অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল হিসেবে মিষ্টি কুমড়া আমাদের সকলেরই খুব বেশি জনপ্রিয় । কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেননা ত্বক অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে মিষ্টি কুমড়া তে রয়েছে অনন্য প্রাকৃতিক উপাদান। অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা মিষ্টি কুমড়ার তৈরি ফেসপ্যাক ব্যবহারে আপনাদের ত্বক হয়ে উঠবে সম্পূর্ণ কোমল, মসৃণ এবং উজ্জ্বল ও ফর্সা। চলুন ফেসপ্যাকটি তৈরি করে নিই ।
মিষ্টিকুমড়া এবং হলুদের ফেসপ্যাকঃ
ব্যবহৃত উপকরণঃ
2 চা চামচ মিষ্টিকুমড়ার পেস্ট।
1 চা চামচ চালের গুঁড়া।
আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
পরিমান মত কাঁচা তরল দুধ।
ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে মিষ্টি কুমড়ার ফেসপ্যাকটি তৈরীর প্রক্রিয়াঃ
প্রথমে দুই টুকরো মিষ্টি কুমড়া লিঙ্গের চামড়া ছাড়িয়ে নিন।
এবার মিষ্টি কুমড়ার টুকরা দুটো ভালোভাবে ব্লেন্ড করে নিন।
একটি পরিষ্কার পাত্রে মিষ্টিকুমড়ার পেস্ট গুলো নিয়ে তাতে হলুদের গুঁড়া, চালের গুঁড়া এবং পরিমাণমতো কাঁচা তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।
তাহলেই তৈরি হয়ে যাবে অতিমাত্রায় ত্বক ফর্সাকারী মিষ্টিকুমড়ার একটি ফেসপ্যাক।
মিষ্টি কুমড়ার ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের প্রক্রিয়াঃ
প্রথমে ত্বক ক্লিনজার ফেসওয়াশ দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিন।
এবার পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে ফেসপ্যাক এর সম্পূর্ণ মিশ্রণ মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।
20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন।
মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণ টি তুলে নিন।
এবং সবশেষে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
মিষ্টিকুমড়ার এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ফর্সা।
ত্বক অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে মিষ্টিকুমড়া ফেসপ্যাক গুলোর কার্যকারিতার কারণঃ
মিষ্টিকুমড়াঃ
আনন্য গুণসমৃদ্ধ মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই এবং এন্টি অক্সিডেন্ট উপাদান । যা আমাদের ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে। বলিরেখা এবং বুড়িয়ে যাওয়া বা সম্পূর্ণরূপে দূর করে।
কাঁচা হলুদঃ
কাঁচা হলুদে বিদ্যমান বিভিন্ন প্রাকৃতিক উপাদান ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে এবং ত্বকের গ্লো বহুগুণ বাড়িয়ে তুলতে খুবই কার্যকরী।
কাঁচা তরল দুধঃ
কাঁচা তরল দুধে বিদ্যমান পুষ্টিগুণ ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে এবং কোমল ও মসৃণ করতে খুবই কার্যকরী।
তাহলে আপনার ত্বককে ফর্সা করতে এই ফেসপ্যাকটি বাড়িতে তৈরি করে এপ্লাই করে নিন।