মাত্র ৩ দিনে পুরনো ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করুন চারকোল পাওডার এর সাহায্যে

মাত্র ৩ দিনে ব্রণের দীর্ঘমেয়াদি দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে চারকোল এর ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানবো। বন্ধুরা,  অনেকেই হয়তো এই শব্দটির সাথে পরিচিত নয়। চারকোল পাওডার বলতে আমরা সাধারণত ঐসকল পদার্থগুলোকে বুঝি যেটা একসময়  জৈব পদার্থ ছিল, কিন্তু পুড়িয়ে তারপরে কয়লা হয়ে গেছে। সেটা যেকোন ভাবে হতে পারে। সেটা কাঠ বা নারিকেলের ছোবড়া, যেকোনো ধরনের উৎস থেকে এই চারকোল হতে পারে। কিন্তু চারকোল বা অ্যাক্টিভেটেড কার্বন আমরা তখনই বলতে পারব যখন এই ধরনের কয়লাকে উচ্চ রাসায়নিক তাপ এর মাধ্যমে এর অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন ঘটানো যায়।

চারকোল কি???

তাহলে বন্ধুরা, এখন আমরা জানতে পারলাম এই চারকোল কি বা অ্যাক্টিভেটেড কার্বন কাকে বলে।

  • সংক্ষেপে বলতে গেলে বন্ধুরা কাঠ পুড়িয়ে যে কয়লা পাওয়া যায় তা হচ্ছে চারকোল।
  • আপনারা হয়তো অবাক হয়ে গেলেন ,আপনারা আপনাদের দাদা দের কাছ থেকে শুনেছেন এই ধরনের কয়লা দাঁত পরিষ্কারের কাজে ব্যবহার করা হতো, অথবা রান্নার কাজে এই ধরনের কয়লা ব্যবহার করা হতো। কিন্তু এটা যে ত্বকের যত্নে এতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা।
  • ঠিকই বন্ধুরা, আজকে আপনাদের সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানাবো এবং এ চারকোল ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের ত্বকের দীর্ঘমেয়াদি ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করতে পারি সে বিষয়ে জানিয়ে দিব।

দীর্ঘমেয়াদি ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল সুন্দর করতে চারকোল এর উপকারীতাঃ

  • আমরা সাধারণত জানি ব্রণ হয় বিভিন্ন ধুলাবালি ও ময়লা থেকে। আর এ ধুলাবালি ও ময়লা দূর করার জন্য চারকোল এর সুন্দর একটি প্যাক রয়েছে।
  • এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে ব্রণের দাগ দূর হয়ে যাওয়ার পাশাপাশি মুখ থেকে তৈলাক্ত ভাব ও ময়লা দূর হয়ে যায়।

ব্রণের দাগ দূর করতে চারকোল পাওডারের সাথে পানির মিশ্রনঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ চারকোল পাওডার।
  • ১ চা চামচ পানি।

ব্যবহার প্রনালিঃ

চারকোল পাউডারের সাথে পানি যোগ করে মিশ্রণটি তৈরি করবেন। সেটি আমাদের ত্বকে লাগিয়ে রাখতে পারি ১০ মিনিট সময় মত এটি মুখে লাগানোর পর আমরা ঠান্ডা জল দিয়ে এই মিশ্রণটি ধুয়ে ফেললে মুখ থেকে অতিরিক্ত তেল দূর হয়ে যাবে।

  • এর মধ্য দিয়ে ব্রণ উঠা কমে যাবে এবং বর্তমানে যে ব্রণের দাগ রয়েছে তা অনেকটা কমে যাবে।
  • বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের প্রসাধনীর মধ্যে কিন্তু উপকরণ হিসেবে এই চারকোল পাউডার থাকে।

ত্বকের দীর্ঘমেয়াদি ব্রণের দাগ দূর করতে চারকোল পাওডার এর সাথে এলোভেরা ও কেস্টর অয়েলঃ

  • এটি আমাদের মুখে ব্রণের গর্ত হয়ে যাওয়া যার কারণে আমাদের ত্বককে অনেক বেশি খারাপ দেখায়, এই ধরনের দাগ দূর করবে।
  • পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করার পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের কালো দাগ তাও দূর করে দিবে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ চা চামচ চারকোল পাউডার।
  • ১ চা চামচ কেস্টর অয়েল।
  • ১ চা চামচ এলোবেরা জেল।
  • ১ চা চামচ লেবু/মধু।

ব্যবহার প্রনালিঃ

  • উপকরণ গুলো একসাথে করার পর আমাদের ত্বকের যেখানে যেখানে দাগ রয়েছে তার উপর আমরা এটি লাগাবেন।
  • তারপরে ২০মিনিট সময় পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • এই প্যাকটি কিন্তু দাগ দূর করতে দারুণ কাজ করে। আর ব্রণের দাগ দূর করতে তো এই প্যাকটি আরও ভালো কাজ করে।

ব্রণের দাগ দূর করতে চারকোল পাওডারের সাথে মুলতানি মাটিঃ

এই প্যাকটি ব্যবহার এর মধ্য দিয়ে মাত্র ৩ দিনে ব্রণের দাগ দূর করে ফেলতে পারবেন যে ভাবে। এই প্যাকটি তৈরি করতে হবে………

  • ২ চা চামচ এক চারকোল পাউডার।
  • ২ চা চামচ মুলতানি মাটি।
  • ১ চা চামচ টক দই।

ব্যবহার প্রনালিঃ

  • উপকরণ তিনটি একসাথে করে প্যাকটি তৈরি করার পর আমাদের ত্বকের যে যে অংশে ব্রণের দাগ হয়ে গেছে তার উপর আমরা এটি লাগাবো।
  • ২০ মিনিট সময় পর তুলে ফেলার সময় একটি সতর্ক ভাবে তুলতে হবে। এই ধরনের প্যাকে চালকোলের পাউডার ও মুলতানি মাটি একসাথে থাকার কারণে অনেকটা ফেইস মাক্স এর মত হয়ে যায়।
  • তাই অনেকটা ত্বকের কষ্ট হয়। তাই আমরা এই ধরনের প্যাক তোলার সময় একটু সাবধান ভাবে তুলবো। যাতে করে ত্বকের কোন ক্ষতি না হয়।

মুখের অয়েলি ভাব কাটিয়ে ব্রনের দাগ কমাতে চারকোল পাওডারের সাথে গাজরের পেস্টঃ

  • এই প্যাকটি আমাদের তৈলাক্ত ভাব দূর করবে সাথে সাথে শুষ্ক ত্বকের জন্য ত্বকের ভারসাম্যকে ব্যালেন্স করবে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………

  • ২ চা চামচ চারকোল পাউডার।
  • ২ চা চামচ গাজরের পেস্ট।
  • ১ চা চামচ কাঁচা হলুদের পেস্ট।
  • ২ টেবিল চামচ গোলাপ জল।

ব্যবহার প্রনালিঃ

  • উপকরণ গুলো একসাথে করার পর সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে আমরা এই প্যাকটি তৈরি করব এবং আমাদের মুখে লাগিয়ে নিবেন।
  • ২০ মিনিট পর্যন্ত লাগানোর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

নিয়মিত এই চারকোল পাওডার বিভিন্ন উপকরণের সাথে মিক্স করে ব্যবহারের মধ্য দিয়ে মাত্র ৩ দিনে আমরা ব্রণের কালো দাগ ও দীর্ঘমেয়াদি দাগ দূর করতে অনেকটা সক্ষম হবেন।