শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করতে মধুর সেরা ৩ টি ফেইসপ্যাক

শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে রাখতে মধুর উল্লেখযোগ্য কিছু ফেইসপ্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমাদের ত্বকের উপরিভাগ বিভিন্ন ধরনের মৃত কোষ ও জৈবিক তেলের সমন্বয়ে গঠিত যা আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এই ধরনের উপাদান এর মিশ্রণে যদি পানির পরিমাণ কমে যায় তবে আমাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে। বিভিন্ন কারণে ত্বক শুষ্ক হতে পারে। বংশগত কারণে,  হতে পারে, অতিরিক্ত ধুলাবালি, সুগন্ধি জাতীয় দ্রব্য ব্যবহারের মধ্য দিয়েও আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। অতিরিক্ত শুষ্ক ত্বক কিন্তু ভালো নয়। আমরা সব সময় চাই ত্বকে একটি ব্যালেন্স রাখতে। যেখানে তেলের পরিমাণ বেশি হবে না আবার অনেক বেশি শুষ্ক হবেনা।

শুষ্ক ত্বক কে ময়েশ্চারাইজ রাখতে মধুর উপকারীতাঃ

  • এখন আপনাদের সাথে আমরা আলোচনা করব ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে ময়েশ্চারাইজ করে রাখতে মধুর ফেইসপ্যাকগুলো। এই ফেইস প্যাকে প্রধান উপাদান হিসেবে থাকবে মধু।
  • বন্ধুরা প্রকৃতিতে যে সকল উপকরণ রূপচর্চার কাজে ব্যবহৃত হয় তার মধ্যে মধু হলো এমন একটি উপকরণ যা কখনো নষ্ট হয়ে যায় না।
  • সারা বছর এই উপকরণটি আমরা সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারি।

১। শুষ্ক ত্বক কে ময়েশ্চারাইজ রাখতে মধুর ফেইসপ্যাকঃ

  • এই প্যাকটি বিভিন্ন ধরনের ধুলাবালি থেকে আমাদের ত্বককে রক্ষা করার মধ্য দিয়ে ত্বকের শুষ্কতা কে দূর করে এবং ত্বককে অনেক বেশি ময়েশ্চারাইজ করে রাখে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগে…………

  • ২ চা চামচ মধু।
  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ অলিব অয়েল।

যেভাবে প্যাক টি বানাবেনঃ

  • উপকরণ গুলো একসাথে মিক্স করে আমরা আমাদের ত্বকে লাগিয়ে নেব।
  • এই প্যাকটি ২৪ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমরা সারাদিন অন্ততপক্ষে এই প্যাকটি ১ বার ব্যবহার করবো।
  • সপ্তাহে একটি আমরা নিয়মিত ব্যাবহার করতে পারলে এক সপ্তাহের মধ্যে চমৎকার একটি ফলাফল নিজের চোখে আমরা দেখতে পাব।

২। শুষ্ক ত্বকের আদ্রতা বাড়াতে মধুর ফেইসপ্যাকঃ

  • এই প্যাকটি আমাদের ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করবে। পাশাপাশি আমাদের বংশগত যদি সমস্যা থেকে থাকে অর্থাৎ ত্বক শুষ্ক হবার পেছনে যদি বংশগত কারণ থাকে এই ধরনের সমস্যা দূর করতে অনেক কার্যকর ভূমিকা রাখে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ২ চা চামচ মধু।
  • ১ চা চামচ গ্লিসারিন।

ব্যবহার প্রনালিঃ

  • এই প্যাকটি অন্ততপক্ষে ২-৩ মাস সংরক্ষন করে রেখে দিতে পারেন।
  • সারা দিনে দুইবার অন্তত ব্যবহার করতে পারবেন।
  • দিনের বেলায় ও রাতের বেলায় নিয়মিতভাবেই এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ীভাবে আমাদের ত্বক থেকে শুষ্কতা দূর হয়ে যাবে এবং আমাদের ত্বক অনেক বেশি ময়েশ্চারাইজ হয়ে যাবে।

৩। শুষ্ক ত্বকের পরিচর্যায় মধুর ফেইসপ্যাকঃ

  • এই প্যাকটি আমাদের ত্বক থেকে দীর্ঘমেয়াদী পরিচর্যার কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়া দূর করে দেয়।
  • বন্ধুরা আমরা আমাদের রূপচর্চার বিষয়টি সম্পূর্ণ ভাবে প্রকৃতির উপর ছেড়ে দিয়ে থাকি।
  • প্রকৃতি আমাদের সৌন্দর্যকে যেভাবে ট্রিট করে আমরা তা সহ্য করি নিই। কিন্তু আমরা জানিও না আমাদের সামান্য একটু সতর্কতার মধ্য দিয়ে আমরা আমাদের সৌন্দর্যকে অনেক বছর পর্যন্ত ধরে রাখতে পারি।
  • বন্ধুরা, দীর্ঘদিন পরিচর্যা না করার কারণে আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এই ধরনের ত্বকে ময়েশ্চারাইজ ভাব আনা একটু কঠিন হয়ে দাঁড়ায়।
  • কিন্তু আজকে মধুর যে ফেইসপ্যাক টি আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের ত্বক অনেক বেশি হয়ে কোমল ও নমনীয় হয়ে যাবে। পাশাপাশি ত্বক অনেক কচি দেখাবে। আর বয়সের ভাঁজ দূর করে দিবে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ চা চামচ মধু।
  • ২ চা চামচ নারিকেল বাটার পেস্ট।
  • ১ চা চামচ টকদই।

ব্যবহার প্রনালিঃ

  • বন্ধুরা উপকরণ তিনটি ভালো মত মিক্স করে আমাদের মুখে লাগাতে হবে।
  • মধুর এই ফেইসপ্যাক টি আমাদের ত্বককে মসৃণ করতে সাহায্য করে আর এই গুরুত্বপূর্ণ তিনটি উপকরণ এর মাধ্যমে তৈরিকৃত মিশ্রণ যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তা আমাদের ত্বককে বাড়তি একটি সৌন্দর্য এনে দিবে।

উপরে মধুর যে সকল ফেইসপ্যাক গুলো নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করলাম সেগুলো কিন্তু অনেক বেশি উপকারী। তাই ত্বকের শুষ্কতা নিয়ে আর চিন্তা না করে এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে টেস্ট করে ফেলুন এবং নিজের সৌন্দর্য কে নিজে উপভোগ করার পাশাপাশি অন্য কে ও প্রদর্শন করুন। ধন্যবাদ।