আমরা অনেকেই ত্বকের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি। কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ঘরে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের সৌন্দর্য বাড়াতে আরো অনেক বেশি কার্যকরীভাবে ভূমিকা রাখে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা উপকরণ নিয়ে কথা বলব সেটি হল চালের গুড়া। যেটি আমাদের হাতের কাছে থাকে এবং যার ব্যবহারের মাধ্যমে আপনারা হারিয়ে যাওয়া ত্বক ফিরে পাবেন।
আপনাদের ব্যস্ত জীবনের কথা মাথায় রেখে কিভাবে ঘরোয়া উপায়ে চালের গুড়া দিয়ে আপনারা আপনাদের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আপনাদেরকে তিনটি ফেইস মাক্স এর কথা জানাবো। এই তিনটি ফেইস মাস্ক যাদেরকে বলা হয় সৌন্দর্য ফুটিয়ে তোলার অন্যতম চাবিকাঠি।
আজকে আমি আপনাদের সাথে যে ফেইস মাস্ক গুলোর বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেখানে ৩ টি বিষয় কে মাথায় রেখে করা হয়েছে।তার মধ্যে একটি হচ্ছে……
শুষ্ক ত্বকের জন্য চালের গুড়ার ফেইসমাস্কঃ
শুষ্ক ত্বকের হারিয়ে যাওয়া বিউটি ফিরিয়ে আনার জন্য আমাদের যে যে উপকরন গুলো লাগবে সেগুলো হলঃ
- ১ কাপ চালের গুড়া।
- ১ চা চামচ লেবুর রস।
- ২ চা চামচ এলোভেরা জেল।
শুষ্ক ত্বকের জন্য চালের গুড়া, লেবু, এলোভেরার উপকারীতাঃ
- চালের গুড়ার মধ্যে কোলাজেন নামক এমন একটি উপাদান আছে যা আমাদের ত্বকের অতিরিক্ত শুষ্ক ভাব শোষে নেয়।
- চালের গুড়া আমদের লুকিয়ে যাওয়া ফেয়ারনেস ফুটিয়ে তুলে।
- লেবুর রস আমাদের ত্বকে জমে থাকা ময়লা দুর কড়ে ত্বক কে ফর্সা করে।
- এলোভেরা ত্বকের বলিরেখা দুর করে ত্বক কে টান টান করতে কাজ করে।
যেভাবে ফেইসমাস্ক বানাবঃ
একটি পরিষ্কার বাটিতে কাপ চালের গুড়ার সাথে ১ চা চামচ লেবুর রস এবং সেইসাথে ২ চা-চামচ এলোভেরা জেল মিশিয়ে মিশ্রণ তৈরী করুন। মিশ্রণটি তৈরি করার পর কয়েক মিনিটের জন্য মিশ্রনটিকে রেখে দিন। যাতে প্রত্যেকটা উপাদান একটা একটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আপনি এই প্যাক টি আপনার মুখে আলতো করে মাসাজ করে নিন। এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় আপনার হারিয়ে যাওয়া ত্বক ফিরে পাবেন, এবং ত্বক টানটান ফর্সা ও উজ্জ্বল করতে আপনার খুব বেশিদিন সময় লাগবে না।
বয়সের ছাপ দূর করতে চালের গুড়ার ফেইসমাস্কঃ
আমরা সবাই চাই আমাদের মুখটা যেন সব সময় কচি থাকুক এবং মুখ দেখে যাতে বোঝা না যায় আমার বয়স হয়েছে। তাই বয়সটা একটু কম দেখাতে বয়সের ছাপ দূর করতে যে ফেইস মাক্স তৈরি করবেন সে জন্য আপনার যা লাগবে………
- ১ কাপ চালের গুড়া।
- ২ টেবিল চামচ গোলাপ জল।
- ১চা চামচ কনফ্লাওয়ার।
বয়সের ছাপ দূর করতে চালের গুড়া, গোলাপ জল,কনফ্লাওয়ার এর উপকারীতাঃ
- চালের গুড়া আমাদের মুখের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে।
- কনফ্লাওয়ার মুখে ভাঁজ পড়া টা কে রোধ করে।
- গোলাপ জলের মাধ্যমে আমাদের মুখের ত্বক অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়।
যেভাবে ফেইসমাস্ক বানাবঃ
কর্নফ্লাওয়ার ও গোলাপজল প্রথমে মিক্স করে নিবেন এবং মিক্স করার পরে সেটা আপনারা চালের গুড়ার সাথে মিক্স করবেন। বন্ধুরা তিনটা একসাথে দিয়ে মিক্স করবেন না। এটা মিক্স করার পর আপনি ৫ থেকে ৬ মিনিট রেখে দিবেন। পাঁচ মিনিট পরে আপনি মুখ ভালো ভাবে ধুয়ে এটা আপনার মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করার পরে হালকা গরম জল দিয়ে আপনি মুখটা ধুয়ে একটা নরম তোয়ালে দিয়ে মুখটা মুছে ফেলুন। এর পরে আপনি আপনার মুখে হালকা গ্লিসারিন লাগাতে পারেন, যেটা আপনার মুখের হারিয়ে যাওয়া নমনীয় ভাব ফিরিয়ে আনতে সহযোগিতা করবে, এবং বয়সের ছাপ দূর করতে অনেক বেশি কাজ করবে।
তৈলাক্ত ত্বকের যত্নে চালের গুঁড়ার ফেইসমাস্কঃ
আমাদের এক একজনের মুখের ধরন একেকরকম। কারো মুখ শুষ্ক,কারো মুখ তৈলাক্ত। তৈলাক্ত ত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং ব্রণ ওঠার প্রবণতা বেশি। তৈলাক্ত ত্বকে যাদের আছে তদের মুখে সবসময় একটা অয়েলি ভাব থাকে। যার কারণে মুখ অনেকাংশেই কালো দেখায়। এই সমস্যা দূর করতে আপনার একটা ফেইস মাক্স ব্যবহার করতে পারেন যেটার জন্য উপকরণ লাগবে……
- ১ কাপ চালের গুঁড়া।
- ১ চা চামচ মধু
- ২ চা চামচ চাল ধোয়া পানি।
তৈলাক্ত ত্বকের যত্নে চালের গুঁড়া, মধু,চাল্ধোয়া পানির উপকারিতাঃ
- চালের গুড়া ত্বকের অয়েলী ভাব কাটাতে পারে।
- মধু ত্বকের খসখস এ ভাব দুর করে।
- চালের পানি ত্বকের কালচে ভাব দুর করতে সাহায্য করে।
যেভাবে বানাতে হবে এই ফেইসমাস্কঃ
চালের গুঁড়া, মধু এবং চাল ধোয়া পানি একত্রে একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিক্স করবো এবং এরপরে মিক্স করা প্যাক টি আমরা আমাদের মুখে লাগাতে পারবো। বিশেষ করে আপনারা চোখের নিচে লাগাতে পারেন। এটার ফলে মুখের তৈলাক্ত ভাব কেটে যাবে। এটা আপনারা কোথাও বের হওয়ার আগে বা কোন পার্টিতে বা কোন অনুষ্ঠানে অ্যাটেন্ড করার ২ ঘণ্টা আগে লাগাতে পারেন, যার কারনে আপনার মুখের তৈলাক্ত ভাব হারিয়ে যাবে এবং যে মেকআপ আপনি করবেন সেটা আপনাকে ভালোভাবে স্যুট করবে। এটা আমরা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ও করতে পারি।
উপরের তিনটি কার্যকরী ফেইসমাক্স এর কথা আপনাদেরকে জানালাম। আপনারা এটা ঘরে বসে ইউজ করতে পারেন এবং হারিয়ে যাওয়া সুন্দর একটা ফেইস লুক আপনারা পেতে পারেন।