রাতে শোবার আগের এই প্যাকটি ব্যবহার করে নিন, সকালে উঠে ত্বক এত ফর্সা হবে আপনি অবাক হয়ে যাবেন !

 

আমরা সবাই জানি যে কোনো ধরনের প্রসাধনী দিনে ব্যবহারের চেয়ে  রাতে ব্যবহার করা কতটা কার্যকরী। কারণ আমাদের ত্বক রাতে নিজেকে পরিশোধন করে নেওয়ার জন্য লম্বা একটি সময় পায়। যখন আমরা ঘুমে থাকি, এই ঘুমের মধ্যে আমাদের ত্বক নিজেকে রিপেয়ার করে নেয়।  দিনের বেলায় যত ধরনের ডেমেজ আমাদের ত্বক সহ্য করে, রাতের বেলায় তা রিপেয়ার করে নেওয়ার জন্য তারা পর্যাপ্ত পরিমানে সময় পায়। আমরা যদি বিভিন্ন ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে আমাদের ত্বককে তার রিপিয়ারিং কাজে সহায়তা করতে পারি তাহলে সেটা আমাদের ত্বকের জন্য বেশি কার্যকরী হবে।

বন্ধুরা প্রাকৃতিক বিভিন্ন প্যাক ব্যবহারের মধ্য দিয়ে আমরা চাইলে আমাদের ত্বক কে অতিরিক্ত পরিমাণে উজ্জ্বল ও ফর্সা করে ফেলতে পারি। বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করলে আমাদের ত্বক কিভাবে ফর্সা হয় সেটা আমরা সবাই জানি কিন্তু এই ফর্সা কিন্তু আমাদের ভেতর থেকে হয় না এটি আমাদের বিভিন্ন ধরনের কোষ কে ডেমেজ করে তারপরে ত্বক কে ফর্সা দেখায়। তাহলে বন্ধুরা সাময়িকভাবে সৌন্দর্য হওয়ার মাধ্যমে আমরা কিন্তু ত্বকের  অনেক বড় ক্ষতি করে ফেলি। তাই বাজার থেকে কেনা নাইট ক্রিম ব্যবহার না করে ঘরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপকরণ এর সাহায্যে যদি আমরা আমাদের ত্বকের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলতে পারি, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক কোন কোন প্যাক ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের ত্বক কে খুব বেশি সুন্দর ও উজ্জ্বল করতে পারবেন।

১। রাতে গুমাতে যাওয়ার আগে ত্বক ফর্সা করার নাইটপ্যাকঃ

  • এই প্যাকটি রাতে ঘুমানোর অন্ততপক্ষে একঘন্টা আগে আপনারা ব্যবহার করবেন।
  • কারণ এটি ত্বকে লাগানোর পর পরই কিন্তু ঘুমিয়ে যাওয়া উচিত হবে না। এটি ব্যবহার করার পর অন্ততপক্ষে আধা ঘণ্টা বিরতি দিয়ে তারপর ঘুমাতে যাবেন

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ টি পাকা টমেটোর পেস্ট,
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে আমরা যদি আমাদের মুখে লাগাতে পারি তাহলে আমাদের ত্বক অনেক বেশি সুন্দর ও ফর্সা হয়ে যাবে।
  • এই প্যাকটি লাগানোর পর কিন্তু আমরা ধুয়ে ফেলব না, এই প্যাকটি লাগানোর পর টিস্যু দিয়ে মুছে ফেলে আমাদের ঘুমিয়ে যেতে হবে। সকাল বেলা উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • এই প্যাকটি ব্যবহার করার পরে সকালবেলায় আপনি দেখবেন আপনি ত্বক কতটা ফর্সা ও দুধে আলতা রঙের হয়ে যাবে।

২। রাতে শোবার আগে চন্দনের এই প্যাকটি ব্যবহার করুনঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

  • ২ টেবিল চামচ ভাতের মাড়,
  • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া,
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,

ব্যবহার পদ্ধতিঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে আমরা যদি মুখে লাগায় এবং অন্ততপক্ষে ১০-১৫ মিনিট লাগানোর পর টিস্যু দিয়ে মুছে ফেলি এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না কতটা ফর্সা দুধে আলতা রঙের হয়ে যাবে আপনার গায়ের রং।

তাহলে বন্ধুরা, বোঝাই যাচ্ছে কতটা কার্যকরী এই প্যাকগুলো শুধুমাত্র রাতে ২০ মিনিট বের করে নিয়ে এ প্যাকগুলো নিয়মিত ব্যবহার করে আপনারা আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা গ্লোইং করে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা আর ত্বকের চিন্তা না করে  আমাদের প্যাক গুলো নিয়মিত ব্যবহার করুন। আর নিজের গায়ের রং কে দুধে-আলতা করে ফেলুন।

ধন্যবাদ।