আমাদের চেহারার সৌন্দর্য কে সম্পূর্ণ নষ্ট করে দিতে একটি ব্রণ এবং ব্রণের দাগ যথেষ্ট। প্রাপ্তবয়স্ক মাজবয়সি এবং পূর্ণবয়স্ক নারী-পুরুষ সকলের কাছেই ব্রণ একটি আতংকের নাম । কিন্তু আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া, পরিবেশ, ধুলাবালি, অতিরিক্ত রোদে থাকা এবং ময়লা জমে থাকা ইত্যাদি কারণে আমাদের সবার ত্বকেই কমবেশি ব্রণের উপদ্রব দেখা যায়। এই ব্রণ এবং ব্রণের দাগের কারণেই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছি। তাই ব্রণ দূর করতে অনেকেই আবার বাজারের নকল কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে ত্বকের ক্ষতি সাধন করে আসছেন। তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি মাত্র 3 দিনে ব্রণ সম্পূর্ণরূপে দূর করতে অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক কিছু ঘরোয়া উপায়। যা ব্যবহারে ব্রণ সম্পূর্ণরূপে দূর হয়ে চেহারা হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা ও লাবণ্যময়। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক মাত্র ৩ দিনে ব্রণ থেকে চিরতরে মুক্তি পেতে অত্যন্ত কার্যকরী উপায় সমূহ।
ব্রণ থেকে চিরতরে মুক্তি পাওয়ার ঘরোয়া প্রাকৃতিক উপায় সমূহঃ
ব্রণ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য কিছু অনন্য প্রাকৃতিক গুনাগুন সম্বলিত উপাদান এর মিশ্রণে ফেসপ্যাক ব্যাবহার করতে হবে । তেমনি তেমনি অত্যন্ত কার্যকরী দুটি ফেসপ্যাক বিস্তারিত আলোচনা করা হলো।
ব্রণ দূর করতে শসার ফেসপ্যাকঃ
3 টেবিল চামচ শশার পেস্ট।
2 চা চামচ চালের গুড়া।
1 চা চামচ মধু।
একটি অর্ধেক পাকা টমেটোর রস।
শসার ফেসপ্যাকটি তৈরীর প্রক্রিয়াঃ
প্রথমে একটি শসা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চামড়া ছিলে নিন।
এবার শসা টি ভালোভাবে পিসে পেস্ট করে নিন।
একটি পরিষ্কার পাত্রে শসার পেস্ট এর সাথে চালের গুড়া ভালোভাবে মিশিয়ে নিন।
তার সাথে অন্যান্য উপকরণ গুলো দিয়ে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করলেই ব্রণ থেকে চিরতরে মুক্তি লাভের জন্য শসার অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি হবে।
ব্রণ দূর করতে ফেইস প্যাক টি ত্বকে ব্যবহারের প্রক্রিয়াঃ
প্রথমে সাবান অথবা ফেসওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।
তোলা অথবা পরিষ্কার কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে ফেসপ্যাকটি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের ওপর ম্যাসাজ করুন।
15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিন।
সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।
এবং সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
ব্রণ দূর করতে ফেসপ্যাকটি ব্যবহারের উপকারিতাঃ
শসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ বি কে ই, ফাইবার, এবং প্রচুর পরিমাণে ফলিক এসিড যা ব্যবহারে আমাদের ত্বক থেকে ব্রণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর হবে।
ব্রণের দাগ, বলিরেখা, ফুসকুড়ি, মেছতার দাগ সম্পূর্ণরূপে দূর হবে।
ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।
ফেসপ্যাক টি সেনসিটিভ ত্বক থেকে শুরু করে সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।
বিঃদ্রঃ
ব্রণ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য ব্যবহৃত ফেসপ্যাক গুলোর কোন উপকরণ যদি আপনার ত্বকের জন্য এলার্জিক হয় তা ব্যবহার করবেন না।
ফেস প্যাক লাগিয়ে রোদে, গরমে স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
অপ্রাপ্তবয়স্কদের ত্বকে ফেসপ্যাক ব্যবহার করবেন না।
ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
ফেসপ্যাক এর ব্যবহৃত সবগুলো উপকরণ সুপারশপ, ভেষজ উদ্ভিদের দোকান এবং বিভিন্ন অনলাইন শপে পাওয়া যায়।
উপরে উল্লেখিত ফেসপ্যাক গুলো নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক থেকে ব্রণ চিরতরে দূর হবে। তাই স্থায়ীভাবে ব্রণ থেকে চিরতরে মুক্তি লাভের জন্য সপ্তাহে অন্তত দুবার ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।