মধুর কার্যকারিতা আজকাল নতুন কিছু নয়। সেই প্রাচীনকাল থেকে যখন থেকে মধুর সন্ধান পাওয়া গেছে তখন থেকে বিভিন্ন কাজে এই মধু ব্যবহৃত হয়ে আসছে। ভেষজ ওষুধ হিসাবে, রূপচর্চার ক্ষেত্রে, আজকে আমরা মধুর এমন একটি গুণের কথা আপনাদের সাথে আলোচনা করবো যার মাধ্যমে আপনার ত্বকের যে কোন ধরনের কালো দাগ আপনি দূর করে ফেলতে পারবেন রাতারাতি। বন্ধুরা মাত্র ২ মিনিটে আপনার ত্বককে করে ফেলতে পারেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী।
তাহলে বন্ধুরা, ত্বকের কালো দাগ নিয়ে আর দুশ্চিন্তায় না ভোগে আজকে আমাদের দেওয়া এই টিপসটি ভালো মতো অনুসরণ করবেন। এই টিপসটি সাধারণত আপনারা বাহির থেকে যখন আসবেন তখন ব্যবহার করলে সবচেয়ে কার্যকরী ফলাফল পাবেন। এই টিপসটি বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহায্য করে। যেমন,
- রোদে পোড়া দাগ দূর করবে,
- ব্রণের দীর্ঘমেয়াদি দাগ দূর করবে,
- চোখের নিচের কালো দাগ দূর করবে,
- মেছতার কালো দাগ দূর করবে,
- এছাড়াও আরও বিভিন্ন এলার্জি জনিত কারণে ত্বকে যদি কোন ধরনের কালো দাগ সৃষ্টি হয় তাও কিন্তু দূর করে দেবে,
মধুর মাধ্যমে কালো ত্বক ফর্সা করবেন মাত্র ২ মিনিটেঃ
- বলতে পারেন এটি সব রোগের প্রতিষেধক। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ত্বকের কালো দাগ দূর করতে মধুর প্যাক টি কিভাবে আপনার ত্বকে আপনি লাগাবেন..
- বন্ধুরা আপনারা বাহির থেকে যখন আসবে তখন আপনাদের ত্বক অনেক বেশি নরম থাকে। কারণ বাহির পর্যাপ্ত পরিমাণে ঘাম এবং সূর্যের তাপে আপনার ত্বক অনেক নরম করে দেয়। এসময় আজকের দেওয়া মধুর প্যাকটি লাগানোর সবচেয়ে যথোপযুক্ত সময়।
তাই বন্ধুরা গরম থেকে এসে এই প্যাকটি আপনারা দেরি না করে লাগিয়ে নেবেন। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে এবং যে সকল ধাপ আপনাকে অনুসরণ করতে হবে তা নিচে দেওয়া হলঃ
- বাহির থেকে এসেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো এলোভেরা জেল এবং নিমপাতার সংমিশ্রণে আপনাকে প্রথমে কিছু আইসবার তৈরি করে ফ্রিজে রেখে দিতে হবে। আর সেই আইসবারের একটি বার আপনার পুরো মুখে আস্তে আস্তে সারকুলার মোশনে লাগাতে হবে। এবং ত্বক কে যত্নে ঠান্ডা করে ফেলতে হবে।
- এটা করলে আপনার শরীরে একটি শীতল ভাব চলে আসবে এবং আপনার মুখে বিভিন্ন জীবাণু সংক্রমণ থাকলে তা কিন্তু দূর হয়ে যাবে। কারণ নিম পাতা এবং এলোভেরা ২ টি উপকরণ আলাদা আলাদাভাবে জীবাণুর প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে। তাই আপনি নিশ্চিন্ত এই উপকরণ গুলো ব্যবহার করতে পারেন।
- এরপর আপনার ত্বকে স্ক্রাবিং করে ফেলতে হবে। বিভিন্ন ধরনের ময়লা দূর করে ফেলতে হবে এবং রোদে পোড়া কালো দাগ দূর করতে হবে। এ জন্য যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে…
১ চা চামচ মধু,
২ টেবিল চামচ চিনি,
২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
১ চা চামচ লেবুর রস,
১ টি পাকা টমেটো,
যেভাব এব্যবহার করবেনঃ
- বন্ধুরা পাকা টমেটো, চিনি এবং লেবু দিয়ে, সাথে কাঁচা হলুদ বাটা দিয়ে একটি প্যাক তৈরি করে ফেলতে হবে। এরপরে লেবুর সাহায্যে এই উপকরণগুলো দিয়ে আপনার চেহারাতে স্ক্রাপ করতে হবে ৫ মিনিটের জন্য।
- সারকুলার মোশনে আস্তে আস্তে স্ক্রাবিংয়ের কাজ টি আপনাকে করে ফেলতে হবে।
- স্ক্রাবিংয়ের মাধ্যমে আপনার ত্বক থেকে বিভিন্ন ধরনের ধুলাবালি চলে যাবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস সমস্যা চলে যাবে। রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে। এবং ত্বকের উপরিভাগের রক্ত সঞ্চালন ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে।
- সর্বশেষ যে প্যাক টি এখন আপনাদের অনুসরণ করতে হবে এই ধাপটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…..
২ চা চামচ মধু,
২ টেবিল চামচ টকদই,
২ চা চামচ গোলাপজল,
২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
২ টেবিল চামচ পাকা মিষ্টি কুমড়ার পেস্ট,
সাথে অবশ্যই পরিমাণমতো কফি পাউডার দিবেন।
ব্যবহার প্রণালিঃ
- এই উপকরণ গুলো একসাথে মিক্স করে চমৎকার একটি প্যাক তৈরি করে ফেলতে পারবেন।
- এটি ত্বক থেকে সমস্ত দাগ দূর করে দেয়।
- যদি আপনার ত্বককে ফর্সা এবং সুন্দর করে তুলতে চান তাহলে আজকের টিপস এর প্রত্যেকটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করবেন।
- এবং সর্বশেষ ধাপে আপনাকে যে সকল কাজ করতে হবে তা হলো প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন লেগে পড়ি এই টিপসটি যথাযথভাবে ব্যবহার করতে, আর ত্বক থেকে সকল ধরনের দাগ দূর করে ত্বককে মনের মত করে ফর্সা ও সুন্দর করতে।
তাই সুন্দর ত্বক পেতে আজকের টিপস টি নিয়মিতভাবে ব্যবহার করবেন এবং প্রথম ব্যবহারে কিন্তু আপনি চমৎকার ফলাফল পাবেন। আপনার ত্বক থেকে সমস্ত দাগ একেবারে চলে যাবে। আর প্রত্যেক ধাপে মধু উপকরণ টি নিজ দায়িত্বে যোগ করে দিবেন।