অধিকাংশ মহিলার চোখ ছোট হওয়ার কারণে রূপচর্চায় পরিপূর্ণতা পায় না। ব্যক্তিকে যেভাবেই সাজানো হোক না কেন প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে চোখ । তাই যাদের চোখ ছোট তারা বিভিন্ন উপায় অবলম্বন করে নিজেদের চোখ বড় করার বিষয়ে চিন্তিত। কিন্তু সঠিক সমাধান খুঁজে পাচ্ছেন না?। তাহলে আপনাদের জন্যই আমাদের এই আলোচনা এই আলোচনাটি পড়ে আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসেই নিজের চোখকে সুন্দর বড় এবং আকর্ষনীয় করে তুলবেন তার কার্যকরী কিছু পদ্ধতি বা কৌশল। তাহলে বন্ধুরা চলুন দেখে নেয়া যাক ঘরোয়া পদ্ধতিতে চোখ সুন্দর,বড় এবং আকর্ষণীয় করার কিছু কৌশল।
মেয়েদের সৌন্দর্য বৃদ্ধিতে চোখ বড় করার কিছু ঘরোয়া কৌশলঃ
চোখ বড় ও সুন্দর করতে যে সমস্ত বিষয় গুলো অনুসরণ করবেনঃ
নিয়মিত কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো উচিত।
মাঝে মাঝে চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন
ক্লান্তি দূরীভুত করতে চোখের উপর ঠাণ্ডা টি-ব্যাগ রাখুন।
খাবারে লবণের পরিমাণ কমিয়ে নিন।
চোখের ব্যায়াম করুন।
মেয়েদের চোখ বড় ও সুন্দর করার ঘরোয়া মেকআপ টিপসঃ
ভুরু শেপ করুনঃ
চোখের সৌন্দর্য বৃদ্ধিতে এবং চুপকে বড় দেখানোর জন্য ভুরু শেপ করা অত্যন্ত জরুরি । চোখের ওপরে সুন্দরভাবে কাটানোর থাকলে চোখ অনেকটাই আকর্ষণীয় এবং বড় দেখাবে। তাই চোখ বড় দেখাতে মেকআপ এর পূর্বে ভুরু শেপ করে নিন।
ডার্ক সার্কেলঃ
চোখের চারপাশের কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কেল থাকলে চোখ কে আরো ছোট দেখায়। তাই মেকাপের সময় কনসিলার দিয়ে চোখের চারপাশের কালো জায়গা ঢেকে দিন। এর ফলে আপনার চোখকে আরো বড় সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে।
সাদা আইশ্যাডো ব্যবহারঃ
যাদের চোখ ছোট তাদের জন্য বিউটিশিয়ান রা সাদা এবং পাতলা আইশ্যাডো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কারণ আইশ্যাডোর রং যত হালকা হবে চোখ দেখতে যতই বড় দেখাবে। চোখের বাইরের দিকে ঘাড় আইশ্যাডো ব্যাবহার করলেও চোখের ভেতরের কুঠুরিতে পাতলা আইশ্যাডো ব্যবহার করুন। তাই চোখ বড় সুন্দর এবং আকর্ষণীয় করতে আইশ্যাডোর ক্ষেত্রে সাদা, সিলভার অথবা গোল্ড কালার এর আইশ্যাডো ব্যবহার করুন।
চিকন আইলাইনার ব্যবহার করুনঃ
গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। তাই চোখ কে সুন্দর এবং বড় দেখাতে চিকন আইলাইনার ব্যবহার করুন।
মাস্কারাঃ
দেখতে ন্যাচারাল লাগে এমন ভাবে ঘন করে ভালোভাবে মাস্কারা লাগান। ফলস আইল্যাশ ব্যবহার করতে পারেন। এতে করে চোখ বড় সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে।
কাজলের ওপর আই পেন্সিলঃ
চোখ সুন্দর দেখাতে নীচের পাতায় মোটা কাজলের উপর আইল্যাশের ভিতর দিয়ে ন্যুড আই পেন্সিল দিয়ে লাইন করুন। এতে চোখে ভরাট ভাব আসবে এবং চোখ বড় দেখাবে।
মেয়েদের চোখ সুন্দর, বড় এবং আকর্ষনীয় করতে ঘরোয়া কিছু ব্যায়ামঃ
চোখের মাসাজঃ
প্রথমেই আপনার তর্জনী চোখের ভুরুর বাইরের দিকে রাখুন।
এরপর ভ্রুর উপরে এবং চোখের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে 5 মিনিট ম্যাসাজ করুন।
তারপর ঠিক একইভাবে বিপরীত দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 5 মিনিট ম্যাসাজ করুন।
প্রতিদিন সকালে এই ব্যায়ামটি করলে আপনার চোখ হয়ে উঠবে বড়, সুন্দর এবং আকর্ষণীয়।
মধ্যমা এবং তর্জনীর ব্যায়ামঃ
মধ্যমা এবং তর্জনীর হিসেবে ব্যায়ামটি চোখ বড় করতে এবং চোখ আকর্ষণীয় করতে অত্যন্ত উপযোগী।
আপনার হাতের মধ্যমা দুই ভ্রুর মাঝখানে রাখুন। এবার গুরুর শেষপ্রান্তে তর্জনী দিয়ে চাপ দিন। মনে রাখবেন আংগুলের আকার যেন v-shape হয়।
হাতের আংগুল ওভাবেই রেখে চোখ দিয়ে উপরে এবং নিচে উপরে নিচে সমান ভাবে ও বাকা ভাবে তাকান।
এই পদ্ধতিটি 6 বার করুন। এবং ভালভাবে চোখ রগড়ে নিয়ে 10 মিনিট মতো চোখ বন্ধ রেখে আস্তে আস্তে চোখ খুলুন।
চোখের ফোলা ভাব দূর করুনঃ
চোখে বড় করতে এবং আকর্ষণীয় ও সুন্দর দেখাতে চোখের ফোলাভাব দূর করা অত্যন্ত কার্যকরী। চোখকে ভালোভাবে বিশ্রাম দিন।
ফ্লারটি চোখের ব্যায়ামঃ
ফ্লারটি চোখের ব্যায়াম করলে চোখ অনেক সুন্দর,বড় এবং আকর্ষণীয় হয়।
আপনার তর্জনী আঙ্গুল নাকের মাঝ বরাবর রেখে আস্তে আস্তে দুচোখের মাঝখানে আনুন।
এবার আপনার ঠোঁটকে O শেপের মত করুন।
আপনার দুই ঠোঁটের দূরত্ব যেন যথাসম্ভব বেশি থাকে।
এবার আধা মিনিটের মত উপরের দিকে তাকান।
এবার চোখের পাতা বারবার খুলুন ও বন্ধ করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ
চোখের ব্যায়াম করতে গিয়ে অতিরিক্ত চাপ দিবেন না।
ব্যায়াম করার সময় তাড়াহুড়া করবেন না এতে চোখের ক্ষতি হতে পারে।
উপরোক্ত ব্যায়ামগুলো আপনার চোখে কোন খারাপ ভাবে প্রভাব বিস্তার করলে ব্যায়াম করা থেকে বিরত থাকুন।
সুন্দর, আকর্ষণীয় চোখ অনেকের সৃষ্টিকর্তা প্রদত্ত হয় আবার অনেকে নিজ ইচ্ছায় যত্নের মাধ্যমে করে তোলার চেষ্টা করে।,,,,,,
স্যার উইলিয়াম শেক্সপিয়ার।
তাই সম্পূর্ণ ঘরোয়া ভাবে সুস্থ, সুন্দর, বড় এবং আকর্ষণীয় চোখ পেতে আমাদের নির্দেশিত পন্থা সমূহ অনুসরণ করুন। নিজেদের চোখের যত্ন নিন।
ধন্যবাদ