বর্তমানে মানুষ যথাযথভাবে সময়ের ব্যবহার করতে জানে। আর মানুষ এখন বুঝতে পারে যে সারা জীবন জীবিকার তাগিদে ছোটা যতটা জরুরী শারীরিক সৌন্দর্য রক্ষা করা ও ঠিক ততটা জরুরি। কারণ অর্থ আমাদের যতটুকু শক্তি প্রদানে সাহায্য করে, সৌন্দর্য কিন্তু তার চেয়ে কম নয়। অর্থাৎ অর্থ ও সৌন্দর্য মিলে একজন মানুষকে পরিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী করে তোলে এবং অন্য জনের কাছে নিজের মূল্য বৃদ্ধি করে। তাই বন্ধুরা এখন আমাদের সৌন্দর্য প্রকাশ করা বা নিজেকে সুন্দর করে তোলা কিন্তু অনেকটা দরকার। আর বর্তমানে শারীরিক সৌন্দর্য বলতে শুধু মুখের সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো শরীরের সৌন্দর্য কিন্তু এখানে বোঝায়। তাই আমাদের উচিত এমন ভাবে শরীরের যত্ন নেওয়া যাতে পুরো শরীরকে একসাথে ফর্সা করা যায়। আজ আপনাদের সাথে এমন চমৎকার চমৎকার কিছু স্ক্রাপ নিয়ে আমি কথা বলব যে বডি স্ক্রাব গুলা করার মধ্য দিয়ে পুরো শরীরকে আপনারা অনেক ফর্সা উজ্জ্বল করতে পারবেন।
সারা শরীর কে একসাথে ফর্সা করার অসাধারণ কিছু স্ক্রাবারঃ
বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি জেনে নেওয়া যাক স্ক্রাব গুলো কি কি এবং কিভাবে তার ব্যবহার আপনারা করবেন…
১।
প্রথমে যে স্ক্রাপটি আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- পরিমাণ মত মধু,
পরিমাণ মত এভোকাডোর পেস্ট,
যেভাবে স্ক্রাবার টি ব্যবহার করবেনঃ
- উপকরণ ২ টি একসাথে ব্লান্ডার করে আমরা যদি পুরো শরীরে হাতের সাহায্যে ২০ মিনিট পর্যন্ত ম্যাসাজ করতে থাকি, তাহলে সেটি আমাদের ত্বক কে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল করবে।
- পাশাপাশি এই স্ক্রাবার টি রোদে পোড়া কালো দাগ থাকলে শরীরে তা ও কিন্তু চলে যাবে।
২।
যে স্ক্রাবারটি এখন আপনাদের সাথে শেয়ার করব এই স্ক্রাবটি ব্যবহার করতে যে সকল উপকরণ লাগবে………
- পরিমাণ মত টক দই,
- ১ কাপ চালের গুড়া,
যেভাবে স্ক্রাবার টি ব্যবহার করবেনঃ
- বন্ধুরা টকদই এবং চালের গুড়া একসাথে মিক্স করে তা যদি আমরা পুরো শরীরে লাগিয়ে ১০ মিনিট পর্যন্ত রাখি এবং এরপরে হাতের সাহায্যে আমাদের পুরো শরীরে আলতো আলতো করে ম্যাসাজ করি তাহলে সেটি আমাদের ত্বক কে এতো বেশি সুন্দর ফর্সা করে তুলবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না।
৩।
এরপরে যে স্ক্রাবার টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ১ কাপ কাঁচা হলুদ বাটা,
- পরিমাণমতো মুলতানি মাটি,
স্ক্রাবার টি যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে মিক্স করবেন। সাথে একটুখানি লেবুর রস দিয়ে দিবেন।
- আর এই তৈরিকৃত প্যাকটি পুরো শরীরে লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিট পর্যন্ত হাতের সাহায্যে যতটুকু সম্ভব ম্যাসাজ করার চেষ্টা করবেন, এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন।
- অবাক করার মত শরীর ফর্সা হয়ে যাবে।
৪।
এর পরে যেই স্ক্রাবার টি আপনাদের সাথে শেয়ার করব এই স্ক্রাবার টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ৪-৫ টি পাকা টমেটোর পেস্ট,
- ২ কাপ ঠান্ডা চায়ের লিকার,
যেভাবে স্ক্রাবার টি ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে করে আমরা যদি আমাদের পুরো ত্বকে লাগায় এবং সুতির কাপড় অথবা তুলোর সাহায্যে পুরো শরীরকে যদি অন্ততপক্ষে পাঁচ মিনিটের জন্য ম্যাসাজ করি, তাহলে আমাদের ত্বক থেকে বিভিন্ন এলার্জি ও রোদে পোড়া দাগ দূর করে ত্বককে এত বেশি ফর্সা করবে যে আপনারা যতটা ভাবতেও পারেননি।
বন্ধুরা, উপরে যে স্ক্রাবার গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই স্ক্রাবার গুলো প্রাকৃতিক উপকরণ এর সাহায্যে তৈরি করা হয়েছে। যা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শরীরের ত্বক ফর্সা করতে এবং খুব অল্পসময়ের মধ্যে ত্বক ফর্সা কার্যকরী প্যাক দ্বিতীয় টি পাবেন না।
তাই শরীরের সৌন্দর্য ও ত্বক ফর্সা করতে চিন্তিত না হয়ে আমাদের স্ক্রাবার গুলো যথাযথ নিয়মে ব্যবহার করে দেখুন, আর ফলাফলটা হাতেনাতেই পেয়ে যাবেন। ধন্যবাদ।