আমাদের অনেকের মাথায় এলার্জি থাকে এবং তা দূর করার জন্য অনেকে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন। বন্ধুরা আপনারা যদি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা বাদ দিয়ে ন্যাচারাল কোন উপাদান ব্যবহারের মাধ্যমে মাথার স্কাল্পের এলার্জি দূর করতে চান তাহলে পাকা কলার এই হেয়ার প্যাক গুলো ব্যবহার করতে পারেন । পাকা কলার হেয়ার প্যাক গুলো এলার্জি দূর করে দিয়ে আপনাদের চুলকে সুন্দর সুস্থ্য ও ঝলমলে করে তুলবে ।
চলুন হেয়ার প্যাক গুলো কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই ।
১। মাথার স্কাল্পের অ্যালার্জি দূর করতে পাকা কলার হেয়ারপ্যাকঃ
- এই প্যাকটি ব্যবহার করলে আমাদের ত্বকের নিচের অর্থাৎ মাথার স্কাল্পের অর্থাৎ যা আমাদের চুলগুলোকে গোড়া থেকে ধরে রাখে, এটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের চুলকে গোড়া থেকে ধরে রাখতে সাহায্য করে।
- বিভিন্ন ধরনের এলার্জি জনিত কারণে এই টিস্যুর স্তর গুলো ঠিক মতো কাজ করতে পারে না, কিন্তু এখন যে প্যাক টি আপনাদের সাথে শেয়ার করবো, এই প্যাক ব্যবহারের মধ্য দিয়ে আমাদের স্কাল্প এর টিস্যু গুলা ঠিকমতো কাজ করবে।
- আর ভেতর থেকে আমাদের চুলকে অনেক বেশি শক্ত করে ধরে রাখবে যা চুল পড়া রোধ করতে অনেক ভালো মত সাহায্য করবে। পাশাপাশি চুলকে চুলকে সিল্কি করে দিবে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………
- ১ টি পাকা কলার পেস্ট।
- ২ চা চামচ কালিজিরার তেল।
- ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
যেভাবে ব্যবহার করবেনঃ
- বন্ধুরা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই উপকরণের মিশ্রণ দিয়ে তৈরি করা প্যাক যদি এক সপ্তাহ আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন।
২। চুলের যত্নে পাকা কলার হেয়ার প্যাকঃ
প্যাক টি বানাতে যা যা লাগবে………
- ১ টি পাকা কলার পেস্ট।
- ২ টেবিল চামচ কেস্টর অয়েল।
- ২ চা চামচ আমলকির রস।
যেভাবে উপকরণগুলো ব্যবহার করবেন ও তৈরি করবেনঃ
- প্রথমে পাকা কলা টি আমলকির সাথে ভালো মতো ব্লান্ডার করে ফেলবেন।
- মাথায় ভালোমতো ঘষে ঘষে লাগাবেন।
- অন্ততপক্ষে এই প্যাকটি মাথায় ১ ঘন্টা রেখে ভালোমতো গোসলে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।
বন্ধুরা, উপরে যেই হেয়ার প্যাক গুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই প্যাক গুলোর যে কোন একটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করবেন। তাহলেই আপনারা ভাল ফলাফল পাবেন ।