মাত্র ৭ দিনে চোখের ভ্রু কালো করার উপায়

বন্ধুরা ভ্রু কালো না হবার কারণ এবং কিভাবে আমরা আমাদের ভ্রু কে কালো করব বা আমাদের সৌন্দর্যকে বাড়াতে পারি, আজকে সেই বিষয়ে আলোচনা করবো। ভ্রুর পরিমাণ যদি বেশি থাকে তাহলে অনেক বেশি কালো দেখায়, আর যদি পাতলা হয় বা পরিমাণে কম হয় তাহলে ভ্রু কালো দেখায় না।সে জন্য মাত্র ৭ দিনে ভ্রু কালো করার উপায় গুলো জেনে নিই।

কালো মোটা ভ্রু যেন আজকালকার যুগে ফ্যাশনের একটা অংশ। কারণ মোটা ভ্রু্র যেকোন সেইপ দেওয়া যায়। যা আমাদের সৌন্দর্যকে অনেক বেশি ফুটিয়ে তুলতে পারে।

এখন আমরা জানবো কিভাবে মাত্র ৭ দিনে আমরা আমাদের  কালো ও ঘন করতে পারি।  কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে আমাদের

ভ্রু কালো ঘন না হওয়ার কারণ গুলো কি কি…..

যে কারণে আমাদের ভ্রু কালো ও ঘন হয় না সেটি হল…..

  • জেনেটিক্স বা বংশগত কারণ। আমরা বংশগতি বা জেনেটিক্স কারণে আমরা অনেক কিছু পেয়ে থাকি তার মধ্যে কিন্তু আমাদের চুলের রঙ উল্লেখযোগ্য।
  • আপনারা লক্ষ্য করলে দেখবেন শীতপ্রধান দেশের লোকেদের চুল বাদামী রঙের হয়। যার কারণে তাদের বাচ্চাদের চুলের রং বাদামি হয়। একই অবস্থা আমাদের দেশের পিতা-মাতার চুলের রংএর ক্ষত্রে।
  • তাই যখন আমাদের চুল অনেক বেশি পাতলা হবে একটু বাদামী রঙের হবে তখন আমাদের বুঝতে হবে আমাদের জেনেটিক্স কোন সমস্যার কারণেও এটা হতে পারে।
  • এর পাশাপাশি আরও অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো….
  • খাবার-দাবারের সমস্যা।
  • ঘুমের সমস্যা
  • দীর্ঘদিন ধরে চিকন করে ভ্রু প্লাক করলে। আমাদের ভ্রুর পরিমাণ অনেক কমে যায় এবং নষ্ট হয়ে যায় এবং অনেক পাতলা ও কালো দেখায়।

জেনেটিক্স কারন ছাড়া বাকি কারন গুলো চাইলে খুব সহজে আমরা নিয়ন্ত্রণে এনে আমাদের ভ্রুর বৃদ্ধি এবং ভ্রু কালো করতে পারি।

এর পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো মেনে নেওয়ার মধ্য দিয়ে ৭ দিনের মধ্যে আপনাদের ভ্রু  অনেক বেশি কালো ও ঘন হবে।

মাত্র ৭ দিনে চোখের ভ্রু কালো করার উপায়ঃ

  • চুলে তেল দিলে যেমন চুল কালো দেখায় টিক তেমনই আমরা ভ্রুতে যদি তেল ইউজ করি তাহলে আমাদের ভ্রু ও কালো হবে।
  • কিন্তু এক্ষেত্রে নারিকেল তেল অনেক ভালো কাজ দেয়। প্রতি রাতে ঘুমাতে যাবার আগে আমাদের ভ্রু তে যদি আমরা তেল দিয়ে রাখতে পারি এবং সেটা যদি নিয়মিত করতে পারি, ৭ দিনের মধ্যে আমাদের ভ্রু অনেক কালো ও ঘন হবে।
  • প্রতি রাতে ঘুমাতে যাবার সময় চোখের ভ্রুর চারপাশে আমাদেরকে ভেসলিন ক্রিম ব্যবহার করতে হবে। কারণ চারপাশের ত্বক শুষ্ক থাকলে ভ্রু কালো হয় না পাশাপাশি ও বৃদ্ধি ভালো হয় না।
  • তাই ভ্রুর চারিপাশে মইয়েচশারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে।
  • রাতে ঘুমাতে যাবার আগে মধু ও এলোভেরা মিশিয়ে ভ্রু তে দিতে পারি। ঘুমানোর ২০ মিনিট আগে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • এই নিয়মটি যদি আমরা প্রতিদিন করতে পারি এবং দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত করলে বন্ধুরা অন্য ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। কিন্তু ৭ দিনের মধ্যে তার পরিবর্তন আমাদের চোখে পড়বে।
  • চুলের যত্নে যে সকল উপকরণ ব্যবহার করি তা আমরা ভ্রুর ক্ষেত্রে করতে পারি। আমরা ভ্রু নতুনভাবে গজাতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারি।
  • বন্ধুরা প্রতিরাতে পেঁয়াজের রস ভ্রুতে লাগালে আমাদের ভ্রু ও কিন্তু অনেক বেশি কালো হবে।
  • এটি কিন্তু আরো বেশি কার্যকরী প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে ভ্রুর জায়গায় গ্লিসারিন ব্যবহার করতে হবে। তা পুষ্টি যোগাতে কাজ করে। পুষ্টিহীনতার কারণে ভ্রু কালো দেখায় না।
  • একটি আস্ত ডিমের সাদা অংশ লাগাতে হবে। লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে লেবুর খোসা দিয়ে আস্তে আস্তে তার নিয়ে নিতে।
  • এলোভেরা জেল ও সাথে যদি একটুখানি লেবুর রসও মেশাতে পারেন, খুব ভালো হয়। এই উপকরণের মিশ্রণ দিয়ে এই প্যাকটি তৈরি করে আমাদের ভ্রুতে লাগাতে হবে।

বন্ধুরা উপরে যে সকল উপায়-উপকরণ আপনাদের সাথে শেয়ার করলাম এই সকল উপায়-উপকরণ যদি নিয়মিত ব্যবহার করেন,তাহলে  একটি অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাবেন মাত্র ৭ দিনে। আপনার ভ্রু হয়ে যাবে কুচকুচে কালো ও ঘন।