রূপের চর্চায় এলোভেরার জুড়ি নেই, সেটা তো অনেক আগে থেকেই জানি। কারণ এই এলোভেরা প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা বিভিন্ন রিসার্চ এর মধ্য দিয়ে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, আমাদের রূপচর্চার বিভিন্ন অংশে এলোভেরা মারাত্মক ভাবে কাজ করে থাকে। সেটা হতে পারে আমাদের মুখের যত্নে, আমাদের শরীরের অন্যান্য ত্বকের যত্নে, চুলের যত্নে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ থেকে দাগ দুর করার ক্ষেত্রে এলোভেরা দারুণভাবে কার্যকর। এখন কথা হচ্ছে আমরা এলোভেরা কিভাবে ব্যবহার করব??????
ত্বকের চর্চায় এলোভেরা ব্যবহার করবেন কিভাবে???
- আমাদের রূপচর্চার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস এর একটি সঠিক ব্যবহার বিধি রয়েছে। সঠিক ব্যবহার বিধি যদি আমরা না জানি তাহলে ভালো কোন জিনিস থেকে আমরা ভালো ফল বের করে নিয়ে আসতে পারবো না।
- কারণ প্রত্যেকটি জিনিসের সাইড ইফেক্ট রয়েছে। যেহেতু এলোভেরা প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, তাই এই এলোভেরা সংগ্রহের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। আজকে আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
প্রাকৃতিক ভাবে পাওয়া এলোভেরা কিভাবে ব্যবহার করবঃ
সংগ্রহ করব কিভাবে ???
- এলোভেরা প্রাকৃতিক ভাবে চাষ করে উৎপাদন করা হয়। আর এই এলোভেরা জেল সাধারণত এলোভেরা গাছের পাতার মধ্যখানে থাকে অর্থাৎ এলোভেরা পাতার ডাল গুলো অনেক বেশি পুরু হয়।
- উপরের দুইটি অংশ আলাদা করে ফেললে অংশগুলো নিয়ে নিলে তারপরে আমরা এলোভেরা পেয়ে থাকি।
- এখন কথা হচ্ছে আমরা যখন এলোভেরা মুখের জন্য সংগ্রহ করবো, শুধুমাত্র পাতার সবুজ অংশ গুলো বাদ দিয়ে পানির রং এর সাদা অংশটি সংগ্রহ করবো।
ত্বকে এলোভেরা ব্যবহার করব যেভাবেঃ
- আমরা গাছ থেকে এটির ঢাল সংগ্রহ করব। এলোভেরা পাতা থেকে আস্তে আস্তে হলুদ অংশটি নিচের দিক দিয়ে পড়ে যাবে।
- যতক্ষণ না হলুদ অংশটি পাতা থেকে পড়ে যায় ততক্ষণ পর্যন্ত ওই হলুদ জেল পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো। কারন হলো হ্লুদ জেল মারাত্মক বিষাক্ত।
- এটি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই এই অংশটি একসাথে মিশ্রণ ঘটিয়ে আমরা কখনো আমাদের ত্বকের উপর ব্যবহার করতে পারব না।
- তাই এলোভেরা ব্যবহারের ক্ষেত্রে অ্যালোভেরার পাতা থেকে এই হলুদ অংশ টি বাদ দিতে হবে।
- ত্বকে এলভেরা ব্যবহার করতে হলে এলোভেরা গাছের একটু বেশি বয়স্ক পাতা বা হলুদ পাতা ব্যবহার করব না।
- আমরা রূপচর্চার ক্ষেত্রে একেবারে কচি ডগা ব্যবহার করব। কারণ একটু বেশি বয়স্ক পাতার মধ্যে একটি বিষাক্ত পদার্থ থাকে। যা আমাদের রূপচর্চার ক্ষেত্রে অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
- তাই আমরা এলোভেরা ব্যবহারের ক্ষেত্রে এসব বিষয় খেয়াল রাখবো।
এলার্জি বা সেনসিটিভ ত্বকের জন্য এলোভেরা কিভাবে ব্যবহার কবেনঃ
- বন্ধুরা অনেকেই সরাসরি এলোভেরা ব্যবহারের ক্ষেত্রে এলার্জি থাকে। তার জন্য এলোভেরা মুখে ব্যবহারের আগে কানের নিচের অংশে একটুখানি লাগিয়ে নেন।
- ১০ মিনিট অপেক্ষা করার পর যদি আমাদের চুলকানি বা এলার্জি জাতীয় কোন কিছু দেখা যায় তাহলে আমরা সেটি ত্বকে ব্যবহার করা থেকে বিরত থাকব। কিন্তু এ ধরনের কোনো লক্ষণ যদি দেখা না যায় তাহলে আমরা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারব।
- মুখের ত্বক অনেক বেশী সেনসিটিভ হয়ে থাকে অর্থাৎ সেন্সেটিভ ত্বক কোন ধরনের প্রসাধনীর নেওয়ার মতো ক্ষমতা রাখেনা।
- এই ধরনের সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে, অতিরিক্ত পরিমাণ দাগের ক্ষেত্রে, যখন মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ থাকে, এলার্জির ডাক্তার দেখানো ভাল।
সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে এলোভেরা ব্যবহার নিয়ে একটু সচেতন থাকব। উপরে ত্বকে এলোভেরা ব্যবহারের ক্ষেত্রে যে সকল বিধিনিষেধ আপনাদের দেওয়া হল এগুলো যদি আপনারা অনুসরণ করেন,তাহলে নির্দ্বিধায় প্রাকৃতিক গুণে গুণান্বিত রূপচর্চায় অসাধারণ এ উপকরণটি অর্থাৎ এলোভেরা আপনার ত্বকের জন্য ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ।