শুষ্ক ত্বকের যত্নে এলোভেরার সেরা ৩ টি ফেইসপ্যাক

শুষ্ক ত্বকের যত্নে অ্যালোভেরার গুরুত্বপূর্ণ ৩ টি ফেইসপ্যাক নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। ত্বকের যত্নে এলোভেরা কতটা কার্যকরী কমবেশি আমরা সবাই সেটা জানি। শুধু ত্বকের যত্নে নয় বরং চুলের যত্নেও এবং ওষুধ হিসাবে এই এলোভেরার গুনাগুন বলে শেষ করার মত নয়। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব শুষ্ক ত্বকের যত্ন নিতে এলোভেরার চমৎকার চমৎকার কিছু প্যাক নিয়ে। বন্ধুরা, বিভিন্ন কারণে আমাদের ত্বক শুষ্ক হয়ে থাকতে পারে। বংশগত কারণে আমাদের ত্বক শুষ্ক হতে পারে, অথবা ধুলাবালির কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, অতিরিক্ত পরিমাণ প্রসাধনী ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, দীর্ঘক্ষণ রোদে থাকলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, আর যে কারণেই সবচেয়ে বেশি আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় এবং এই বিষয়ে আমরা সামান্যতম সচেতন না, সেটি হলো দীর্ঘদিন ধরে ত্বকের পরিচর্যা না করা। দীর্ঘদিন ধরে ত্বকের পরিচর্যা না করলে ত্বক শুষ্ক হয়ে যায় আর এই সকল সমস্যার সমাধান করতে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম চমৎকার কিছু এলোভেরার ফেইসপ্যাক।

ত্বকের যত্নে এলোভেরার অতুলনীয় কিছু কার্যকারিতাঃ

  • এলোভেরার আজকের ফেইসপ্যাক গুলো ব্যবহারের মধ্য দিয়ে শুষ্ক ত্বককে খুব সহজে ময়েশ্চারাইজ করে ফেলতে পারবেন এবং প্রত্যাশিতভাবে ত্বক কে উজ্জ্বল করে নিতে পারবেন।

১। শুষ্ক ত্বকের যত্নে এলোভেরা সাথে গ্লিসারিন অলিভ অয়েলের  ব্যবহারঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে ………

  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ গ্লিসারিন।
  • ১ চা চামচ অলিভ অয়েল।

ব্যবহার পদ্ধতিঃ

  • উপকরণ তিনটি একসাথে করে আমাদের ত্বকে লাগাতে হবে।
  • এতে করে ত্বকের শুষ্ক ভাব কেটে যাবে।
  • পাশাপাশি ত্বকে আদ্রতা চলে আসবে।

২। শুষ্ক ত্বকে লাবন্যতা ফিরিয়ে আনতে এলোভেরার সাথে কেস্টর অয়েলঃ

  • এই প্যাকটি ত্বকের বিভিন্ন ধরনের ধুলাবালি টেনে নিয়ে এসে আমাদের ত্বককে শুষ্কতার সমস্যা থেকে দূরে রাখে।
  • সাথে সাথে আমাদের ত্বকে অনেক বেশি উজ্জলতা ও লাবণ্যতা নিয়ে আসে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ টক দই।
  • ১ চা চামচ কেস্টর অয়েল।
  • ১ চা চামচ বেসন।

ব্যবহার পদ্ধতিঃ

  • উপকরণ গুলো একটু ভালোমতো তৈরি করে আমাদের ত্বকে লাগাতে হবে।
  • গোসলের আগে এই প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে গোসলের সময় একসাথে ধুয়ে ফেলতে হবে।

৩। ত্বকের শুষ্কতা দূর করতে এলোভেরার সাথে তরল দুধঃ

এই ফেইসপ্যাক টি বানাতে যে উপকরণ গুলো লাগবে……

  • ২ চা চামচ এলোভেরা।
  • ১ চা চামচ মধু।
  • ১ চা চামচ তরল দুধ।
  • ১ চা চামচ চালের গুড়া।

ব্যবহার করবেন যেভাবেঃ

  • উপকরণ গুলো একসাথে করে আমাদের শরীরে লাগাতে হবে।
  • এই উপকরণগুলো দ্বারা তৈরি প্যাক নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে ত্বকের শুষ্কতা দূর হয়।

এই উপকরণটি লোশনের পরিবর্তে আমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বক অনেক বেশি ময়েশ্চারাইজ হবে। এবং ত্বকের শুষ্কতা দূর হবে।

এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন………

প্রশ্নঃ লোশন ব্যবহার করলে ক্ষতি কি????  

উত্তরঃ

লোশন ত্বক থেকে শুষ্কতা  নিমিষেই দূর করা দেয়। এটি বেশিক্ষন থাকেনা। যতক্ষণ লোশন ব্যবহার করি ততক্ষণ থাকে।

প্রকৃতপক্ষে এই লোশন আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে না।  প্রাকৃতিক ভাবে ত্বক কে ময়েশ্চারাইজ করতে হলে আমাদের উপরের দেওয়া প্যাক গুলো অনুসরণ করতে হবে।

এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার ছাড়াই প্রাকৃতিক ভাবে আপনার ত্বক ময়েশ্চারাইজ করতে পারবেন। এবং এর ফলাফল অবশ্যই আপনি দীর্ঘদিন ধরে অনুভব  করতে পারবেন।

তাহলে বন্ধুরা ত্বকের শুষ্কতা নিয়ে আর চিন্তা না করে এলোভেরার তৈরি এ ফেইসপ্যাক গুলো নিয়মিত ঘরে বসে ব্যবহার করুন আর ত্বকের শুষ্কতা কে বিদায় দিয়ে ত্বক কে ময়েশ্চারাইজ করে ফেলুন এবং ত্বকের সৌন্দর্য নিজেই উপভোগ করুন। ধন্যবাদ।