মাত্র ৭ দিনে ত্বকের সমস্ত কালোদাগ দূর করতে এভোকেডোর সেরা ৪ টি ফেইসপ্যাক

মাত্র ৭ দিনে ত্বকের কালো দাগ দূর করতে এভোকেডোর তৈরি চমৎকার ৪টি প্যাক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। বন্ধুরা,  এই নামটি শুনে অনেকে হয়তো একটু হকচকিয়ে গেছেন, এটি একটি বিদেশি ফল। মেস্কিকো সহ আশেপাশের দেশগুলোতে এই ফলটি খুবই ভালো হয়। কিন্তু বর্তমানে এটি আমাদের দেশে উৎপাদন হচ্ছে। এবং খুব ভালোভাবে এর উৎপাদন হচ্ছে। এটি একটি সম্ভাবনাময় ফল। এটি চাষে লাভ দেখছেন ব্যবসায়ীরা। বন্ধুরা, এটি এমন একটি ফল যার গুনাগুন বলে শেষ করা যাবেনা।

এভোকেডোর উপকারীতাঃ

  • এভোকেডো নামক এই ফলে ক্যালসিয়াম, ফসফরাস, উচ্চ মাত্রার হাই ক্যালোরী থাকে।
  • পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি,’ ভিটামিন ই, এবং স্বাস্থ্যকর ফ্যাট এর মত উপাদানগুলো এই ফল টি তে রয়েছে।
  • কাঁচা এবং পাকা উভয় ভাবে এই ফলটি খাওয়া যায়।

ত্বকের যত্নে এভোকেডোঃ

বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে এভোকেডো ফল দিয়ে প্যাক তৈরি করে মুখের কালো দাগ দূর করা যায়। 

১। ৭ দিনে ত্বকের কালোদাগ দূর করতে এভোকেডোর কার্যকারিতাঃ

  • এই প্যাকটি আমাদের ত্বক থেকে বলি রাখার দাগ এবং মাতৃত্বকালীন যে দাগ হয়ে থাকে তা দূর করবে। এটি আমাদের ত্বককে সুন্দর ও লাবণ্যময় করে তুলে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………

  • ২ চা চামচ কাঁচা এভোকেডোর পেস্ট।
  • ১ চা চামচ কাঁচা হলুদের পেস্ট।
  • ১ চা চামচ মধু।

ব্যবহার প্রণালিঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমাদের শরীরে ম্যাসাজ করতে হবে বা লাগিয়ে রাখতে হবে।
  • ৩০ মিনিট সময় মত এই প্যাকটি শরীরে লাগিয়ে রাখলে আমাদের ত্বক থেকে বিভিন্ন কালো দাগ দূর হবে। পাশাপাশি ত্বকের বলিরেখা দূর হয়ে বয়সের চাপ কমিয়ে ফেলবে।

২। ৭ দিনে ত্বকের অ্যালার্জি দূর করতে এভাকেডোর উপকারীতাঃ

  • এই প্যাকটি বিভিন্ন ধরনের এলার্জি জনিত দাগ দূর করতে পাশাপাশি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে।

এই প্যাকটি বানাতে যে সকল উপকরণ লাগবে……………

  • ২ চা চামচ এভাকেডোর রস।
  • ১ চা চামচ কাঁচা হলুদ।
  • ১ চা নিমপাতার রস।
  • ১ চা চামচ এলোবেরা জেল।

যেভাবে বানাতে হবেঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমাদের ত্বকে লাগাতে হবে।
  • এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • সপ্তাহে অন্তত পক্ষে ৩ বার এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ত্বকে কালো দাগ দূর হয়ে যাবে।

৩। ৭ দিনে ত্বকের নমনীয়তা ফিরিয়ে আনতে এভাকেডোর ফেসমাক্সঃ

  • এই ফেইস মাক্স ব্যবহার করলে মুখের ব্রণের দীর্ঘস্থায়ী কালো দাগ দূর হয়ে যাবে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ চা চামচ এভাকেডোর রস।
  • ২ চা চামচ চালের গুড়া।
  • ১ টি ডিমের সাদা অংশ।
  • ২ চা চামচ কাঁচা হলুদ।
  • ১ চা চামচ টমেটোর রস।

ব্যবহার প্রণালিঃ

  • উপকরণ গুলো ভালোমতো তৈরি করে মুখে লাগিয়ে শুয়ে থাকতে হবে।
  • ২০ মিনিট মতো সময় নিয়ে এরপর ফেইস মাক্স গুলো লাগাতে হবে।
  • এরপর ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলতে হবে।
  • বন্ধুরা এটি আমাদের মুখ থেকে ব্রণ এর দীর্ঘমেয়াদি দাগ দূর করবে। পাশাপাশি আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ও ত্বকের চামড়াগুলোকে টানটান রেখে আমাদের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে।

৪। ৭ দিনে ত্বকের বিভিন্ন অঙ্গের কালো দাগ দূর করতে এবাকেডোর উপকারীতাঃ

  • এই প্যাকটি আমাদের ত্বকের বিভিন্ন ধরনের কালো দাগ যেমন বগলের নিচের কালো দাগ, ঘাড়ের নিচে কালো দাগ, চোখের নিচের কালো দাগ, উরুর নিচের কালো দাগ, এই ধরনের দাগ গুলো দূর করতে সাহায্য করে।

এই প্যাকটি তৈরি করতে যে যে উপকরণ লাগে…………

  • ২ চা চামচ কাঁচা এবাকেডোর রস।
  • ১ চা চামচ পেঁপের পেস্ট।
  • ২ চা চামচ এলোভেরা।
  • ১ চা চামচ শশার রস।

ব্যবহার প্রণালিঃ

  • এই সকল উপকরণ একসাথে মিক্স করার পর টক দই দিয়ে দিবেন।

 

  • তারপরে এই প্যাকটি আমাদের ত্বকের যে যে অংশে কালো দাগ গুলো রয়েছে তার উপরে লাগিয়ে নিবেন।

 

  • পুরো শরীরেও লাগাতে পারেন। বন্ধুরা এটি ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

 

  • এই প্যাকটি সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চারবার ব্যবহারে ৭ দিনের মধ্যেই আপনার ত্বক থেকে এই ধরনের কালো দাগ দূর হয়ে যাবে।

 

তাহলে বন্ধুরা ত্বকের কালো দাগ নিয়ে আর চিন্তা না করে এর উপরে দেওয়া প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে মাত্র ৭ দিনে অবাঞ্ছিত অপ্রত্যাশিত কালো দাগ দূর করে ফেলুন। ধন্যবাদ।