মাথায় নতুন চুল গজাতে ও চুল পড়া বন্ধ করতে ঘৃতকুমারী কে এইভাবে ব্যবহার করে দেখুন !

বন্ধুরা, মাথায় চুল কম !!! আর এই কারনেই আপনি আপনার পছন্দ মত কোন ধরনের চুলের স্টাইল বা ডিজাইন করতে পারেন না। আর এই নিয়ে আপনাদের হতাশার যেন শেষ নেই। তাই আপনারা চান যে কোন উপায়ে আপনার চুলের পরিমাণ টা যাতে একটু বেড়ে যায়, যাতে আপনি আপনার সৌন্দর্য প্রকাশের সাথে সাথে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে পারেন। বন্ধুরা, এটা অনেকেই মনে করত অসম্ভব। কারণ তখন মানুষ তাদের পুরো সৌন্দর্যটা প্রকৃতির উপর ছেড়ে দিত। জন্মগতভাবে যে যেরকম সে সেরকম সৌন্দর্যের অধিকারী সেটাই শেষ সম্বল হিসাবে ধরে নিত। কিন্তু বর্তমানে মানুষ তার মধ্যে সীমাবদ্ধ নেই, বর্তমানে মানুষ নিজের যা আছে বা যা নেই তা যেকোন মূল্যে পূরণ করে নিতে চেষ্টা করে। তাই আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ঘৃতকুমারীর চমৎকার চমৎকার কিছু হেয়ার হেয়ার প্যাক। এ গুলো সঠীক ব্যবহারের মধ্য দিয়ে আপনার নতুন চুল গজানোর পরিমাণ এত বেশি হবে যে যেকোন হেয়ারস্টাইল আপনি খুব সহজে করে ফেলতে পারবেন।

নতুন চুল গজাতে ঘৃতকুমারীর কার্যকারিতাঃ

  • আজ ঘৃতকুমারীর যে হেয়ারপ্যাক গুলোর কথা বলব এগুলো যদি একদম আমার নিয়ম মত ফলো করেন তাহলে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং আপনার চুলের পরিমাণ অনেক গুণে বেড়ে যাবে সাথেসাথে চুলকে দেখাবে অনেক সুন্দর ও ঝলমলে।

তাহলে সরাসরি জেনে নিয়ে যাক নতুন চুল গজাতে ঘৃতকুমারীর সেই চমৎকার চমৎকার হেয়ার প্যাক গুলো কি কি???

১। নতুন চুল গজাতে ঘৃতকুমারীর সাথে পেঁয়াজের রস মিশ্রিত হেয়ারপ্যাকঃ

এই হেয়ার প্যাক টি ব্যবহার করতে যে সকল উপকরণ গুলো দরকার হবে…………

  • ২ টেবিল চামচ ঘৃতকুমারী বা এলোভেরা জেল।
  • আধা কাপ পেঁয়াজের রস।

ব্যবহার পদ্ধতিঃ

  • নতুন চুল গজাতে ঘৃতকুমারীর সাথে পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে সেই রস যদি আপনি আপনার মাথায় লাগান অন্ততপক্ষে সপ্তাহে তিনবার এবং সেটা যদি এক ঘন্টার জন্য হয়ে থাকে তাহলে আপনার চুল দুই মাসের মধ্যে এত বেশি ঘন এবং সুন্দর হবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না।

২। নতুন চুল গজাতে ঘৃতকুমারীর সাথে আমলকীর অসাধারন হেয়ারপ্যাকঃ

এ প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ ঘৃতকুমারি বা এলোভেরা জেল।
  • ৩ টেবিল চামচ আমলকির রস,
  • ২ চা চামচ কালিজিরার গুঁড়ো,

যেভাবে প্যাকটি তৈরি ব্যবহার করবেনঃ

  • এলোভেরা জেল এর সাথে বিচি ছাড়া আমলকির বাকি অংশ এবং কালিজিরার গুঁড়ো একসাথে ব্লান্ডার করে ফেলবেন।
  • এবং সেই মিশ্রণটি আপনার মাথার তালুতে লাগাবেন। ৫আঙুল দিয়ে ঘষে ঘষে খুব ভালো মতো করে এই প্যাকটি আপনার মাথার ত্বকে লাগান, যাতে প্রত্যেকটি চুলের গোড়ায় এই মিশ্রণটি ভালোভাবে গিয়ে পৌঁছায়।
  • অন্ততপক্ষে ১ ঘন্টার জন্য এই মিশ্রণটি মাথায় রেখে গোসল সেরে ফেলতে হবে।
  • এটি নতুন চুল গজাতে, সাথে আপনার বর্তমান চুলের গোড়া গুলো অনেক শক্ত হবে।
  • আর চুলের গোড়া শক্ত মানে আপনার চুল পড়া কমে যাবে। 

৩। চুল পড়া দূর করে নতুন চুল গজাতে ঘৃতকুমারীকে এইভাবে ব্যবহার করুনঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………

  • ২ টেবিল চামচ ঘৃতকুমারীর জেল,
  • ২ চা চামচ ক্যাস্টর অয়েল,
  • ২ টেবিল চামচ চায়ের লিকার, 

ব্যবহার পদ্ধতিঃ

  • এই উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে আমরা মাথায় লাগালে খুব দ্রুত আমাদের মাথায় চুল গজাবে এবং আমাদের চুল অনেক ঘন হয়ে যাবে।

৪। ঘৃতকুমারীকে এভাবে ব্যবহার করলে অল্প দিনে নতুন চুল গজাবেঃ

নতুন চুল গজাতে এখন যে হেয়ার প্যাকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……………

  • ২ টেবিল চামচ এলোভেরা বা ঘৃতকুমারী জেল,
  • ২ টেবিল চামচ মেহেদি পাতা বাটা,
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি,
  • ২ চা চামচ টকদই।

ব্যবহার প্রণালিঃ

  • সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলার পর আমরা মাথায় লাগালে, অন্ততপক্ষে আধা ঘন্টার জন্য এটি মাথায় লাগিয়ে রাখার পর শ্যাম্পু করে ধুয়ে ফেললে আমাদের মাথার চুল কিন্তু অনেক ঝলমলে ও সুন্দর হয়।
  • আর পাশাপাশি নতুন চুল গজাতে তো বাধ্য হবে।

এই সকল উপকরনের সমন্বয়ে তৈরিকৃত ঘৃতকুমারীর এই হেয়ারপ্যাক গুলো নিয়মিত মাথায় ব্যবহারের মাধ্যমে আমাদের মাথায় নতুন চুল গজাবে, পাশাপাশি আমাদের চুলের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে। উপরে যে সকল নিয়ম বা প্যাকগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদাভাবে চুলের যত্ন নিতে দারুন কাজ করে। তাই নতুন চুল গজাতে আর চিন্তিত না হয়ে আমাদের হেয়ারপ্যাক গুলো যথাযথভাবে ব্যবহার করবেন।

ধন্যবাদ।