জন্মগত ভাবে আমরা সকলেই কিন্তু সুন্দর না। কেউ শ্যামলা, কেউ কালো কিংবা কেউ বা ফর্সা অর্থাৎ সকলে কিন্তু এক ধরণের নয়। এক এক জনের গায়ের রং এক এক ধরণের। অনেকের গায়ের রং চাপা হয় বলে এই নিয়ে দুশ্চিন্তা ও করেন। বিভিন্ন ক্রিম লোশন ও মাখেন কিন্তু দেখা যায় অনেকের ত্বকের বিপরীতে গিয়ে কাজ করে। কেননা এই সকল ক্রিম ক্যামিকেল যুক্ত। এছাড়া বাইরের ধূলাবালি, কালো দাগ ব্রণের দাগ সব মিলিয়েও অনেক সময় ত্বক ফর্সা হয়েও কালো হয়ে যায়। তাই যারা ত্বকের যত্ন নিন তারা চাইলে প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার চেষ্টা করতে পারেন। প্রাকৃতিকভাবে ফর্সা হতে চাইলে কিছু ঘরোয়া উপায় মেনে ত্বকের যত্ন নিলেই ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়। আসুন জেনে নেই ত্বক উজ্জ্বল পাওয়ার প্রাকৃতিক উপায়।
১।টমেটো আর মধু আমাদের হাতের কাছে খুব কাছের উপাদান। টমেটো আর মধুর প্যাক বানিয়ে ব্যবহার করলে আমাদের রোদের থেকে যে পোড়া দাগ হয় সেটি দূর করে। আর রোদের অনেকের ত্বক কালো হতে যায় তাদের ত্বক ও সুন্দর করে এই টমেটো। এই টমেটো আর মধুর প্যাক প্রথমে একটি বাটিতে একটি টমেটো কে ভালোভাবে চটকে নিন।সাথে ৪ চামচ মধু দিন। এইবার টমেটো আর মধুকে ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। এই প্যাক আপনি চাইলে ২০ মিনিট মুখে রেখে দিন। এরপরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুখের ত্বক পরিষ্কার হয়ে অনেক সুন্দর ও তরতাজা লাগছে। আর ভেতরের ঝেল্লা ফিরে আসবে।
২।দুধ আর লেবুর রস ও ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। লেবুতে আছে ভিটামিন সি যা আমাদের ত্বকের ময়লা দূর করে। আর দুধ ত্বক নরম করে। এই দুধ আর লেবুর রস একসাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য আর উজ্জ্বলতা প্রকাশ পায়। এতে ত্বক টান টান আর বয়সের ছাপ পড়া থেকে রোধ করে। তবে এই প্যাক বানাতে কয়েকটি উপকরণ প্রয়োজন। এই প্যাক বানাতে একটি বাটিতে ৩ চামচ দুধ এর সাথে ২ চামচ লেবুর রস আর ১ চামচ মধু ও অল্পহলুদ গুঁড়া নিন। দুধ গুলোকে আলাদা করে অন্যান্য উপাদান কে একসাথে মিশিয়ে নিন। এরপর দুধ মিশিয়ে প্যাক বানান। তারপর এই প্যাক টি মুখে মাখুন। এইবার এই প্যাক মুখে রেখে শুকোতে দিন আর গরম পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন মুখে সাথে সাথে একটা উজ্জ্বলতা দেখতে পাবেন।
৩।মধু আর লেবুর রস ও আমাদের মুখের ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। লেবুর রস এমনিতেই ত্বক পরিষ্কার করে আর ত্বকের লোমকূপ গুলো খুলে দেয়। আর ত্বকে ভিটামিন সি এর অভাব পূরণ করে। আর মধু আমাদের ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে। এই প্যাক বানাতে একটি বাটিতে ২চামচ মধু আর ২চামচ লেবুর রস একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে ২০ মিনিট রেখে দিন। এরপরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া আপনি চাইলে ফেস মাস্ক ও ব্যবহার করতে পারেন। এই প্যাক টি আপনার ত্বকের দারুণ উজ্জ্বলতা আর ঝেল্লা ফিরিয়ে আনে। আর ত্বক উজ্জ্বল হয়।
৪।ত্বকের যত্নে আমরা পাকা পেঁপের ব্যবহার দেখেছি। পাকা পেঁপে দাগ দূর করতে দারুণ সাহায্য করে। আর পেঁপের সাথে ডিম মিশিয়ে এর রূপচর্চার উপায় দেখেছি। পেঁপে আর ডিমের এই তৈরি ফেস মাস্ক আপনার ত্বকের কালছে ভাব দূর করে ধীরে ধীরে হালকা করে ত্বক উজ্জ্বল রাখে। এই পেঁপের প্যাক বানাতে প্রথমে ১গি বাটিতে ৩চামচ পেঁপের রস, ৪ চামচ অ্যাপল সিডার ভিনেগার, ২চামচ দই, ৩চামচ আমন্ড অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে ২ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিন। এর পরে বের করে তাতে গ্লিসারিন আর ডিমের সাদা অংশ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার এই পেস্ট মুখে ভালোভাবে মেখে নিন। ২০ থেকে ২৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপরে হালকা গরম পানিতে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক হবে সুন্দর ও আকর্ষণীয়।
৫।বেসন আর লেবুর রস ও কিন্তু ত্বক উজ্জলতা কিংবা দাগ দূর করতে দারুণ কাজ করে। এই লেবু আর বেসন দিয়ে দারুণ সহজ ফেস প্যাক বানানো যায়। এই প্যাক বানাতে ২চামচ লেবুর রস, ৩ চামচ বেসন, ১চামচ হলুদ গুঁড়া আর সামান্য গোলাপ জল একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে তা মুখে লাগিয়ে নিন। দেখবেন মুখে প্যাক টি শুকিয়ে গেছে। তারপর হাল্কা গরম পানিতে ধুয়ে নিন। দেখবেন হলুদ আপনার ত্বকের ঊজ্জলতা বাড়াবে। এই প্যাক সপ্তাহে ২বার ব্যবহার করুন।
উপরের যে ঘরোয়া উপায় গুলো রয়েছে সেগুলো খুব সহযে আপনি ব্যবহার করতে পারবেন। তাই নিয়মিত ত্বকের যত্ন নিন ত্বকের রূপচর্চা করুন।