১ বার ব্যবহারে ত্বক উজ্জ্বল, ফর্সা ও আকর্ষণীয় করতে মুলতানি মাটির জাদুকরী ফেসপ্যাক

মানুষ মাত্রই সুন্দরের পূজারী। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেদের উজ্জ্বল ফর্সা এবং আকর্ষণীয় ত্বক প্রত্যাশা করেন। কিন্তু অসংখ্য উপায় এবং কাড়ি কাড়ি টাকা খরচ করার পরেও ভালো ফলাফল পাচ্ছেন না। অনেকেই আবার বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত নকল প্রসাধনী ব্যবহার করে নিজেদের ত্বকের ক্ষতি সাধন করে আসছেন। তাই আপনাদের জন্য শেয়ার করছি অনন্য প্রাকৃতিক গুণসমৃদ্ধ একটি উপাদান মুলতানি মাটির কিছু কার্যকরী ফেসপ্যাক। যা ব্যবহারে অতি দ্রুত সময়ে আপনার ত্বক অতিমাত্রায় উজ্জ্বল, ফর্সা এবং আকর্ষণীয় হয়ে উঠবে । তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সম্পূর্ণ ঘরোয়াভাবে ত্বক উজ্জ্বল ফর্সা ও আকর্ষণীয় করতে মুলতানি মাটির অত্যন্ত কার্যকরী কিছু ফেসপ্যাক।

ত্বক উজ্জ্বল, ফর্সা ও আকর্ষনীয় করতে মুলতানি মাটির জাদুকরী ফেইসপ্যাক সমূহঃ

মুলতানি মাটি এবং কাঠ চন্দনের ফেসপ্যাকঃ

ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ফর্সা ও আকর্ষনীয় করে তুলতে এবং দাগহীন, নিখুঁত ও কোমল ত্বক পেতে মুলতানি মাটির এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী।

উপকরন সমুহঃ

2 চা চামচ মুলতানি মাটি।

1 চা চামচ কাটা চন্দনের গুঁড়া।

একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট।

আধা চা চামচ হলুদের গুঁড়া।

পরিমান মত কাঁচা তরল দুধ।

ফেসপ্যাকটি তৈরীর প্রক্রিয়াঃ

সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তাহলেই মুলতানি মাটির অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি হবে।

সুন্দর উজ্জ্বল ত্বক পেতে ফেসপ্যাক টি ত্বকে ব্যবহারের নিয়মঃ

ফেসপ্যাকটি ত্বকে ব্যবহারের জন্য 2টি  ধারাবাহিক স্টেপ অতিক্রম করতে হবে।

প্রথম স্টেপঃ

ফেসপ্যাক টি ত্বকে ব্যবহারের প্রথম স্টেপ টি হচ্ছে ত্বক ভালোভাবে ক্লিন করে নেয়া।

1… ত্বকের জন্য উপযোগী যেকোন ক্লিনজার ক্রিম ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিতে পারেন।

2… একটি টমেটো  মাঝখানে কেটে নিয়ে তার উপর এক চা-চামচ চিনি দিয়ে  মুখের উপর ঘষে ঘষে কিছুসময় পর ধুয়ে নিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

দ্বিতীয় স্টেপঃ

ফেসপ্যাক ব্যবহারের দ্বিতীয় স্তরটি হচ্ছে ফেসপ্যাক এর মিশ্রণ ত্বকে এপ্লাই করা।

তোলা অথবা পরিষ্কার কাপড় এর সাহায্যে সম্পূর্ণ মুখে মিশ্রণটি ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।

20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন।

এবং সবশেষে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

বিঃদ্রঃ

মুলতানি মাটির ফেসপ্যাক গুলোতে বিদ্যমান সব উপকরণ সুপারশপ প্রসাধনীর দোকান এবং ভেষজ ফলের দোকানে পাওয়া যাবে।

মুলতানি মাটির ফেসপ্যাক বিদ্যমান কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জি হলে তারা ব্যবহার করবেন না।

ফেসপ্যাক লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

দ্রুত সময়ে স্থায়ীভাবে উজ্জ্বল, ফর্সা, সুন্দর, আকর্ষনীয়, কোমল ও মসৃন ত্বক পেতে  মুলতানি মাটির ফেসপ্যাক গুলো সপ্তাহে অন্তত দুবার মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করুন।