। এই সব টা মিলিয়ে ত্বকের উপর যে আবরণ তৈরি হয়েছে তা হলো ত্বকের তেল ময়লা। এই তেল ময়লা দূর করতে সাহায্য করে চন্দনের গুঁড়ার ফেসপ্যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

  1. ১/২ চা চামচ চন্দনের গুঁড়া
  2. ১/২ চা চামচ টমেটোর রস
  3. ১/২ চা চামচ মুলতানি মাটি
  4. পরিমাণ মতো গোলাপ জল

প্রথমে উপরের সব গুলা উপাদান একসাথে একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট আপনার মুখে গলায় ভালোভাবে লাগান। প্রায় ১৫ মিনিট রাখলে মুখ আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপর বরফ পানিতে তুলা ভিজিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে প্রলেপ তুলে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলেই দেখবেন চন্দনের গুঁড়ার এই ফেসপ্যাক কি দারুণ কাজ করছে!

আমরা চন্দনের গুঁড়ার তিনটি সহজ প্যাক সম্পর্কে জেনেছি। এছাড়াও চন্দনের গুঁড়ার আরো অনেক গুণাবলি রয়েছে। এই চন্দনের গুঁড়ার ফেসপ্যাক আপনার ত্বকের বলিরেখা দূর করবে,  উজ্জ্বলতা বাড়াবে। তাই এখন থেকে ত্বকের যত্নে নিয়মিত চন্দনের গুঁড়ার ফেসপ্যাক ব্যবহার করুন।।।।