প্রাকৃতিক যতগুলো উপাদান রয়েছে বা যেসব উপাদান আমরা প্রসাধনী হিসেবে ব্যবহার করি তার মধ্যে মুলতানি মাটি হল শ্রেষ্ঠ অর্থাৎ যেটি কোন সাইডএফেক্ট ছাড়াই শুধু ত্বকের পরিচর্যার কাজ করে থাকে। তাই আমরা অন্য যেকোনো উপকরণ ব্যবহার করি না কেন আমরা যে ফলাফল পাব তার সাথে যদি মুলতানি মাটি যোগ করি তার ফলাফলটা হাজার গুণ বেড়ে যাবে। তাই ত্বকের যত্নের ক্ষেত্রে মুলতানি মাটির ব্যবহার কে কোন ভাবে ছোট করা যাবেনা।
যে প্যাক গুলোর প্রধান উপকরণ হবে মুলতানি মাটি। এর সাথে আমরা অন্য উপকরণও রাখবো এবং এই প্যাকগুলো যদি আপনারা আপনাদের মুখে ভাল মত করে লাগান শুধু মুখে নয় বন্ধুরা আমাদের অন্যান্য অঙ্গে ও যদি আমরা লাগায় তাহলে আমাদের ত্বক অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল হবে।
ফর্সা ত্বক পেতে মুলতানি মাটির সাথে ডাল ও মধুর মিশ্রণঃ
এই প্যাকটি তৈরি করার জন্য আমাদের হাতের কাছে রাখতে হবে…
- ১ কাপ মুলতানি মাটি
- সাথে ব্লেন্ড করা কিছু ডাল
- এবং সাথে মধু।
মধু যদি হাতের কাছে না থাকে তাহলে মধুর পরিবর্তে আমরা দুধ ব্যবহার করতে পারি। এ তিনটি উপকরণ একসাথে মিক্স করে আমরা আমাদের মুখে লাগাতে পারি। উপকরণটি মুখের এবং শরীরের বাকি ত্বক উজ্জল ও ফর্সা করার সাথে সাথে দাগ ও দুর করতে অনেক কার্যকর ভূমিকা রাখে। বন্ধুরা এই প্যাকটি আমরা দিনের যেকোনো সময় লাগাতে পারি। মুখে এই প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে কমপক্ষে তিনবার এই প্যাকটি ব্যবহার করা যায়।
ব্রণের দাগ দুর করতে মুলতানি মাটির সাথে পুদিনা পাতার রসঃ
এই প্যাকটি অনেক বেশি কার্যকরী ত্বক ফর্সা ও সুন্দর করার পাশাপাশি ত্বকের ব্রণ মুক্ত করার জন্য। এই প্যাকটি তৈরি করতে আমাদের হাতের কাছে রাখতে হবে…
- ব্লান্ড করা ১চা চামচ পুদিনা পাতার রস।
- ২ চা চামচ মুলতানি মাটি।
- ১চা চামচ নিমপাতার রস।
বন্ধুরা এই উপকরণ গুলো ভালো মত একটি বাটিতে নিয়ে মিশ্রিত করে আমরা আমাদের মুখে বা হাতে পায়ে লাগাতে পারি। এই উপকরণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ণ উপকরন হলো নিমপাতা। নিমপাতা আমাদের মুখের বিভিন্ন ধরনের এলার্জি সমস্যার সাথে সাথে ব্রণের সমস্যা দূর করে, এবং এই প্যাক টির মধ্যে মুলতানি মাটি সহ বাকি উপকরণগুলো আছে তা আমাদের ত্বক কে অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল করতে সাহায্য করে। বন্ধুরা এই প্যাকটি থেকে আরো বেশি ভালো ফলাফল পেতে চাইলে এতে সামান্য পরিমাণ লেবুর রসও মেশাতে পারি। বন্ধুরা এই প্যাক টি যদি আমরা সপ্তাহে কমপক্ষে তিনবার ব্যবহার করি তাহলে আমাদের মুখ এবং শরীরের অন্যান্য ত্বক সুন্দর ও উজ্জ্বল হওয়ার পাশাপাশি দাগ হীন হয়ে যাবে।
তাহলে বন্ধুরা আপনাদের সাথে যে ফেইসপ্যাক শেয়ার করলাম সে প্যাক গুলো আপনারা আপনাদের ত্বকে অবশ্যই এপ্লাই করবেন।