ত্বকের কোমলতায় পাকা পেঁপের দারুন সব ফেইসপ্যাক

সুপ্রিয় বন্ধুরা আজ আমরা পাকা পেঁপের চমৎকার সব বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পাকা পেঁপে কিভাবে আমাদের ত্বককে অধিক বেশি স্বাস্থ্যোজ্জ্বল, কোমল, ও নমনীয় করে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এতদিন জানতাম যে পাকা পেঁপে আমরা ফল হিসাবে খেতাম, সেটা যে আবার রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয় তা নিয়ে আজ বলব।

পাকা পেঁপে কিন্তু আমাদের শরীরের এবং মুখের ত্বক অনেক বেশি লাবণ্য করতে ও কচি ভাব ফুটিয়ে তুলতে অনেক বেশী কার্যকর ভূমিকা রাখে। পাকা পেঁপের মধ্যে এমন একটি উপাদান আছে,যে উপাদান আমাদের শরীরের দুর্বল কোষগুলোকে সারিয়ে তোলে এবং নতুন কোষ সৃষ্টি করতে অনেক বেশী কার্যকর ভূমিকা রাখে।

ধুলাবালি এবং রোদে পোড়া থেকে ত্বক ভালো রাখতে পাকা পেঁপের ফেইসপ্যাকঃ

আজকে প্রথম যে প্যাকটির কথা আমরা বলব সেই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে……………

  • ব্লেন্ড করা পাকা পেঁপে ২ চামচ।
  • ২টেবিল-চামচ কমলালেবুর অথবা বাতাবি লেবুর রস।

বন্ধুরা বাতাবি লেবু যদি হাতের কাছে না থাকে কমলা লেবুর রস আমরা ব্যবহার করতে পারি।

কিভাবে এই প্যাকটি আপনি তৈরি করবেনঃ

একটি পরিষ্কার বাটিতে আপনি পাকা পেঁপের পেস্ট বানিয়ে সাথে লেবুর রস দিয়ে ভালোমতো মিক্স করে নিবেন। এর পরে সেটি আমাদের মুখে হাতে ও পায়ে লাগাতে পারবেন।

ত্বকের রোদে পোড়া দুর করতে পাকা পেঁপে ও লেবুর রস এর উপকারীতাঃ

  • পাকা পেঁপে আমাদের মুখ কে ধুলাবালি থেকে নিরাপদ রাখে।
  • লেবুর রস আমাদের মুখের রোদে পোড়া যে ভাব সেটা সারিয়ে তুলতে এবং ত্বক কে অনেক বেশি উজ্জ্বল ও কোমল দেখাতে কাজ করে।

এই প্যাকটি আমাদের সবার জন্য অনেক কার্যকরী কারণ প্রতিদিন আমরা ঘর থেকে যখন বের হয়, রোদে অতিরিক্ত তাপ আমাদের মুখে এসে আমাদের মুখে পুড়িয়ে দেয় আর ধুলাবালির এই যান্ত্রিক জীবনে আমাদের মুখটা যেন দিন দিন ফ্যাকাশে হয়ে যায়। তাই ধুলাবালির এই জঞ্জাট থেকে ও সূর্যের তাপের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বক কে  রেহাই দিতে হলে এই প্যাক টি আমাদের সকলেরই উচিত নিয়মিত ব্যবহার করা।

পায়ের গোড়ালি পরিষ্কার করতে এবং গোড়ালি ফাটা দাগ দূর পাকা পেঁপের প্যাকঃ

পাকা পেঁপে নিয়ে এখন যে নতুন প্যাক এর কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি আমাদের পায়ের গোড়ালি পরিষ্কার করতে এবং গোড়ালি ফাটা দাগ দূর করতে অনেক কার্যকর ভূমিকা রাখে। এই প্যাকটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে তা হল………

  • ব্লান্ড করা বা পেস্ট করা পাকা পেঁপে ১ কাপ।
  • একটি পাকা টমেটো
  • পেস্ট করা কিছু পরিমাণ শসা।

কিভাবে এই প্যাকটি তৈরি করবঃ

একটি পরিষ্কার বাটিতে প্রত্যেকটি উপকরণ এক এক করে দিয়ে ভালোমতো মিস করে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপরে আমাদের পায়ের গোড়ালি ভালো করে ধুয়ে নিতে হবে যখন শুকিয়ে যাবে তখন আমরা এই প্যাকটি আমাদের দুই পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখব কমপক্ষে ৩০ মিনিট। সময় নিয়ে লাগাবো এবং লাগানোর সময় খুব বেশি করে লাগাবো যাতে শুকিয়ে না যায়। ৩০ মিনিট সময় হবার পর আমরা উষ্ণ একটু গরম পানি দিয়ে ধুয়ে ফেলব, পায়ের গোড়ালি টাওয়াল দিয়ে ভালো মত পরিস্কার করে নিব।

যখন পায়ের গোড়ালি শুকিয়ে আসবে তখন হাতের কাছে থাকা যেকোনো ভালো ভ্যাসলিন লাগিয়ে দিব। সবচেয়ে ভালো হয় যদি এই প্যাকটি আমাদের ঘুমাতে যাবার আগে আমরা লাগায়।

পায়ের গোডালি ফাটা দুর করতে পাকা পেঁপে ও লেবুর রসের উপকারীতাঃ

  • এই প্যাকটি যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে আমাদের পায়ের গোড়ালি অনেক সুন্দর ও উজ্জ্বল দেখাবে।
  • লেবুর রস পায়ের গোডালির ত্বক কোমল রাখতে সাহায্য করে।

আজকে যে চমৎকার দুটি প্যাক আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলা কিন্তু অনেক কার্যকরী এবং আমার অনেক বন্ধুরা এই প্যাকগুলো ব্যবহার করে অনেক বেশি সন্তুষ্ট হয়েছেন। তাই আমি চাই যাতে আপনারাও এই প্যাকগুলো ব্যবহার করেন এবং ফলাফল উপভোগ করতে পারেন।