আমরা জানি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ত্বকের চেয়ে আমাদের মুখের ত্বক কিন্তু তিনগুণ বেশি কোমল। আর বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তে আমাদের মুখের ত্বক শরীরের অন্যান্য ত্বকের আগে বেশি সাড়া দেয় বা রেসপন্স করে। তার মানে হল দূষিত বা বিভিন্ন প্রতিকূল পরিবেশে অন্যান্য অংশের চেয়ে আমাদের মুখের ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের মুখের ত্বক বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তের শিকার হয়। যেমন রোদে পোড়া ভাব, বা ধুলোবালি, বিভিন্ন ধরনের সংক্রামণে আমাদের মুখের ত্বক কিন্তু আগে ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে মুখের ত্বকে বিভিন্ন ধরনের দাগ সৃষ্টি হয়। যেমন অতিরিক্ত পরিমাণ রোদে থাকলে মুখের রোদে পোড়া ভাব চলে আসে। বিভিন্ন ধরনের মেছতা, এবং ব্ল্যাকহেডস সৃষ্টি হয় যা ধুলোবালি কারণে সৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা এছাড়াও চোখের নিচে কালি পড়া এবং অন্যান্য সমস্যা তো নিত্যদিনের সঙ্গী আর ব্রণের দাগ না বললেই নয়। ব্রণের দীর্ঘস্থায়ী দাগ, ব্রণের গর্ত দাগ, এগুলো আমাদের চেহারার সৌন্দর্য কে নষ্ট করে ফেলে। তাই বন্ধুরা আমাদের উচিত বিভিন্ন ধরনের উপায় অবলম্বন এর মধ্য দিয়ে এই ত্বকের দাগ দূর করে নেওয়া।
মাত্র ৫ মিনিটে মুখের দাগ, ছোপ দূর করার উপায়ঃ
- আজকে আপনাদের জন্য এমন কিছু চমৎকার চমৎকার ফেইস প্যাক নিয়ে এসেছি যে ফেইস প্যাক গুলো ব্যবহারের মাধ্যমে ত্বকের বিভিন্ন ধরনের দাগ ছোপ দূর হয়ে যাবে এবং মুখের দাগ নিয়ে আর কোন চিন্তা আপনাদের করা লাগবে না।
তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যায় কোন কোন টিপস গুলো কোন কোন দাগের জন্য আপনারা ব্যবহার করবেন এবং টিপসগুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে মুখের ত্বক কে সম্পূর্ণভাবে দাগহীন করে নিবেন।
১। মুখ থেকে রোদে পোড়া দাগ দূর করতে পাকা টমেটোর সাথে এলোভেরার ব্যবহারঃ
- প্রথমে যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এই ফেইসপ্যাকটি ব্যবহারের মাধ্যমে আমাদের মুখ থেকে রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
- ২ টেবিল চামচ এলোভেরা জেল,
- ২ চা চামচ মধু,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে মিশ্রিত করে এই প্যাকটি তৈরি করতে হবে এবং মুখে লাগিয়ে আমরা যদি ৫ মিনিট থেকে ১০ মিনিট এই প্যাকটি মুখে লাগায় এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলি আমাদের মুখ থেকে সম্পূর্ণরূপে দাগ দূর হয়ে যাবে এবং নিয়মিত ব্যবহারের মাধ্যমে দাগ দূর হওয়ার সাথে সাথে ত্বকের লাবণ্য উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
২। মুখের ব্রণের দাগ,চোখের নিচের কালো দাগ, নাকের চারিপাশের কালো দাগ দূর করবেন যেভাবেঃ
- এই প্যাকটি আমাদের মুখের দাগ, চোখের নিচের কালো দাগ, নাকের চারিপাশের কালো দাগ থাকে তা কিন্তু সম্পূর্ণরূপে দূর করে দিয়ে আপনাদের ত্বককে সুন্দর ও লাবণ্যময় করে দিবে।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……………
- ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া,
- ২ চা চামচ কাঁচা হলুদ বাটা,
- ২ টেবিল চামচ শশার রস,
ব্যবহার করবেন যেভাবেঃ
- উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে নিয়ে এই প্যাকটি তৈরি করে নিতে হবে এবং মুখে লাগিয়ে অন্ততপক্ষে ১০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
- বন্ধুরা, চমৎকারভাবে আপনার ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে। এবং নিয়মিত ব্যবহারে আপনার মুখ হয়ে যাবে দাগহীন ও উজ্জ্বল।
৩। মুখ থেকে মেছতা ও বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা দূর করতে নিমপাতা ও বেসনের ফেইসপ্যাকঃ
- এই প্যাকটি ব্যবহারে মুখ থেকে মেছতা ও বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা দূর হয়ে যায়।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ নিমপাতার রস,
- ২ টেবিল চামচ বেসন,
- ২ টেবিল চামচ গরুর দুধ।
ব্যবহার প্রণালিঃ
- উপকরন গুলো একসাথে ব্লান্ডার করে আমরা যদি এই প্যাকটি মুখে লাগাতে পারি, আমাদের মুখ থেকে বিভিন্ন ধরনের মেছতা ও এলার্জিজনিত দাগ ছোপ দূর হয়ে যাবে।
বন্ধুরা, উপরে যে ফেইসপ্যাক গুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি প্যাক আলাদা আলাদা মুখের দাগের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। তাই আপনারা আপনাদের সমস্যা অনুসারে প্যাক গুলো ব্যবহার করবেন। আর আমি আশা করব যথাযথ নিয়মে আপনারা প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের ত্বক কে করে তুলবেন ফর্সা ও উজ্জ্বল। ধন্যবাদ।