সুন্দর ত্বক ও চুল পেতে ক্যাস্টর অয়েল যে কতটা উপকারী তা জানা আছে কি? জ্বি হ্যাঁ সুন্দর ত্বক পেতে ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল বিশেষভাবে সাহায্য করে। আসল ক্যাস্টর অয়েল এক ধরনের খুব হালকা হলদে রঙের বেশ ভারি তেল, যার বিশেষ স্বাদ এবং গন্ধ রয়েছে। এই ক্যাস্টর অয়েল দিয়ে নিতে পারবেন সুন্দর ত্বকের যত্ন। তবে বাজারে আমরা যে ক্যাস্টর অয়েল পেয়ে থাকি সেগুলো অনেকটা রিফাইন করা হয়ে থাকে। তবে হ্যাঁ খুঁজলে আপনি ১০০% ভার্জিন ক্যাস্টর অয়েল-ও পাবেন, তবে দাম পরবে একটু বেশি। তবে এর গুণাগুণ বিচার করলে দামটা আপনি বিবেচনা করতেও পারেন। তাই তো সুন্দর ত্বক পেতে এই ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয়।
ক্যাস্টর অয়েল নিয়ে জরুরি কিছু কথা–
চলুন ক্যাস্টর অয়েল নিয়ে কিছু তথ্য জেনে নিই। ক্যাস্টর অয়েল মূলত ক্যাস্টর বিন থেকে তৈরি এক ধরনের ভেজিটেবল প্রেসড অয়েল। এই তেলে আছে নানান উপকারি উপাদান। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ৮৫-৯৫% রিসিনোলিক (Ricinoleic acid), ২-৫% অলিক এসিড (Oleic acid), ১-০.৫% লিনোলিক (Linoleic acid), ০.৫-১% স্টিয়্যারিক এসিড (Stearic acid), ০.৫-১% পালমিটিক এসিড (Palmitic acid)।
ক্যাস্টর অয়েল-এর উপকারিতা:
১) আথ্রাইটিস-এর ট্রিটমেন্ট এটি ভালো উপকার দেয়।
২) চুলের গোঁড়া মজবুত করে এবং চুল ঘন করে।
৩) একনে ট্রিটমেন্ট-এও এর ভালো উপকার পাওয়া যাওয়া যায়।
৪) স্কিনকে গভীর থেকে ময়েশ্চারাইজ করে এবং ডিপ ক্লিনজিং-এও এর ব্যবহার রয়েছে।
৫) ইমিউনিটি ফাংশন ভালো ইম্প্রুভ করে। ত্বকের ফাইন লাইন এবং রিঙ্কল দূর করে।
৬) কোন কারণে বা ব্যথা পেলে ফুলে গেলে এর মালিশ করতে পারেন। এছাড়াও লিম্ফাটিক সিস্টেম সাপোর্ট করে।
৭) ছোট আঘাত সারাতে বা ত্বকে ছড়ে গেলে এর মালিশ করতে পারেন, প্রদাহ কমাতে সাহায্য করবে।
৮) পিরিয়ড-এর ব্যথা কমায়, এছাড়া এটি পরিমাণমত খেলে কোষ্ঠকাঠিন্য থেকে আরাম পাওয়া যায়।
সুন্দর ত্বক পেত্ব ত্বকের যত্নে ক্যাস্টর অয়েলের কিছু সহজ ব্যবহার–
ক্যাস্টর অয়েল নিয়ে আমরা অনেক কিছু জানলাম। তবে যারা সুন্দর ত্বক পেতে ক্যাস্টর অয়েল ব্যবহার করেন তারা কিন্তু আসল ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। আসুন জেনে নেই সুন্দর ত্বক পেতে ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল।
ত্বকে জমে থাকা ময়লা দূর করে ক্যাস্টর অয়েল–
- ত্বকের তেল ময়লা আমাদের ত্বকের লোমকূপ গুলা বন্ধ করে দেয়। এর ফলে ত্বকে ব্রণ আর হোয়াইট সার্কালস বেড়ে যায়। এই সমস্যা সমাধানে অর্থাৎ সুন্দর ত্বক পেতে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণঃ
- পরিমাণ মতো ক্যাস্টর অয়েল
- পরিমাণ মতো মধু
প্রথমে পরিমাণ মতো ক্যাস্টর অয়েল নিন এর সাথে সমপরিমাণ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন।এই প্যাক ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করে তারপর ধুয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে গরম ভাপ নিন। এতে লোমকূপে জমে থাকা ময়লা দূর হবে। এরপর সামান্য ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন ফেসওয়াশ দিয়ে।
ব্রণের সমস্যায় ক্যাস্টর অয়েল–
- কথা টা শুনে চোখ কিছুটা মাথার উপর উঠে যায়। কেননা তেল এর কারণেই মূলত ব্রণ হয়। আর এই তেল দিয়ে কীভাবে ব্রণ দূর করা যায়?? আচ্ছা যাই হোক কথার কার্যকারিতা জেনে নেই।
প্রয়োজনীয় উপকরণঃ
- ক্যাস্টর অয়েল
ব্রণ ও ব্রণের দাগ দূর করতে পারে ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড। রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণ দূর করে আপনাকে সুন্দর ত্বক ও ত্বকের যত্ন নিতে সাহায্য করবে।
চোখের ভ্রূ এর সমস্যা সমাধানে ক্যাস্টর অয়েল–
- অনেকেই আছেন চোখের ভ্রূ নিয়ে চিন্তায় থাকেন। অর্থাৎ অনেকের চোখের ভ্রূ পাতলা। এই ভ্রূ ঘন করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। আই ভ্রূ ঘন করে আপনার চোখের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবে।
প্রয়োজনীয় উপকরণঃ
- ক্যাস্টর অয়েল
অনেকেরই ভ্রূ খুব পাতলা, তারা সব সময়ই ঝামেলায় পরেন সাজগোজের সময় এই ভ্রূটা ঠিকঠাকমত আঁকা নিয়ে। কিন্তু আপনার ঘরে যদি থাকে ক্যাস্টর অয়েল, তাহলে এই সমস্যা থেকে বাঁচা খুব সহজ। রোজ রাতে দু’ফোঁটা ক্যাস্টর অয়েল ভ্রূতে লাগিয়ে নেবেন। একদিন ব্যবহারে ফল পাবেন না তাই ভালো ফল পেতে কয়েক মাস সময় লাগবে ঠিকই, তবে বিফল হবে না।