ব্ল্যাকহেডস কি? কেন হয়? এবং কিভাবে প্রাকৃতিক বা ঘরোয়া পদ্ধতিতে এ সমস্যার সমাধান করা যায় আজকে এ বিষয়ে বিস্তারিত ভাবে আপনাদের সাথে আলোচনা করবো। তাহলে বন্ধুরা প্রথমেই জেনে নেই…।
ব্ল্যাকহেডস কি???
কালচে বাদামী রঙের যে সকল দাগ লোম কুপের মধ্যে দেখা যায় যা সাধারণত আমাদের কপালে, নাকের দুই পাশে, গালে, থুতনিতে থাকে তাকে ব্ল্যাকহেডস বলে।
নাকে ব্ল্যাকহেডস হওয়ার কারনঃ
বিভিন্ন কারণে এই ব্ল্যাকহেডস হতে পারে……
- ধুলাবালির কারণেঃ
ধুলাবালির কারণে এই ধরনের ব্ল্যাকহেডস হতে দেখা যায়। অতিরিক্ত ধুলাবালিতে আমরা বের হলে ধুলাবালি গুলো আমাদের শরীরের লোম কূপে এসে জমা হয় এবং বাতাস অক্সিজেনের সংস্পর্শে আসলে এই ময়লাগুলো কালচে রং ধারণ করে এবং শক্ত হয়ে যায়।
- মেকআপ করার কারনেঃ
আমরা যখন মেকাপ করি এই মেকআপ করার পরে ভালোমতো মুখ পরিষ্কার না করলে মেকআপ এর বিভিন্ন অংশ লোমকূপে গিয়ে আটকে থাকে, এবং অক্সিজেন ও বাতাসের সংস্পর্শে আসলে এই পদার্থ গুলো পরবর্তীতে কালো রং ধারণ করে ব্ল্যাকহেডস তৈরি করে।
- তৈলাক্ত মুখঃ
তৈলাক্ত মুখ এমনিতেই বেশি পরিমাণে ময়লা টেনে নেয়। যার কারণে বিভিন্ন ধরনের ধুলাবালির কারণে তৈলাক্ত ত্বকের মহিলাদের আরো বেশি কালো হতে দেখা যায়।
- অন্যান্য কারনঃ
এছাড়াও আরো অনেক কারণে ব্ল্যাকহেডস হতে পারে। যেমন বিভিন্ন ধরেন ব্রনের বিচি ভিতর থেকে গেলেও এই সব বিচি পরবর্তীতে বের না হলে সেটা ব্ল্যাকহেডসের আকার ধারণ করতে পারে।
এই ধরনের ব্ল্যাকহেডস আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। এগুলো মুখের মধ্যে বিভিন্ন ধরনের দাগ এর মত দেখায় যা দেখতে অনেক খারাপ লাগে।
- এ ধরনের ব্ল্যাকহেডস গুলো আমরা সাধারণত আঙ্গুল দিয়ে চেপে বা বিভিন্ন ধরনের স্টিক ব্যবহার করে তুলে ফেলতে চায় কিন্তু এগুলা তুলতে ব্যথা লাগে বা কষ্ট হয়। তাছাড়াও লোমকূপে এই ধরনের ময়লা প্রতিদিনই জমা হতে থাকে আমরা যতবারই ব্ল্যাকহেডস দূর করি না কেন সেটা আবার হতে থাকে।
- তাই আমাদের উচিত এমন ভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর করার উপায় বের করা, যাতে ব্ল্যাকহেডস হলেও সেটা খুব সহজে দূর হয়ে যায়। অথবা প্রতিদিন পরিচর্যার মধ্যে থাকলে যাতে ব্ল্যাকহেডস আমাদের মুখে না হয় এবং আমাদের সৌন্দর্য যাতে নষ্ট করতে না পারে।
- এখন ঘরোয়া পদ্ধতিতে আমরা কিছু আপনাদের প্যাকের কথা বলব যে প্যাকগুলো নিয়মিত ব্যবহার করলে, বিভিন্ন ধরনের ব্ল্যাকহেডস আমাদের মুখে জমা হবার সুযোগ পাবে না। আর তাছাড়া জমা হয়ে থাকলে এই ধরনের ব্ল্যাকহেডস কোন ব্যাথা বা কষ্ট ছাড়া খুব সহজে নিবারণ করা যাবে।
- নাকের ব্লেকহেডস testosterone enanthate in uk দুর করতে লেবুর রস ও চিনির মিশ্রনঃ
এই প্যাক টি করতে যে সকল উপকরণ আমাদের লাগবে………
- ২ টেবিল চামচ চিনি।
- ১ চা চামচ লেবুর রস।
যেভাবে এই প্যাকটি তৈরি করবঃ
একটি বাটিতে চিনি পরিমাণমতো নিবেন শ্রেণীতে সামান্য পরিমাণে পানি দিবেন কিন্তু এমন ভাবে দিবেন না যাতে শরবত হয়ে যায়। খুব অল্প পরিমাণ দিবেন শুধুমাত্র চিনি গুলো একটু ভেজা ভেজা হওয়ার জন্য। এরপরে তার ওপরে লেবু দিয়ে চিনির মিশ্রণ একসাথে করে যেখানে ব্লেকহেডস আছে সেখানে ঘষে ঘষে মাসাজ করুন।
এভাবে ১০ মিনিট আপনি যদি পুরো মুখে যেখানে যেখানে ব্ল্যাকহেডস আছে তাতে মাসাজ করে পরে জল দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার মুখের ব্ল্যাকহেডস গুলো প্রথম ব্যবহারে কিছু পরিমাণ গেলেও আপনি যদি এটা সপ্তাহে তিনবার ব্যবহার করেন সম্পূর্ণরূপে আপনার মুখের ব্ল্যাকহেডস চলে যাবে।
- নাকের ব্লেকহেডস দুর করতে টুথপেস্টের ব্যবহারঃ
এখন যে পদ্ধতিটি বলবো সেটি অনেক দিন আগে থেকে ব্ল্যাকহেডস দুর করার জন্য ঘরোয়া পদ্ধতি হিসেবে প্রচলিত। এটি হলো কিছু পরিমাণ টুথপেস্ট নিয়ে নাকে বা যেখানে ব্ল্যাকহেডস রয়েছে তার উপরে রেখে দিয়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে এর পরে একটি ব্রাশ নিয়ে যে ব্রাশ গুলো অনেক বেশি সফট হবে এ ধরনের একটি ব্রাশ দিয়ে ঘষে ঘষে উপরে দুই তিন মিনিট ঘষতে হবে।
এভাবে যদি আমরা আমাদের ব্ল্যাকহেডস জায়গার উপর টুথপেস্ট দিয়ে ঘষতে থাকি তাহলে আমাদের ব্ল্যাকহেডস খুব সহজে উঠে যাবে।
- নাকের ব্লেকহেডস দুর করতে খাবার সোডা ও পানিঃ
এটি তৈরি করতে যে সকল উপাদান আমাদের লাগবে তা হল……
- খাবার বেকিং সোডা,
- ও পানি।
যেভাবে ব্যবহার করবঃ
একটি পাত্রে কিছু পরিমাণ বেকিং সোডা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে পাতলা করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। মুখের যে যে অংশে ব্ল্যাকহেডস রয়েছে তার ওপর ভালোমতোই মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। তারপরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
- নাকের ব্লেকহেডস দুর করতে লেবুর রসের সাথে ডিম ও কাঁচা হ্লুদ বাটাঃ
এরপরে যে প্যাকটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তার জন্য যে সকল উপকরণ লাগবে………
- কাঁচা হলুদ বাটা ১টেবিল চামচ।
- ১ চা চামচ লেবুর রস।
- ১টি ডিমের সাদা অংশ।
প্রত্যেকটি উপকরণ বাটিতে দিয়ে ভালোমতো মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিম দেওয়ার সময় হলুদ অংশ আলাদা করে নিতে। এরপরে প্যাক টি যখন তৈরি হয়ে যাবে তখন মুখ ভালো মতো পরিষ্কার করে প্যাকটি লাগিয়ে নিতে হবে। ১০ মিনিট সময় নিয়ে প্যাকটি লাগিয়ে রাখতে হবে। এরপরে ঠান্ডা জলের চেয়ে হালকা উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেললে ভালো ফলাফল পাওয়া যায়।
বন্ধুরা উপরে যে সকল উপকরণ গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই সকল প্যাক গুলো যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে ব্ল্যাকহেডস আপনাদের হয়ে থাকলেও সেটি দূর হয়ে যাবে এবং প্রতিদিনের ব্যবহারে ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
ব্লেকহেডস দূর করার এগুলো হচ্ছে সবচেয়ে কার্যকরী উপকরণ। হাজার উপকরণের মধ্যে থেকে আপনাদের জন্য বেছে বেছে ভালোগুলো আজকে দেওয়া হলো।
তাহলে বন্ধুরা ব্ল্যাকহেডসের জন্য আর চিন্তা ও হতাশায় না থেকে আমাদের দেওয়া পরামর্শ ও প্যাক গুলো ব্যবহার করুন।