সেনসিটিভ ত্বকের যত্নে হলুদের কার্যকর ৩ টি ফেইসপ্যাক

সেনসিটিভ ত্বকের যত্নে হলুদের কার্যকর ৩টি ফেইসপ্যাক আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আগেই আমাদের জানতে হবে সেনসিটিভ ত্বক বলতে কি বুঝায়। বন্ধুরা মানুষের ত্বক সাধারণত চার ধরনের হয়ে থাকে। ছেলে এবং মেয়ে নির্বিশেষে সবার ত্বক এ চার টি ত্বকের মধ্যে পড়ে। প্রথমে আমাদের জানতে হবে এই ত্বক গুলো কি কি???

শুষ্ক ত্বকঃ

  • যে ত্বকে প্রচুর পরিমাণে আদ্রতার এর প্রয়োজন থাকে তাদের শুষ্ক ত্বক বলে। অর্থাৎ যে ত্বকে জৈবিক তেলের পরিমাণ কম থাকে, ত্বক যখন বেশি শুষ্ক হয়ে যায় তখনই ওই ত্বকে শুষ্ক ভাব চলে আসে। তাকে শুষ্ক ত্বক বলা হয়ে থাকে।

তৈলাক্ত ত্বকঃ

  • বন্ধুরা, আমাদের ত্বক একটু স্বাভাবিক ভাবে তৈলাক্ত হয়। প্রকৃত তৈলাক্ত ত্বকের অধিকারী লোকের গরমের সময়ে মুখে তেলের পরিমাণ এত বেশি বেড়ে যায় যে ব্রণ সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং অয়েলি ত্বকের ক্ষেত্রে শীতকালেও কিন্তু সিমটম গুলো দেখা যায়। 

মিশ্র ত্বকঃ

  • এমন অনেক লোক রয়েছে যাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় আবার অনেক বেশি তৈলাক্ত। অনেক সময় জৈবিক তেলের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ সিজনাল সময়ে ত্বকের অবস্থা বিভিন্ন রকম হয়ে যায়। এ ধরণের ত্বক কে মিশ্র ত্বক বলে।

সেনসিটিভ ত্বকঃ

  • সেনসিটিভ ত্বক চেনার কিছু লক্ষণ রয়েছে। এখন আমরা সে সিমটম গুলো নিয়ে আলোচনা করব। সেনসিটিভ ত্বকে সাধারণত বিভিন্ন প্রোডাক্ট প্রসাধনী ব্যবহারের ফলে খুব তাড়াতাড়ি অন্যান্য ত্বকের চেয়ে রিয়্যাকশন বেশি দেখায়।
  • অর্থাৎ আপনি যদি কোন প্রসাধনী ব্যবহার করেন সাথে সাথে আপনার চুলকানি বা ব্রণের সমস্যা দেখা দিতে পারে। অথবা খুব বেশি চুলকানোর ফলে আপনার চামড়া ছিঁড়ে যেতে পারে। অথবা এমন কতগুলো ব্রণ হয় যা আপনার ত্বকে পরবর্তীতে কাল মনে রাখার মতো দাগ ফেলে দিতে পারে।
  • বন্ধুরা, আবার অনেক ক্ষেত্রে ঘামাচির মত ছোট ছোট অ্যালার্জি সৃষ্টি হতে পারে। খুব বেশি রোদে গেলে ওই ধরনের সিমটম দেখা যেতে পারে অথবা শীতের শুরুতে এই ধরনের সিমটম দেখা যেতে পারে। অর্থাৎ সেনসিটিভ বলতে স্বাভাবিক ত্বক যেভাবে রিএকশন করে সেনসিটিভ ত্বক কিন্তু তার চেয়ে বেশি মাত্রায় রিএকশন করে।
  • তাই সেনসিটিভ ত্বকের যত্ন কিন্তু একটু বাড়তি ভাবে নিতে হয়। কারণ সেনসিটিভ ত্বকের পরিচর্যা করতে হয়।

সেনসিটিভ ত্বকের জন্য হলুদের চমৎকার ৩টি ফেইসপ্যাকঃ

  • এই ধরনের সেনসিটিভ ত্বকের জন্য আজ আমরা নিয়ে এসেছি কাঁচা হলুদের চমৎকার ৩টি ফেইসপ্যাক। এটি ব্যবহার করে খুব সাবধানে আপনার সেনসিটিভ ত্বক কে আপনি হ্যান্ডেল করার সাথে সাথে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন।

এখন জেনে নেওয়া যাক হলুদের সেই সেরা ৩টি ফেইসপ্যাক গুলোঃ

১। গরম কালে সেনসেটিভ ত্বকের যত্ন নিতে হলুদের ফেইসপ্যাকঃ

  • প্রথমে যে প্যাকটি আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি কিন্তু তাদের জন্য যারা গ্রীষ্মকালীন সময়ে একটু টাইট কাপড় পড়লে শরীরের বিভিন্ন অংশে ঘা এর মত হয়ে যায় এবং রস বের হয়ে যায় এবং লালচে বলিরেখার মতো দাগ চলে আসে এবং মুখের দুই পাশে অনেক বেশি লাল হয়ে যায়।
  • এ ধরনের সেনসিটিভ ত্বকের যত্ন নিতে আজকের এই প্যাকটি কিন্তু দারুণ ভাবে কাজ করবে।

চলুন জেনে নেওয়া যাক প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে………

  • ২ চা চামচ কাঁচা হলুদ।
  • ২ টেবিল চামচ চালের গুঁড়ো।
  • ২ চা চামচ গোল আলুর রস।
  • ২ চা চামচ দুধ।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলার পর দারুন একটি প্যাক তৈরি হয়ে যাবে।
  • এই প্যাকটি গোসলের অন্তত ৩০ মিনিট আগে আমাদের শরীরে লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে রাখার পরে যখন একটু একটু শুকিয়ে যাবে তখন গোসলের সময় একসাথে ধুয়ে ফেলতে হবে।
  • গোসল থেকে আসার পরে ভালো মানের একটি লোশন আপনি শরীরে লাগিয়ে রাখবেন। এতে অনেকে বলে থাকে গ্রীষ্মকালে লোশন দেওয়ার দরকার পড়ে না।
  • বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। গ্রীষ্মকালীন সময়ে শরীর আরো বেশি আদ্রতা হারিয়ে ফেলে। যার কারণে গরম কালে আরো বেশি ময়েশ্চারাইজ এর দরকার হয়।

২। সেনসেটিভ ত্বক থেকে ব্রণের সমস্যার সাথে সাথে রোদে পোড়া কালো দাগ দূর করতে হলুদের ফেইসপ্যাকঃ

  • এই প্যাকটি ব্যবহার করলে আমাদের অ্যালার্জিজনিত সমস্যা এবং ব্রণের সমস্যা সাথে সাথে রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যায়।

এটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ২ টেবিল চামচ কাঁচা হলুদের পেস্ট।
  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ পাকা পেঁপের পেস্ট।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে ফেলার পরে এই প্যাকটি তৈরি হয়ে যাবে।
  • এই প্যাকটি আমাদের শরীরে ব্যবহার করার পর অন্ততপক্ষে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
  • এরপরে গোসলের সময় একসাথে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের সেনসিটিভ স্কিন কে খুব সহজে আমরা হ্যান্ডেল করতে পারব।
  • সাথে সাথে আমাদের ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা ধরে রাখতে পারবো।

৩। সেনসেটিভ ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে হলুদের ফেইসপ্যাকঃ

  • এই প্যাকটি কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা যেমন বয়সের ছাপ এর কারণে বিভিন্ন চোখের নিচে ভাঁজ বা চোখের নিচের কালো দাগ, ঘাডের পিছনের কালো দাগ, বগলের নিচের কালো দাগ, এবং মাতৃত্বজনিত কারণে পেটের মধ্যে ফাটা দাগ এই ধরনের সমস্যাগুলো দূর করে ফেলবে।
  • বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ গুলো লাগবে…………
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা।
  • ২ চা চামচ বেসন।
  • ২ টেবিল চামচ নিমপাতার রস।
  • ২ চা চামচ কফি পাউডার।
  • ২ চা চামচ গুড়ো দুধ।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে করে চমৎকার একটি প্যাক তৈরি করতে পারবেন।
  • এই প্যাকটি আমরা অবশ্যই দিনের যেকোনো সময় ব্যবহার করতে পারেন। কিন্তু বাইরে থেকে এসে একটি লাগালে সবচেয়ে ভালো হয়।
  • এই প্যাকটি লাগানোর পরে ২০-৩০ মিনিট অপেক্ষার পরে আমরা একটি ময়েশ্চারাইজ ক্রিম লাগিয়ে নেব।
  • তাহলে আপনারা জানতে পারলেন সেনসেটিভ ত্বকের জন্য চমৎকার চমৎকার সেরা কিছু হলুদের ফেইসপ্যাক যেগুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের সেনসিটিভ স্কিন কে খুব ভালোমতো হ্যান্ডেল করতে পারবেন। পাশাপাশি আপনাদের ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা পারবেন তাই আমি আশা করব আপনারা আজকে দেওয়া পরামর্শগুলো মেনে চলবেন।
  • তাই আপনাদের উদ্দেশ্যে আজকের দেওয়া এই ফেইসপ্যাক গুলো আপনারা সুন্দর ভাবে ও যত্ন সহকারে এবং নিয়মিত ভাবে ব্যবহার করবেন। এবং আপনাদের সেনসিটিভ স্কিনের খুব ভালো মতো করে যত্ন নিবেন

নোটঃ

সবসময় একটা বিষয় মনে রাখবেন সেটি হল বিভিন্ন ধরনের বাজারে প্রোডাক্ট বা কেমিক্যাল ব্যবহার করে। সেনসিটিভ ত্বকের যত্ন নিতে ভুলে ও এই ধরণের প্রোডাক্ট ব্যবহার করতে যাবেন না।  কারণ সাময়িকভাবে এর উপকারিতা ফেলে ও ভবিষ্যতে দীর্ঘমেয়াদি একটি খারাপ ইম্প্যাক্ট আপনার ত্বকের উপরে পড়বে।

তাই ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপকরণ গুলো নিয়ে আপনার ত্বকের ধরন অনুযায়ী হলুদের তৈরি বিভিন্ন ফেইসপ্যাক ব্যবহার করুন এবং দীর্ঘমেয়াদী একটি ভাল ফলাফল উপভোগ করুন।