শরীরের ফাটা দাগ দূর করে ত্বককে ফর্সা করার উপায়

আমরা মাছে ভাতে বাঙালি বলে চালকে ভাত হিসেবে খাবার জন্য রান্না করি । আর আমরা এটিকে প্রধান খাদ্য হিসেবেও নিয়ে থাকি । বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না চালের গুড়ার সাহায্যে আমরা আমাদের ত্বককে খুব সুন্দর ভাবে যত্ন নিতে পারি । আর যাদের  ত্বকে ফাটা দাগ রয়েছে এবং যাদের ত্বক ফেটে যায় এছাড়াও মাতৃত্বকালীন সময়ের পর যাদের পেটের ফাটা দাগ গুলো দেখা যায় তারা এই চালের গুঁড়া ব্যবহার করে নিজেদের ফাটা গুলোকে ধীরে ধীরে মুছে দিতে পারেন। যাদের ত্বকে বা শরীরের যে কোন অংশের ফাটা দাগ দূর করার জন্য চালের গুড়া কে এই ভাবে ব্যবহার করতে পারেন । চলুন শরীরের ফাটা দাগ দূর করার জন্য আমরা কিভাবে চালায় গুড়াকে ব্যবহার করতে পারি তার নিয়ম গুলো জেনে নিন ।

১। শরীরের ফাটা দাগ দূর করতে চালের গুড়ার ব্যবহারঃ

এই প্যাকটি আমাদের মুখের বা শরীরের ত্বকে গোলাপি একটি আভা  দিবে। সাথে সাথে চামড়াকে অনেক সুন্দর ও টানটান করে দিবে।  গর্ভজনিত কোন দাগ থাকলে সেটিও দূর করে দেবে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……………

  • ২ টেবিল চামচ চালের গুড়া।
  • ২ চা চামচ কেস্টর অয়েল।
  • ১ চা চামচ নিমপাতার রস।
  • ১ চা চামচ কাঁচা হলুদ।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে মিক্স করে ত্বকের যেখানে ফাটা দাগ রয়েছে সেখানে এপ্লাই করুন।
  • এই প্যাকটি ব্যবহারের ফলে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে।
  • তার সাথে সাথেই ত্বকের কালো ভাব দূর হয়ে যাবে। এই প্যাকটি কিন্তু দারুণ ভাবে কার্যকরী।

ফাটা দাগ দূর করে ত্বক ফর্সা করতে চালের গুড়ার প্যাকঃ

এই প্যাক টি  তৈরি করতে যে সকল উপকরণ লাগে………

  • ২ টেবিল চামচ চালের গুঁড়া।
  • ২ চা চামচ পাকা পেঁপের রস।
  • ১ টি পাকা কলার পেস্ট।
  • ১ চা চামচ আপেলের চামড়ার গুড়া।
  • ১ চা চামচ টক দই।

 যেভাবে ব্যবহার করবেনঃ

  • এই সকল উপকরণ গুলো একসাথে করে টক দই এর সাথে যদি মিশ্রণ ঘটিয়ে প্যাকটি তৈরি করা যায়, তাহলে আমাদের শরীর অনেক বেশি ফর্সা হয়ে যাবে মাত্র ৭ দিনে।
  • এবং অবাঞ্ছিত বিভিন্ন ধরনের দাগ দূর করে দেবে। পাশাপাশি আমাদের শরীরের ত্বক অনেক বেশি ঠান্ডা থাকবে।

৩। ফাটা দাগ দূর করতে চালের গুড়ার কফি পাউডার ও লেবুর  ব্যবহারঃ

এই প্যাকটি আমাদের ত্বকের বিভিন্ন ধরনের ফাটা দাগ দূর করে। বন্ধুরা অনেকেই এ সমস্যা দেখা যায় যে শীতকাল না হলেও হাতের চামড়া ফেটে যায় বা পায়ের চামড়া ফেটে যায়,পায়ের গোড়ালি ফাটা তো সারা বছরই অনেকের লেগে থাকে, তাই এধরনের সমস্যা দূর করতে যে প্যাক টি আপনাদের ব্যবহার করতে হবে এবং এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো আপনাদের লাগবে……………

  • ২ টেবিল চামচ চালের গুড়া।
  • ১ চা চামচ কফি পাউডার।
  • ১ চা চামচ লেবুর রস।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে মিক্স করে আমাদের ত্বকে ম্যাসাজ করলে বিভিন্ন ধরনের ফাটা দাগ দূর হয়ে যাবে।
  • এটি ত্বকে অনেক বেশি ঠান্ডা ভাব নিয়ে আসবে।

উপরে চালের গুড়ার যে সকল ফেইস মাক্স গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এ গুলো সত্যিই শরীরে ক্ষেত্রে অনেক কার্যকরী এবং দারুণ উপকারি ।