মাত্র ৩ দিনে চুল পড়া দূর করতে কেস্টর অয়েলের ৫টি অসাধারণ হেয়ার প্যাক

চুলের যত্নে ক্যাস্টর অয়েল এর চমৎকার পাঁচটি প্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে বন্ধুর আমাদের জানতে হবে কেস্টর অয়েল কি? তাতে কোন ধরনের উপাদান থাকে যা আমাদের চুলের যত্নে সাহায্য করে।

কেস্টর অয়েল কি?????

  • কেস্টর অয়েল কে আমরা অনেকেই রেডিতেল হিসাবে জানি। হলুদ রঙের এ তৈলাক্ত পদার্থটি মূলত আমরা রেসিনস কমিউনিস্ট প্রজাতির উদ্ভিদ থেকে পেয়ে থাকি।
  • এ প্রজাতির ফলের বীজ থেকে বিশ্লেষণের মধ্য দিয়ে প্রাথমিক অবস্থায় আমরা যা পেয়ে থাকি তার মধ্যে বিষাক্ত এনজাইম রেসিন থাকে। রেসিন থাকার কারণে আমরা প্রাথমিকভাবে এটি ব্যবহার করতে পারি না। এটি আমাদের চুলের যত্নে বা ত্বকের যত্নে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে।
  • তাই হিটিং প্রসেস এর মাধ্যমে তাপ প্রদান পদ্ধতির মধ্য দিয়ে বিষাক্ত এই প্রভাব কে ধ্বংস করে ফেলা হয়।

কোথায় পাওয়া যায়ঃ

ক্রান্তীয় সম্পূর্ণ এলাকায় সাধারণত আফ্রিকা ও ভারতে এই ধরনের বীজ পাওয়া যায়। যেখান থেকে তেল নিষ্কাশন এর মধ্য দিয়ে আমরা এই তেল চুলের যত্নের জন্য পেয়ে থাকি।

কেস্টর অয়েলের উপকারীতাঃ

  • বহু প্রাচীনকাল থেকে এই তেল শুধুমাত্র আমাদের ত্বকের যত্ন, চুলের যত্নের পাশাপাশি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

চুলের যত্নে কেস্টর অয়েলের উপকারীতাঃ

এই তেলের মধ্যে এমন এক ধরনের উপকরণ রয়েছে যেটি আমাদের চুলের যত্নে রাখতে ভূমিকা রাখতে পারে।

  • সাধারণত ওমেগা 3 ফ্যাটি এসিড সমৃদ্ধ বিভিন্ন উপাদান রয়েছে যা আমাদের চুলের যত্নে অনেক বেশী কার্যকর ভূমিকা রাখতে পারে।

এখন আমরা জানবো এ কাস্টার ওয়েল দিয়ে তৈরি অসাধারণ প্যাকগুলো যেগুলো  চুলে ব্যবহারের মধ্য দিয়ে আমাদের চুল অনেক বেশি সুন্দর ও লম্বা হবে।

চুলের যত্নে কেস্টর অয়েলের সাথে এলোভেরা মধুঃ

এই প্যাকটি আমাদের চুল ঘন ও লম্বা হতে সাহায্য করে। এই প্যাকটি ব্যবহার করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ মধু।

যেভাবে প্যাক টি বানাবেনঃ

  • এই তিনটি উপকরণ ভালোমতো মিক্স করে আমরা যদি আমাদের মাথার তালুতে লাগাতে পারি এবং গোসলের আগে ৩০ মিনিটে স্থায়ী করে গোসলের সময় শ্যাম্পু করে একেবারে ধুয়ে ফেলি,তাহলে চুল ঝরঝরে হবে।
  • এই প্যাকটি যদি নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের চুল অনেক বেশি লম্বা ও ঘন দেখাবে।

চুলের যত্নে কেস্টর অয়েলের সাথে আমলকীর রসঃ

এই প্যাকটি ব্যবহার আমাদের মাথায় নতুন চুল গজাবে এবং অপুষ্টি চুলগুলোর গোড়া শক্ত করে ঝরে যাওয়া রোধ করবে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ আমাদের লাগবে………।

  • ২টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ২ টেবিল চামচ আমলকির রস।
  • ১ চা চামচ চা পাতার লিকার।
  • এই তিনটি মিশ্রণ ভালো মতো মিক্স করে আমরা যদি মাথায় লাগায় এবং দুই থেকে আড়াই ঘন্টা আমাদের মাথায় স্থায়ী করে গোসলের সময় শ্যাম্পু করে ধুয়ে ফেলি, তাহলে আমাদের চুল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হবে।
  • চুলের গোড়া শক্ত হবে সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে।

চুলের যত্নে কেস্টর অয়েলের সাথে মেথি পেঁয়াজের রসঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

  • ৩ টেবিল চামচ কাস্টার অয়েল।
  • ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
  • ২ টেবিল চামচ মেথির পেষ্ট ।
  • তিনটি উপকরণের মিশ্রণ ভালোমতো তৈরি করে আমরা এটি মাথায় লাগাতে পারি।
  • মাথার তালুতে ভালোমতো ঘষে ঘষে যদি আমরা একটি লাগায় এবং একঘন্টা মত এটি মাথায় রাখি,এরপর ধুয়ে ফেলি তাহলে আমাদের চুল অনেক বেশি সিল্কি এবং চুল পড়া দূর হবে।
  • সাথে সাথে মাথা থেকে ময়লা দুর হয়ে যাবে।
  • নতুন চুল গজাবে।

চুলের যত্নে কেস্টর অয়েলের সাথে কালোজিরাঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ১ চা চামচ কালিজিরা।
  • কাস্টার অয়েল এর সাথে কালোজিরা মিক্স করে আমরা রেখে দিতে পারি। এবং এটা আমরা যদি আমাদের দৈনন্দিন তেল ব্যবহার করার মতো করে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের চুল অনেক বেশী মজবুত হবে।
  • পাশাপাশি অনেক বেশি কালো দেখাবে। বন্ধুরা এই উপকরণটি চুল পড়া রোধে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে।

চুলের যত্নে কেস্টর অয়েলের সাথে মুলতানি মাটিঃ

এটি ব্যবহারে আমাদের চুল থেকে রোদে পোড়া দাগ দূর হবার পাশাপাশি চুল থেকে ময়লা দূর করে।ও চুলের গোড়া অনেক বেশি শক্ত করে।  এটি ব্যবহারে যে সকল উপকরণ আমাদের লাগবে………

  • ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
  • ১ টেবিল চামচ মুলতানি মাটি।
  • এই উপকরণের মিশ্রণ দিয়ে এই প্যাকটি তৈরি করতে হবে এবং সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি আমাদের চুলে ব্যবহার করতে হবে।
  • এটি মাথায় দিয়ে এক ঘণ্টা ঢেকে গোসলের সময় আমাদের শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।

বন্ধুরা উপরে যে পাঁচটি প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্যাক গুলো কিন্তু চুলের যত্নে দারুণভাবে কাজ করে। তাই আমার পরামর্শ আপনারা এই প্যাকগুলো ব্যবহার করবেন এবং তা নিয়মিত ভাবে করে দীর্ঘস্থায়ীভাবে আপনাদের চুলের যত্ন নিবেন। ধন্যবাদ।