মুখে ব্রনের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে, মুখে এলার্জি সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে, এবং সঠিক নিয়মে তার পরিচর্যা না করলে, বন্ধুরা আমাদের ত্বকে বিভিন্ন ধরনের গর্তের সৃষ্টি হয়ে যায়। এছাড়াও আরো বিভিন্ন কারণে এই ধরনের মুখের গর্ত আমাদের সৃষ্টি হয় যা আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করে এবং চেহারার সৌন্দর্য ম্লান করে ফেলে। যেকোনো মূল্যে এই ধরনের সমস্যা আমরা দূর করতে চাই। বাজারে যত ধরনের ক্রিম বা প্রোডাক্ট বা মেডিসিন পাওয়া যায় তা আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বকের উপরিভাগের স্ক্রিনটা উঠে যায়। অথবা ত্বক কে অনেক বেশি পাতলা করে দেয় যা আমাদের ত্বকের সৌন্দর্যকে প্রাকৃতিক ভাবে নষ্ট করে ফেলে। কিন্তু বন্ধুরা ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে ত্বককে এই ধরনের গর্ত দাগ দূর করে ফেলতে আপনাদের জন্য আমি হাজির হয়েছি চমৎকার সব উপকরণের সমন্বয়ে তৈরি করা রেমেডি। এগুলো মাত্র একবার ব্যবহার করে আপনার ত্বক থেকে ব্রণের গর্ত থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে গর্তের সৃষ্টি হয়েছে তা কিন্তু চলে যাবে।
বন্ধুরা তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই রেমেডি গুলো কি কি এবং কখন ও কিভাবে তার ব্যবহার করতে হবে।
১।
প্রথমে যে রেমেডি টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেমেডিটি তৈরি ও ব্যবহার করতে যে সকল উপকরণ আপনার লাগবে.
- ২ টেবিল চামচ এলোভেরা জেল,
- ১ টেবিল চামচ বীট্রুটের রস,
যেভাবে ব্যবহার করবেনঃ
- রাতে ঘুমাতে যাওয়ার আগে এলোভেরা জেল এবং বিটরুট একসাথে করে আপনার মুখের উপর লাগাতে হবে এবং মুখে লাগিয়ে অন্ততপক্ষে ১০-১৫ মিনিট সময় অপেক্ষার পর ঘুমিয়ে পড়তে হবে।
- সকাল বেলা উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এভাবে যদি আপনি টানা এক সপ্তাহ করেন আমি ১০০% নিশ্চিত দিতে পারব আপনাদেরকে, আপনাদের মুখে যত বড় গর্ত থাকুক না কেন সেটা হোক ব্রণের কারণে বা অন্য কোনো কারণে তা কিন্তু একেবারেই চলে যাবে।
২।
- এখন ব্রণের গর্তের দাগ দূর করতে যে রেমেডি টি শেয়ার করতে যাচ্ছি এটি ব্যবহারে আপনাদের মুখ থেকে ব্রণের দাগ দূর হবে সাথে সাথে ত্বক কে অতুলনীয় ফর্সা করবে এবং ব্রণের উৎপাদন অনেক কমে যাবে।
- সাথে সাথে ত্বকে যদি এলার্জির কোন সমস্যা থাকলে তাও কিন্তু দূর হয়ে যাবে। এই রেমেডি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…
- ২ টেবিল চামচ নিমপাতার রস,
- ২ চা চামচ এবাকাডোর রস,
- ২ টেবিল চামচ গরুর দুধ,
- ১ চা চামচ লেবুর রস,
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- এভোকাডোর সাথে নিমপাতা যখন আপনি একসাথে যোগ করবেন, এতে কিন্তু এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আপনার ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ দূর করবে।
- প্রাকৃতিক ভাবে কোষের উৎপাদন এত বেশি বাড়িয়ে দিবে যে আপনার ত্বকের অপূর্ণ জায়গা গুলো পূরণ হয়ে যাবে।
- তাহলে বন্ধুরা আপনারা সময় করে সপ্তাহে অন্তত পক্ষে তিনবার রাতে এই রেমিডি টি ব্যবহার করার চেষ্টা করবেন।
- ক্যাস্টর অয়েল এবং পুদিনা পাতার মিশ্রণে আপনারা কিন্তু দারুণ একটি প্যাক তৈরি করে ফেলতে পারেন। যা আপনার মুখ থেকে বিভিন্ন ধরনের গর্ত দূর করতে সাহায্য করে।
- ক্যাস্টর অয়েল সামান্য পরিমাণ গরম করে নামিয়ে নিতে হবে। তার সাথে পুদিনা পাতার পেস্ট যোগ করতে হবে সামান্য পরিমাণে। তার সাথে যদি পাকা টমেটোর পেস্ট পরিমাণ মত যোগ করে নিতে পারেন তাহলে দারুন একটি প্যাক তৈরি হয়ে যাবে এবং এটি আপনার ত্বকে ব্যবহারের মধ্য দিয়ে ত্বকে ব্রণের গর্তের মত যে দাগ তা কিন্তু চলে যাবে।
- এই রেমেডিটি আপনি দিনে বা রাতে ও করতে পারেন।
- এছাড়াও বন্ধুরা মসুরের ডাল এর মাধ্যমে কিন্তু দারুন একটি রেমেডি তৈরি করা যায়। মসুরের ডাল ভালোমতো পেস্ট করে নিয়ে তার সাথে মধু যোগ করে এবং পরিমাণমতো চিনি যদি আপনি এই মিশ্রণটিতে দিতে পারেন, তাহলে একটি রেমেডি তৈরি করতে পারেন,
- এবং সেটি অন্ততপক্ষে সপ্তাহে ৩ বার রাতে ব্যবহার করতে হবে। এটির ব্যবহারে আপনার মুখ থেকে বিভিন্ন ধরনের গর্ত দাগ দূর হয়ে যাবে এবং ব্রণের সমস্যা থাকলে তাও অনেক কমে যাবে।
- তাছাড়াও কলার খোসা, কমলার খোসা ও পাকা টমেটোর মাধ্যমে কিন্তু আমরা মুখ থেকে বিভিন্ন ধরনের গর্ত দাগ দূর করে ফেলতে পারি।
- বন্ধুরা কলার খোসা, কমলার খোসা মাধ্যমে যদি আমরা মুখে স্ক্রাব করতে পারি সময় নিয়ে, তাহলেও কিন্তু আমাদের ত্বক থেকে এ ধরনের গর্তগুলো দূর হয়ে যায়।
- বন্ধুরা, সঠিক ফলাফল পেতে হলে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে ইনস্ট্যান্ট ফলাফল কখনও ভাল হয় না।
উপরে যে রিমেডি গুলো শেয়ার করলাম প্রত্যেকটি রিমেডি কিন্তু ১০০% কার্যকরী। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে নিয়মিতভাবে উপরের রেমেডি গুলো আপনারা ফলো করবেন এবং ফলাফল ১০০% নিশ্চিত করবেন। ধন্যবাদ।