বন্ধুরা, কমবেশি ব্রণের সমস্যা সবারই থেকে যায়, ব্যক্তিগতভাবে আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা পুরো এক বছর আমি একজন চর্মরোগ ডাক্তার এর ইনটেনসিভ কেয়ারে ছিলাম এবং কম হলেও প্রায় ৩০ হাজার টাকা মত আমি এই ডাক্তারের পেছনে খরচ করেছিলাম। আমার ত্বকে ব্রণের সমস্যা টা ততো বেশি প্রকট ছিল না তবে আমি শুধু চিন্তিত হয়ে গিয়েছিলাম পুরো মুখে ব্রণের দাগের জন্য। ত্বকে ব্রণের দাগ থাকলে স্বভাবতই চিন্তার কারণ তা যদি আবার ২১-২২ বছরের মধ্যে হয়ে থাকে। এই জন্যই আমি ডাক্তারের শরণাপন্ন হয়ে ছিলাম কিন্তু ডাক্তার বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট এবং মেডিসিন দেওয়ার মাধ্যমে কিছুদিনের জন্য ব্রণ চলে যেত কিন্তু মেডিসিন ব্যবহার অফ করলে তা আবার চলে আসতো, এবং তা আরো ভয়াবহ রূপ নিত।
- বন্ধুরা, এর সাথে সাথে যে বিষয়টি আমি লক্ষ্য করছি তা হল বিভিন্ন মেডিসিন ব্যবহারে আমার স্কিন এত বেশি পাতলা হয়ে গিয়েছিল যে আমার ত্বকে কোন ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারতাম না এবং তা অনেক বেশী সেনসিটিভ হয়ে গিয়েছিল। বয়সের তুলনায় আমার ত্বক অনেক বেশি কুচকানো দেখাচ্ছিলো। আমাকে অনেক বয়স্ক লাগছিল, আমার শরীরের অন্যান্য ত্বকের তুলনায় আমার চেহারাটা অনেক রাফ হয়ে গিয়েছিল।
- বন্ধুরা, আমি কোন গল্প বলছিনা আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি অনেক বেশি চিন্তাভাবনা করে এক বছর পরে ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের সেবা নিয়ে বন্ধ করে দিলাম। এর পরে আমার ত্বকে ব্রণের পরিমাণ আরো বেড়ে গেল আমি আর এত বেশি চিন্তিত হয়ে গিয়েছিলাম আমার তখন যে কি করা যায় কিভাবে ব্রণের দাগ বন্ধ করা যায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
ব্যস্ত জীবনে কোন প্যাক যে ব্যবহার করবো তারও কোনো সময় সুযোগ ছিল না। কিন্তু লকডাউনের দীর্ঘ বন্ধ কাটার মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম যে এই বন্ধে আমি যদি বিভিন্ন প্রাকৃতিক প্রোডাক্ট ব্যবহার করি তাহলে ব্রনের দাগ কমে যেতে পারে।
কিভাবে টমেটো ব্যবহার করে ত্বকের ব্রণের দাগ দূর করা যায়ঃ
- ঘরে বসে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্যাক তৈরি করে আমার মুখে লাগাতে শুরু করলাম এবং বিভিন্ন ধরনের পরামর্শ নিলাম।
- বন্ধুরা, যতগুলো প্রাকৃতিক প্যাক আমি ব্যবহার করেছি আমার মুখে থেকে ব্রণের দাগ দূর করার জন্য তার মধ্যে টমেটোর প্যাক গুলো আমার ত্বক থেকে ব্রণের দাগ দূর করতে কিন্তু দারুণ ভাবে কাজ করেছে।
- আজ আমি টমেটোর সেই প্যাকগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যাতে আমার মত আপনারা ও ব্রণের এই অভিশাপ থেকে মুক্ত হতে পারেন।
- টমেটোর এই প্যাক গুলোর মাধ্যমে আমার বর্তমানে ত্বকে ব্রণের দাগ নেই বললেই চলে।
- বন্ধুরা এর পাশাপাশি আমার ত্বকে যে বয়সের ছাপ এসেছিল তা কিন্ত সম্পূর্ণরূপে চলে গেছে।
- বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে সত্যিই আমার অভিজ্ঞতা শেয়ার করছি। ব্রণের জন্য হাজার টাকা খরচ না করে আমার কথার উপর সামান্য বিশ্বাস রেখে আমার দেওয়া টমেটোর আজকের এই প্যাক গুলো আপনারা কিছু সময় নিয়ে ব্যবহার করে দেখুন, ফলাফল যদি খারাপ আসে তাহলে বন্ধুরা এত খারাপ ও আসবে না যে খারাপ তা বিভিন্ন মেডিসিন ব্যবহারের মাধ্যমে আমাদের ত্বকে চলে আসে। আর আপনারা সামান্য রিক্স নিতে পারেন কারণ প্রাকৃতিক প্যাক ব্যবহারের কোন সাইডইফেক্ট থাকে না।
- তাহলে বন্ধুরা আমার কথার উপর বিশ্বাস করে আমার দেওয়া টমেটোর আজকের এই প্যাকগুলো আপনারা ব্যবহার করবেন এবং ফলাফল ভালো আসলে অবশ্যই আমাদের জানাবেন আর ফলাফল খারাপ আসার কোন চান্সই নেই।
- কারণ আমি বাস্তবে এবং নিজের সাথে অভিজ্ঞতা অর্জন করেছি।
তাহলে বন্ধুরা, কথা আর না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক আজকের চমৎকার টমেটোর প্যাকগুলো নিয়ে, যেগুলো ব্যবহারে ব্রণের দাগ সম্পূর্ণরূপে আপনার ত্বক থেকে চলে যাবে।
১। মুখ থেকে ব্রণের দাগ দুর করতে টমেটোর ফেইসপ্যাকঃ
প্রথমে টমেটোর যে প্যাকটি আপনাদের ব্যবহার করতে হবে এই প্যাকটি তৈরি করার জন্য যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট।
- ২ চা চামচ লেবুর রস।
- ২ টেবিল চামচ চিনি।
যেভাবে ব্যবহার করবেনঃ
- পাকা টমেটোর পেস্ট এর সাথে চিনি ভালো মত মিক্স করে নিবেন। এবং ভালো মত মিক্স করবেন। যাতে চিনির পরিমাণ টা একটু বেশি হয়।
- এর পরই লেবু দিয়ে এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণে নিয়ে মুখের ওপর লাগিয়ে সারকুলার মোশনে আমরা আমাদের ত্বকে স্ক্রাপ করে ফেলতে পারি।
- অন্ততপক্ষে ৫ মিনিট সময় নিয়ে আমাদের ত্বকে ম্যাসাজ এর কাজটি করতে হবে।
- ৫ মিনিট হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
- এই প্রক্রিয়াটি অনুসরণের মধ্য দিয়ে আমাদের ত্বকে ব্রণের যে ময়লা জমে ছিল তা চলে যাবে।
২। ব্রণের দাগ ত্বক থেকে দূর করতে টমেটোর প্যাকঃ
টমেটোর একটি দারুন প্যাক আমরা আমাদের চেহারায় লাগাতে পারি। বন্ধুরা, এটি লাগাতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ টমেটোর পেস্ট,
- ২ টেবিল চামচ দুধ,
- ২ টেবিল চামচ মধু,
- ১ চা চামচ ক্যাস্টর অয়েল,
- ২ টেবিল চামচ বেসন,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে করে চমৎকার একটি প্যাক তৈরি করে নেওয়া যায় এবং সেটি আমাদের ত্বকের উপর ২০ মিনিট সময় পর্যন্ত লাগাতে হবে।
- এরপর ঠাণ্ডা জলে ধুয়ে নিতে হবে।
- সপ্তাহে অন্ততপক্ষে তিনবার এই স্ক্রাবটি আপনারা ব্যবহার করতে পারেন।
- এটির ব্যবহারে ফলাফল কেমন হয় তা এক সপ্তাহের মধ্যেই আপনার চোখে পড়বে।
৩।ব্রণের দাগ ভুলে যেতে টমেটো কে এভাবে ব্যবহার করুনঃ
- আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রনের দাগ দূর করতে টমেটোর ফেইসপ্যাক,তার সাথে একটি স্ক্রাবের সম্পর্ক রয়েছে।
- অর্থাৎ প্রথমে আমাদের স্ক্রাপ করতে হবে।
এই স্ক্রাপ করার জন্য যে সকল উপকরণ লাগবে…………
- ১ টি পাকা টমেটোর রস,
- ২ চা চামচ কফি পাউডার,
- ২ টেবিল চামচ শশার রস,
যেভাবে এই স্ক্রাবের কাজটি করবেনঃ
- প্রথমে শশার রসের সাথে পাকা টমেটোর রস ভালোমতো মিক্স করে নিবেন।
- তার পরে কফি পাউডার ও মিক্স করে নিবেন,
- এরপরে এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট ধরে হাতের মাধ্যমে ম্যাসাজের কাজটি করতে হবে সার্কুলার মোশনে।
- এর মধ্য দিয়ে আমাদের ত্বকে ব্রণের উপরে যত ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে তা কিন্তু দূর হয়ে যাবে।
৪। ব্রণের দাগ দূর করে ত্বক কে ফর্সা করতে টমেটোর ফেইসপ্যাকঃ
এই প্যাকটি দেওয়ার জন্য যে সকল উপকরণ লাগবে………
- ১ টি টমেটোর পেস্ট,
- ১ চা চামচ লেবুর রস,
- ১ চা চামচ এভোকেডোর রস,
ব্যবহার করবেন যেভাবেঃ
- উপকরণ গুলো একসাথে যোগ করে আমরা প্যাকটি তৈরি করে ফেলব। এবং তা আমাদের ত্বকে লাগাবো।
- ২০ মিনিট সময় পর্যন্ত এই প্যাকটি ত্বকে রাখব।
- এটির ব্যবহারে দারুন ফলাফল আপনারা পাবেন। তিন নাম্বার যে ব্যক্তি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি
৫। ব্রণের দাগ দূর করতে টমেটোর সহজ কিছু ব্যবহার;
- টমেটোকে স্লাইস করে নিয়ে ব্রণের উপরে ম্যাসাজ করলে ব্রণের দাগ চলে যায়।
- টমেটো কে ফেইসওয়াস এর মত ব্যবহার করা যায়। কথাও থেকে এসে সরাসরি টমেটো দিয়ে মুখ ধুয়ে ফেলা যায়।
বন্ধুরা, ব্রনের দাগ দূর করতে উপরে টমেটোর যে সকল ফেইসপ্যাক আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি ব্রণের দাগ দূর করতে দারুণ ভাবে কাজ করে। তাই ব্রণের দাগ নিয়ে চিন্তিত না হয়ে আমার দেওয়া এই প্যাকগুলো নিজেরা ব্যবহার করুন। আর এক মাসের মধ্যে ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করুন। ধন্যবাদ।