আমরা সকলেই চাই আমাদের শরীরে প্রতিটি অঙ্গ যেন একই রকমের হোক। একেক অংশ যেন একেক রঙের না হয়। মুখ ও হাতের বেশি পরিচর্যা নেওয়ার ফলে এ দুটি অঙ্গ একটু বেশি সুন্দর লাগে শরীরের অন্য অঙ্গের থেকে।কিন্তু বন্ধুরা, আমাদের উচিত আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সমান যত্ন নেওয়া। যাতে প্রতিটি অঙ্গ কে একই রকম দেখায়। কিন্তু বন্ধুরা সময়ের অভাবে ভালো প্রোডাক্ট এর অভাবে এই বিষয়টি হয়ে ওঠে না। অথবা আমাদের অলসতা এর জন্য অনেকটা দায়ী। ব্যস্তজীবনে যেখানে মুখের পরিচর্চা ভালোমতো নেওয়া হয়ে ওঠে না সেখানে অন্যান্য অঙ্গের যত্ন নেওয়ার কথা তো পুরোপুরি হাস্যকর। কিন্তু আমাদের শরীরের সম্পূর্ণ যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা ব্যস্ত জীবনের সাথে পাল্লা দিয়ে যেহেতু এই বিষয়গুলো করা হয়ে ওঠে না তাই আপনাদের কথা মাথায় রেখে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন একটি প্যাক। যে প্যাক টি শুধু একবার ব্যবহার করে আপনি আপনার শরীরের সম্পূর্ণ যত্ন অর্থাৎ পুরো শরীরের রঙ একই রকম করে ফেলতে পারবেন।
মাত্র ১ বার ব্যবহার করে সারা শরীরের রং দুধে আলতা করে ফেলুনঃ
- যেখানে বিভিন্ন পার্টস সুন্দর করার জন্য একেক রকম ট্রিটমেন্ট লাগে সেখানে শুধুমাত্র একটি প্যাক ব্যবহার করে পুরো শরীরের যত্ন,বা ত্বকের যত্ন বা ত্বকের সৌন্দর্য একসাথে নেওয়া হয়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সেই প্যাকটি, যার মাধ্যমে শুধু একবার ব্যবহার করে পুরো শরীরের ত্বকের রং একই রকম ফর্সা ও উজ্জ্বল করা যায়।
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে…………
- আধা কাপ চালের গুড়া,
- ৩ টেবিল চামচ এলোভেরা জেল,
- আধা কাপ টক দই,
- ১ টি শশার রস,
- ৩ টেবিল চামচ গাজরের পেস্ট,
- ৩ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
- আধা কাপ গরুর দুধ,
ব্যবহার করবেন যেভাবেঃ
- এই সকল উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলে আমাদেরকে এই প্যাকটি তৈরি করে ফেলতে হবে।
- কিন্তু এই প্যাকটি আমাদের ত্বকে ব্যবহার করার আগে আরেকটি কাজ আমাদের করে নিতে হবে আর তা হলো হালকা উষ্ণ গরম পানিতে পরিমাণমতো নিমপাতার রস দিয়ে আমাদের প্রথমে গোসলটা সেরে নিতে হবে।
- গলা পর্যন্ত গোসল করে তারপর আমাদেরকে এটি লাগাতে হবে। বন্ধুরা আমরা নিম পাতা দিয়ে গোসল করব হালকা উষ্ণ পানি দিয়ে কারণ, এর মধ্য দিয়ে আমরা আমাদের পুরো ব্লাড সার্কুলেশন টা বাড়িয়ে দিব। এই ব্লাড সার্কুলেশন বাড়ানোর সাথে সাথে শরীর থেকে বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়ার আক্রমণ চলে যাবে।
- এরপরে যদি আমরা আমাদের কাঙ্খিত এই প্যাকটি আমাদের ত্বকে লাগায় তাহলে ফলাফল কিন্তু দ্বিগুণ হয়। এটি তার কার্যক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিতে পারে।
- বন্ধুরা, তাহলে নিমপাতার গোসলের পরে একটুখানি মধ্যখানে বিরতি নিয়ে আমাদেরকে আমাদের প্যাকটি পুরো শরীরে লাগাতে হবে।
- এই তৈরিকৃত প্যাকটি আমাদের পুরো শরীরে লাগানোর পরে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষার পর একেবারে গোসল করে ফেলতে হবে।
- বন্ধুরা, গোসল করে এসে একটা ময়েশ্চারাইজার পুরো শরীরে লাগিয়ে নিতে হবে।
- বন্ধুরা, শুধুমাত্র একবার এই প্যাক টি ব্যবহারে আপনি বুঝতে পারবেন কি আমূল পরিবর্তন আপনার শরীরে হয়েছে। বন্ধুরা পুরো শরীরকে একবারে একই সাথে আপনি যদি সুন্দর উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলতে চান তাহলে এই প্যাকটির কিন্তু বিকল্প নেই।
- বন্ধুরা, এই প্যাকটি একবার ব্যবহারে আপনাকে এত ভাল ফলাফল দিবে যে প্যাকটি যদি সপ্তাহে অন্তত পক্ষে তিনবার ব্যবহার করতে পারেন তাহলে আপনার রূপচর্চা নিয়ে আর কোনো ধরনের চিন্তাভাবনা করতে হবে না। আর বাজার থেকে ত্বক ফর্সা করার যে ক্রিম পাওয়া যায় তা ব্যবহার করা তো আপনারা ভুলেই যাবেন।
- বন্ধুরা, দীর্ঘমেয়াদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে এবং ত্বকে বয়সের ছাপ দূর করে ত্বকের উজ্জলতা ফিরাতে এই প্যাক কিন্তু ওষুধের মতো কাজ করে।
তাই হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে এই প্যাকটি ব্যবহার করতে সময় বের করে রাখেন এবং আপনাদের পুরো শরীরের ত্বক একই রকম ফর্সা লাবণ্যময়ী গড়ে তুলতে এটি নিয়মিত ভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ।