বর্তমান সময়ে রূপচর্চার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে ফেসিয়াল। প্রায় সব ধরনের মানুষ তাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ফেসিয়াল ব্যবহার করে থাকে। এর মধ্যে অন্যতম প্রধান এবং কার্যকরী ফেসিয়াল হচ্ছে টমেটো ফেসিয়াল। যা আপনার ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা এবং আকর্ষনীয়। টমেটোতে বিদ্যমান উপাদান খেলে যেমন ত্বকের স্বাস্থ্য ভালো হয় ঠিক তেমনি ত্বকের উপরে যদি এটি প্রয়োগ করা যায় তাহলে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়। মাত্র একবার টমেটো ফেসিয়াল ব্যবহার করেই আপনি হয়ে উঠতে পারবেন সুন্দর উজ্জ্বল এবং ফর্সা ত্বকের অধিকারী। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক কিভাবে সুন্দর এবং উজ্জ্বল ত্বকের জন্য টমেটো ফেসিয়াল করবেন।
টমেটো ফেসিয়াল কি?
বিভিন্ন ধরনের ফেসিয়াল এর প্রকারের মধ্যে টমেটো ফেসিয়াল অত্যন্ত কার্যকরী। যে ফেসিয়াল পদ্ধতিতে ফেসিয়ালের মূল উপাদান হিসেবে টমেটো ব্যবহার করে ফেসিয়াল কার্য সম্পাদন করা হয় তাকে বলা হয় টমেটো ফেসিয়াল।
উজ্জ্বল ফর্সা ত্বক পেতে কিভাবে টমেটো ফেসিয়াল করবেনঃ
টমেটো ফেসিয়াল করার জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। নিন্মে উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে টমেটো ফেসিয়াল এর পদক্ষেপগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
টমেটো ফেসিয়াল এর প্রথম পদক্ষেপঃ
টমেটো ফেসিয়াল এর প্রথম পদক্ষেপ হচ্ছে ক্লিন করা বা মুখ পরিষ্কার করা। খালি চোখে ত্বকের ক্ষুদ্রাতিক্ষুদ্র ময়লা দেখা যায় না। তাই পরিস্কার পানি নিয়ে আপনার মূখ সময় নিয়ে ধৌত করুন এবং দুফালি টমেটো নিয়ে ঘষে ঘষে মুখ পরিষ্কার করে নিন। তারপর 15 মিনিট অপেক্ষা করুন এবং হালকা উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। টমেটোর রস আপনার ত্বকের গভীর থেকে ময়লা দূর করে আপনার ত্বককে দূষণ মুক্ত করবে।
ত্বক উজ্জল ও ফর্সা করতে টমেটো ফেসিয়াল এর দ্বিতীয় পদক্ষেপঃ
এ পর্যায়ে টমেটোর একটি মিশ্রণ দিয়ে মুখে ভালোভাবে স্ক্রাপ করতে হবে।এই মিশ্রণ এর প্রধান প্রধান উপাদান গুলি হল বেসন, দই, চিনি এবং একফালি টমেটো।
প্রথমে বেসন এবং দই মিশিয়ে নিন তারপর এক ফালি টমেটোর ওপর মিশ্রণটি দিয়ে ওখানে এক চা চামচ চিনি দিয়ে আপনার মুখে ভালোভাবে স্ক্রাব করে নিন। 5 মিনিট ফরোয়ার্ড এবং 5 মিনিট ব্যাকওয়ার্ড ভাবে ভালোভাবে স্ক্রাব করে নিন। মাসাজ করা শেষ হলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
টমেটো ফেসিয়াল এর তৃতীয় এবং চূড়ান্ত পদক্ষেপঃ
উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে টমেটো ফেসিয়াল অত্যন্ত কার্যকরী। তাই এর শেষ পদক্ষেপে প্রথমেই একটি টমেটোর ফেসপ্যাক তৈরি করে নিতে হবে। যার উপাদানসমূহ হচ্ছেঃ
লাল টমেটোর পেস্ট এক কাপ।
টক দই 3 চা চামচ।
মধু 2 চা চামচ।
ব্লেন্ড করা আলো 2 চা চামচ।
গোলাপজল 2 চা চামচ।
এবার একটি পাত্রে নিয়ে তাতে সব উপাদান গুলো ভালভাবে মিশিয়ে টমেটোর অত্যন্ত কার্যকরী একটি মাস্ক তৈরি করে নিন।
মাস্ক টি তৈরি হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিন।
এবার তুলো অথবা মুখের ব্রাশ দিয়ে মাস্কটি চেহারার ত্বকে এবং গলায় ভালোভাবে মালিশ করুন।
এরপর হাতে আলতো ভাবে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন।
তারপর মাস্ক টি সম্পূর্ণভাবে শুকানোর জন্য 40 থেকে 60 মিনিট সময় দিন।
এরপর মাস্ক টি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে একটি বাটিতে কুসুম গরম জল নিয়ে তুলো দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে টমেটো ফেসিয়ালের মাস্ক তুলে নিন।
সম্পূর্ণভাবে টমেটোর মাস্তি তোলা হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার ভাবে মুখ ধুয়ে নিন।
এরপর মুখ শুকিয়ে নিয়েই মুখে মশ্চারাইজার ব্যবহার করুন।
এভাবে খুব সহজভাবে ঘরে বসেই সুন্দর ফর্সা এবং উজ্জ্বল ত্বকের জন্য যে কেউ টমেটোর ফেসিয়াল করতে পারেন।
টমেটো ফেসিয়াল এর উপকারিতাঃ
টমেটোর ফেসিয়াল ত্বকের সব ধরনের ময়লা এবং দূষণ রোধ করে।
টমেটোর ফেসিয়াল আপনার ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে।
টমেটোর ফেসিয়াল আপনার ত্বকে শক্তি যোগায় এবং ত্বককে করে তোলে সতেজ ও প্রাণবন্ত।
টমেটোর ফেসিয়াল আপনার ত্বকে ব্রণের দাগ, বুড়িয়ে যাওয়া ভাব,বলিরেখা এবং বিভিন্ন ধরনের কালো ছোপ ছোপ দাগ সম্পূর্ণরূপে দূর করে।
টমেটোর ফেসিয়াল আপনার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
সর্বোপরি আপনার ত্বককে গভীর থেকে ফর্সা ও উজ্জ্বল করে আপনার ত্বককে করে দেয় অত্যন্ত আকর্ষণীয়।
টমেটোর ফেসিয়াল ব্যবহারের কিছু সতর্কতাঃ
আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে টমেটো ফেসিয়াল ব্যবহার করবেন না।
টমেটো ফেসিয়াল ব্যবহারের সময় বা ব্যবহারের 2 থেকে 3 দিন পর্যন্ত রোদে যাবেন না। অথবা রোদে যাওয়ার সময় সানস্ক্রিন কিংবা ছাতা ব্যবহার করুন।
ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সুন্দর,উজ্জ্বল এবং ফর্সা ত্বক প্রাপ্তির জন্য টমেটো ফেসিয়াল ব্যবহার করুন। নিজেদের সূক্ষ্ম রুক্ষ ত্বক কে করে তুলুন আকর্ষণীয় এবং প্রাণবন্ত।
ধন্যবাদ।