মাত্র ১০ দিনে হাত ও পায়ের গিরার কালো দাগ দূর করবেন যেভাবে

আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হলো মাত্র ১০ দিনে কিভাবে হাতের ও পায়ের গিরার কালো দাগ গুলো দূর করতে পারবেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন সব মজার মজার টিপস শেয়ার করতে যাচ্ছি যে টিপস গুলো ব্যবহার করলে আপনাদের দশদিন অপেক্ষা করতে হবে না এমন কতগুলো টিপস আজকে আপনাদের জন্য রয়েছে। যে টিপস গুলো একদিন ব্যবহারেও আপনি চমৎকার ফলাফল পাবেন। বন্ধুরা, আমাদের অনেকেরই হাতের এবং পায়ের রং, মুখের রং এর সাথে মানানসই নয়। অর্থাৎ হাতের এবং পায়ের গিরা গুলো অনেক কালো থাকে যা দেখতে অনেক খারাপ লাগে।

কিভাবে মাত্র ১০ দিনে হাত ও পায়ের গিরার কালো দাগ দূর করবেনঃ

  • শরীরের ভেতরের অঙ্গ পরিষ্কার কিনা সেটা লোকে দেখে না। আমরা যদি আমাদের সৌন্দর্য অন্যকে দেখাতে চায় অথবা নিজে দেখে সন্তুষ্ট হতে চায় এর মধ্য দিয়ে নিজের আত্ম শক্তি বাড়াতে চায়, তাহলে আমাদের উচিত আমাদের শরীরের প্রত্যেকটা রঙের সামঞ্জস্যতা নিয়ে আসা।

এখন কিভাবে এই সমস্যাগুলো দূর করা যায় এজন্য আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার চমৎকার কিছু টিপস।

মাত্র ১০ দিনে আপনার হাতের পায়ের গিরার কালো দাগ দূর করতে দুধ ও বেকিং সোডার ব্যবহারঃ

  • এই প্যাক টি নিয়মিত ব্যবহার করলে মাত্র ১০ দিনে আপনার হাতের ও পায়ের গিরার কালো দাগ গুলো একেবারে চলে যাবে।
  • এই প্যাক টি নির্দিষ্ট দিনে করতে হবে।

এই প্যাক টি ব্যবহার করতে যে সকল উপাদান লাগে………

  • ১ টি লেবু
  • ১ চা চামচ বেকিং সোডা।
  • ২ টেবিল চামচ দুধ।
  • ২ কিউবএলোভেরার আইসবার।
  • কয়েক টোকরা তুলো।

ব্যবহার করবেন কিভাবেঃ

১। স্ক্রাবিংঃ

  • প্রথমেই যে ধাপটি আমাদের ফলো করতে হবে তার নাম স্ক্রাবিং। এই কাজটি করার জন্য আমাদের হাতের কাছে রাখতে হবে……
  • লেবু ও
  • বেকিং সোডা।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • একটি পাত্রে পরিমাণমতো বেকিং সোডা নিয়ে তার উপরে লেবুর স্লাইস টুকরো দিয়ে দিবেন। লেবুর কাঁটা টুকরোটি একটু চেপে রস বের করে দিবেন যাতে করে বেকিং সোডার গায়ের সাথে লেগে থাকার কিছুক্ষণ পর বুদবুদ কিছু আপনি দেখতে পাবেন যতক্ষণ না এই বুদবুদ আপনি না দেখেন ততক্ষণ আপনি সেটি ব্যবহার করবেন না।
  • যখন বুদবুদ আসতে শুরু করবে তখন সেখান থেকে লেবু নিয়ে আপনার হাতের ও পায়ের কালো গিরা গুলোর উপর থেকে ১০ মিনিট ম্যাসাজ করবেন অবশ্যই সার্কুলার মোশনে।
  • লেবুর টুকরোগুলো সার্কুলার মোশনে ৫-১০ মিনিট ম্যাসাজ করার পর হাতের উপর রেখে দিবেন।
  • যখন দশ মিনিট সম্পূর্ণ হয়ে যাবে তখন একটি সুতির কাপড়ে হাত গুলো মুছে নিবেন। আমি কিন্তু ধোয়ার কথা একবারও বলিনি।

২। শকিংঃ

  • এরপর যে ধাপটি সেটি হল শকিং। এই কাজটি করার জন্য যে সকল উপাদান হাতের কাছে রাখতে হবে………
  • দুধ ও
  • তুলো বন্ধুরা

যেভাবে করবেনঃ

  • দুধ একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে হাতগুলো ডুবিয়ে রাখতে হবে। পাঁচ মিনিটের মতো রেখে তার মধ্য থেকেই হাতগুলো উঠিয়ে নিয়ে যখন হাত একটু শুকিয়ে যাবে তারপরে হাতে থাকা তুলো দুধের মধ্যে চুবিয়ে হাতের উপর রেখে দিতে হবে।
  • গিরার যে অংশে বেশি কালো থাকে তার উপরে ভেজা দুধের তুলে রেখে দিতে হবে। এভাবে অন্ততপক্ষে ১০ মিনিটের জন্য ওগুলো হাতের উপর এবং পায়ের উপর রেখে দিতে হবে।
  • কিছুক্ষণ পর পর দিতে হবে যাতে তুলো গুলো একেবারে শুকিয়ে না যায়। এভাবে অন্ততপক্ষে ১০ মিনিট এই কাজটি আপনার করতে হবে।
  • দশ মিনিট হয়ে গেলে সুতির কাপড় দিয়ে হাত গুলো মুছে নিতে হবে। বন্ধুরা হাত গুলো মুছে দেওয়ার পর আপনার পছন্দমত একটি ময়েশ্চারাইজিং ক্রিম হাতে-পায়ে লাগিয়ে নিবেন। না থাকলে এলোভেরা জেল ব্যবহার করতে পারেন।
  • এই পদ্ধতিটি আপনি নিয়মিত করতে পারেন। এই পদ্ধতি একবার ব্যবহারে আপনি কিন্তু স্থায়ী উল্লেখযোগ্য একটি পার্থক্য দেখতে পাবেন।
  • আর এই পদ্ধতিটি নিয়মিত ১০দিন করলে আপনার হাত ও পায়ের গিরার কালো দাগ সেটা সম্পূর্ণরূপে চলে যাবে।

এ পদ্ধতিটি ছাড়াও আপনারা আরও বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন ধরুন………

হলুদ চিনির মিশ্রণ স্ক্রাবঃ

  • একটি বাটিতে হলুদ ও চিনি নিয়ে তার ওপরে নুন লাগিয়ে তা যদি আমরা আমাদের হাতের ও পায়ের কালো দাগের উপরে ম্যাসাজ করি এবং অন্ততপক্ষে ১০ মিনিট করি তাহলে আমাদের হাত ও পায়ের গিরার কালো দাগ গুলো চলে যায়।
  • এছাড়া ও নিয়মিত গরম দুধে ৫ মিনিট যদি আমরা ডুবিয়ে রাখি তাহলে ও হাত ও পায়ের গিরার কালো দাগ চলে যায়।

এই পদ্ধতিগুলো নিয়মিত করতে পারি তাহলে আমাদের হাত ও পায়ের গিরা মাত্র ১০ দিনে শরীরের অন্যান্য ত্বকের রঙের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে যে সকল টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এর প্রত্যেকটি টিপস কিন্তু দারুণ কার্যকরী। আপনি আপনার পছন্দমতো সময়ের সাথে মানানসই যেকোনো একটি টিপস অনুসরন করতে পারেন। এবং ফলাফল মাত্র ১০ দিনে অবশ্যই আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী পাবেন।