মাত্র ৭দিনে ত্বকের রঙ ফর্সা করতে ও ত্বক টান টান রাখতে চালের গুড়ার ব্যবহার সম্পর্কে আজ আপনাদের বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে কিন্তু চমৎকার চমৎকার রূপচর্চার প্যাক তৈরি করা যায়। আমরা রূপচর্চার ক্ষেত্রে সাধারণত আতপ চালের গুঁড়ো দিয়ে থাকি, কেননা সিদ্ধ চালের গুনাগুন অনেক কম থাকে। তাই যেকোন রূপচর্চার ক্ষেত্রে আমরা আতপ চালের গুঁড়ো কেই প্রাধান্য দিব। চালের গুঁড়ো আমাদের ত্বকের যত্নে দারুন ভাবে কাজ করে থাকে। আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে রেখে ত্বককে করে রাখে টানটান ও অনেক কম বয়সি।
৭ দিনে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চালের গুড়ার উপকারীতাঃ
- চালের গুঁড়োর চমৎকার চমৎকার কিছু ফেইসপ্যাক আছে যে গুলো নিয়ে হাজির হয়েছি।
- এই প্যাক গুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের ত্বক কে করতে পারেন অনেক টান টান ও দাগমুক্ত।
১। ৭ দিনে ত্বকের চামড়া কোঁচকানো ভাব কাটাতে চালের গুড়ার ব্যবহারঃ
এই প্যাকটি আমাদের ত্বক থেকে চামড়া কুঁচকানো যে ভাব সেটা দূর করে আমাদের ত্বক কে অনেক ঠান্ডা রাখবে এবং অনেক কম বয়সি দেখাবে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে….
- ২ টেবিল চামচ চালের গুড়া।
- ১ টেবিল চামচ টমেটোর রস।
- ১ টি ডিমের সাদা অংশ।
যেভাবে ব্যবহার করবেনঃ
- চালের গুড়ার সাথে পাকা টমেটো ভালোমতো মিক্স করার পরে আমাদেরকে এর সাথে ডিমের সাদা অংশটি মিক্স করতে হবে।
- তারপর এটি আমাদের ত্বকে লাগাতে হবে।
- এই মিশ্রণটি আমাদের ত্বকে লাগালে চামড়া কুঁচকানো যে সমস্যা সেটা দূর হয়ে যাবে।
- এই ফেইস মাক্স টির মধ্য দিয়ে আমাদের ত্বকের চামড়া টান টান ভাব দুর হয়ে যাবে ও ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে মাত্র ৭ দিনে।
২। ৭ দিনে ত্বককে অনেক কম বয়সী দেখাতে চালের গুড়ার ব্যবহারঃ
এই প্যাকটি ত্বক থেকে বিভিন্ন ধরনের রোদে পোড়া দাগ দূর করে ফেলে ত্বক কে অনেক কম বয়সী দেখায়। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ চালের গুঁড়া।
- ১ চা চামচ ময়দা।
- ২ চা চামচ এলোভেরা।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে মিক্স করে আমরা আমাদের ত্বকে লাগাবো।
- এটি আমাদের ত্বক থেকে অবাঞ্ছিত লোম দূর করবে, পাশাপাশি বিভিন্ন ধরনের ব্লেকহেডস,হোয়াইটহেডস দূর করবে।
- ত্বকের বিভিন্ন ধরনের কালো দাগ থাকলে তা ৭ দিনে ধীরে ধীরে চলে যাবে। আর এলার্জি জনিত দাগের জন্য এটি চরম ওষুধের মতো কাজ করে।
- ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার পাশাপাশি এটা আমাদের ত্বক কে অনেক বেশি ঠান্ডা রাখে, এবং এর মধ্য দিয়ে ৭ দিনে আমাদের ত্বকের সৌন্দর্য অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলে।
নোটঃ
১। ত্বককে টান টান রাখতে এই ফেসপ্যাকগুলোর যে কোন একটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
২। ত্বকের খসখসেভাব দূর করতে চালের গুড়া স্ক্রাবার হিসেবে অনেক ভাল কাজ করে।