দ্রুত সময়ে হাতের নখ লম্বা ও শক্ত করার সেরা তিনটি পদ্ধতি।

হাতের নখ লম্বা ও শক্ত করার সেরা পদ্ধতি আমাদের হাতের সৌন্দর্য বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হাতের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে হাতের সুস্থ, লম্বা, সুন্দর নখের উপর । রূপচর্চায় ত্বকের যত্নের পাশাপাশি হাতের নখেরও যত্নের প্রয়োজন হয় শক্ত মজবুত উজ্জল লম্বা নখ সকলেরই প্রত্যাশিত । তবে আমাদের অনেকের হাতের নখ পাতলা এবং দ্রুত লম্বা হয় না যার ফলে লম্বা হলেই নখ ভেঙে যায়। অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করেও হাতের নখ শক্ত এবং দ্রুত সময়ে বৃদ্ধি করতে পারে না । তাই আপনাদেরকে অত্যন্ত কার্যকরী কিছু উপায় শেয়ার করছি যা ব্যবহারে অতি দ্রুত সময়ে আপনার হাতের নখ হয়ে উঠবে শক্ত এবং দ্রুত লম্বা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে হাতের নখ লম্বা ও শক্ত করার অত্যন্ত কার্যকরী কিছু উপায়।

হাতের নখ শক্ত ও লম্বা করতে লেবুঃ

হাতের নখ শক্ত ও লম্বা করতে লেবুর ব্যবহার অত্যন্ত কার্যকরী । লেবুতে বিদ্যমান ভিটামিন সি  এবং অন্যান্য উপাদান হাতের নখ শক্ত ও লম্বা করে অতি দ্রুত সময়ে।

ব্যবহার পদ্ধতিঃ

বিভিন্ন উপায়ে হাতের নখে লেবু ব্যবহার করা যায় নিম্নে তা আলোচনা করা হলোঃ

1… একটি পরিষ্কার বাটিতে আধা কাপ পানি নিন।

ওই পানিতে 4 থেকে 5 টেবিল চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন।

এবার লেবুর রস মেশানো পানিতে  হাতের আঙ্গুল ডুবিয়ে রাখুন।

এরপর আঙ্গুল তুলে নিয়ে নখের ওপর আলতো ভাবে ঘষে নিন।

10 মিনিট পর নখ ভালোভাবে ধুয়ে নিন।

2…. একটি লেবু মাঝ বরাবর স্লাইস করে কেটে নিন।

এবার হাতের নখের উপর চাপ দিয়ে লেবুর রস বের করে করে ভালোভাবে ঘষে নিন অন্তত 5 থেকে 7 মিনিট।

তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

বিঃদ্রঃ

লেবুর রস নখে ব্যবহারের পর জ্বালাপোড়া করলে নখে লোশন অথবা নারিকেল তেল লাগিয়ে নিতে পারেন।

হাতের নখ শক্ত ও লম্বা করতে নারিকেল তেল এবং মধুঃ

দ্রুত সময়ে হাতের নখ শক্ত, লম্বা এবং শাইনি করে তুলতে নারিকেল তেল এবং মধুর ব্যবহার অত্যন্ত কার্যকরী। নিয়মিত ব্যবহারে অতি দ্রুত সময়ে আপনার নখ ভেঙে যাওয়া রোধ করবে । নখ কে শক্ত এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

নখে ব্যবহারের জন্য মিশ্রণ তৈরির পদ্ধতিঃ

উপকরণ সমূহঃ

1 চা-চামচ নারিকেল তেল।

আধা চা চামচ মধু।

দুই থেকে তিন ফোঁটা লেবুর রস।

সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

নখে ব্যবহার পদ্ধতিঃ

নখের উপর মধু এবং নারিকেল তেলের মিশ্রণটি লাগিয়ে ব্রাশের সাহায্যে  আলতো ভাবে  ঘষে নিন অন্তত ৩ থেকে 5 মিনিট।

এরপর 10 থেকে 15 মিনিট সময় দিয়ে পরিষ্কার জল দিয়ে নখ পরিষ্কার করে নিন।

আপনি চাইলে  রাতে শোবার পূর্বে মধু এবং নারিকেল তেলের মিশ্রণটি ব্যবহার করে সকালে ধুয়ে নিতে পারেন।

এই মিশ্রণটি অতি দ্রুত সময়ে আপনার নখ শক্ত করবে এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

হাতের নখ শক্ত ও লম্বা করতে রসুনঃ

হাতের নখ শক্ত ও লম্বা করতে বহুকাল ধরে রসুন ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত হাতের নখে রসুন ব্যবহার করলে এটি শতভাগ নখ ভাঙ্গা রোদ করে নখ কে করে তুলবে শক্ত এবং মজবুত । এছাড়াও রসুন নখ কে সাইনি এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

ব্যবহার পদ্ধতিঃ

রসুন বিভিন্নভাবে জন্য কি ব্যবহার করা যায় যেমনঃ

1…  রসুন মাঝ বরাবর কেটে নিন নখের ওপর ভালোভাবে ঘষে নিতে হবে অন্তত তিন থেকে পাঁচ মিনিট।

এর দশ মিনিট পরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

2…  তিন থেকে চার টুকরো রসুন ভালোভাবে পেস্ট করে নিয়ে নখের ওপর ৫ মিনিট লাগিয়ে রাখতে হবে।

এরপর তিন থেকে পাঁচ মিনিট ভালোভাবে নখ ম্যাসাজ করতে হবে।

এবং তারপর পরিষ্কার পানি দিয়ে নখ ধুয়ে নিতে হবে।

নিয়মিত ব্যবহারে আপনার নখ হয়ে উঠবে সম্পূর্ণ শক্ত এবং লম্বা।

বিঃদ্রঃ

নখকুনি বা নখের পাশে ফুসকুড়ি থাকলে উপরে উল্লেখিত পদ্ধতিসমূহ ব্যবহার করবেন না।

দ্রুত সময়ে নখ লম্বা করতে এবং নখ ভাঙ্গা রোদ করে নখ কে মজবুত করতে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার পদ্ধতি গুলো ব্যবহার করুন।

লম্বা শাইনি নখ আপনার হাতের সৌন্দর্য বহুগুন বাড়িয়ে তোলে। তাই  নখ ভাঙ্গা রোধ করে হাতের নখ মজবুত এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করার জন্য আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করুন।প্রাকৃতিক উপায়ে নখের যত্ন নিন।