হেয়ার প্যাক চ্যালেঞ্জ !!! চুল পড়া রোধ করে চুল কে সিল্কি করতে কলার হেয়ার প্যাক

চুল পড়া রোধ করতে চুলকে সিল্কি দেখাতে আপনাদের জন্য নিয়ে আসলাম কলার মিশ্রণে তৈরি চমৎকার কতগুলা হেয়ার প্যাক। বন্ধুরা,  আজকে আপনাদেরকে কলার তৈরি কিছু হেয়ার প্যাক এর বিষয়ে আলোচনা করবো যে, এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে। পাশাপাশি চুল অনেক বেশি সিল্কি দেখাবে। বন্ধুরা, আমরা অনেকেই চুল পড়া রোধ করতে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি, অথবা এন্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকি। আর চুলকে সিল্কি করতে আমরা বিভিন্ন পার্লারে দৌড়াদৌড়ি করি। পাশাপাশি আমরা হেয়ার স্টেট মেশিন ব্যবহার করি।  মাথায় অতিরিক্ত মাত্রায় হিট ইউজ করি যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। স্বল্প সময়ের জন্য আমরা সৌন্দর্য পেলেও তা দীর্ঘমেয়াদী আমাদের চুলের উপর ক্ষতিকর প্রভাব রেখে যায়।

কলার হেয়ার প্যাক কিভাবে চুল কে সিল্কি করবে????

  • বন্ধুরা, পার্লারে বা কেমিক্যাল এর মাধ্যমে যে সকল সমস্যার সমাধান হয় তা কিন্তু পুরোপুরি সমাধান নয়, কারণ এই ধরনের সমাধান গুলো দেখলেই বুঝতে পারে। যেমন আপনি পার্লার থেকে চুল স্ট্রেট করে আসলে বা চুল সিল্কি করে আসলে সেটা লোকে দেখলে বুঝতে পারবে সেটি আর্টিফিশিয়ালি সৌন্দর্যকে শো-আপ করতেছেন।
  • কিন্তু আজকে কলার যে হেয়ারপ্যাক গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে প্রাকৃতিক ভাবে চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে আপনাদের চুলগুলোকে অনেক সিল্কি দেখাবে।

আজকের গুরুত্বপূর্ণ কিছু হেয়ার প্যাকই যেখানে প্রধান উপকরণ হিসাবে থাকবে পাকা কলা।

১।চুল পড়া রোধ করে চুল কে সিল্কি করতে পাকা কলার হেয়ারপ্যাকঃ

  • এই প্যাকটি মাত্র ৭ দিন ব্যবহারেই আপনার চুল পড়া রোধ করে দিবে।
  • পাশাপাশি আপনার চুলকে অনেক বেশি সিল্কি করবে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • একটি পাকা কলার পেস্ট।
  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ মধু।

ব্যবহার প্রনালিঃ

  • উপকরণ গুলো একসাথে ভালোমতো মিক্স করে আমাদের মাথার তালুতে ঘষে ঘষে লাগাতে হবে যাতে করে প্রত্যেকটি চুলের গোড়ায় আমাদের উপকরণগুলো গিয়ে পৌঁছে।
  • অন্ততপক্ষে এক ঘন্টার জন্য এই উপকরণের মিশ্রণটি আমাদের মাথায় রাখতে হবে।
  • এরপরে গোসলের সময় ভেষজ সেম্পুর মাধ্যমে চুল ধুয়ে ফেলতে হবে।
  • বন্ধুরা, একবার ব্যবহারে আপনি দেখবেন কতটা কম পরিমাণ চুল ঝরে পড়েছে। পাশাপাশি চুল কতটা সিল্কি হয়ে গেছে।
  • আর আমরা সবাই এমনিতেও জানি শুধু মাত্র কলা ব্যবহারেও আমাদের চুল কত খানি সিল্কি হয়ে উঠতে পারে।

২। চুলের গোড়া শক্ত করতে পাকা কলার হেয়ারপ্যাকঃ

  • যে প্যাক টি আজ আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি আমাদের চুলের গোড়ায় বিভিন্ন ধরনের ময়লা এবং খুশকি দূর করে।
  • চুলের থেকে বিভিন্ন ধরনের ময়লা, ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে চুল পড়া আটকায়।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ১ টি পাকা কলার পেস্ট।
  • ২ চা চামচ নিমপাতার রস।
  • ২ চা চামচ লেবুর রস।

ব্যবহার প্রনালিঃ

  • এই তিনটি উপকরণ ভালোমতো মিক্স করে মাথায় লাগাতে হবে।
  • এই প্যাকটি ৩০ মিনিটের মতো লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
  • এই প্যাকটি কিন্তু আমাদের মাথার চুলের গোড়ার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে এবং অপুষ্টি চুলকে পুষ্টি এনে দেয়।
  • পাশাপাশি বিভিন্ন ধরনের ময়লা ও জীবাণু চুলের গোড়ায় আটকে থেকে চুলের গোড়া দুর্বল করে দিয়ে চুল ঝরে পরা কে বৃদ্ধি করে, এই ধরনের সমস্যাগুলো দূর করে দিবে।

এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনার মাথার চুল পড়া ৮০% শতাংশ কমে আসবে। পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টি চলে আসবে এবং আপনার চুলকে প্রাকৃতিক ভাবে অনেক সিল্কি করে দিবে। ধন্যবাদ।