মাত্র ৩ দিনে চিরতরে খুশকি দূর করতে মেথির এই উপায় ব্যবহার করুন

চুলের যত্নে মেথি বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। তাই যারা খুশকি সম্পূর্ণরূপে দূর করতে চান তাদের জন্য অত্যন্ত কার্যকরী মেথির হেয়ার প্যাক শেয়ার করেছি। যা মাত্র তিনদিন ব্যবহারে আপনার খুশকি সম্পূর্ণরূপে দূর হবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক খুশকি দূর করতে অত্যন্ত কার্যকরী মেথির উপায় ।

খুশকি দূর করতে মেথির অত্যন্ত কার্যকরী উপায়ঃ

খুশকি দূর করার জন্য মেথি অত্যন্ত কার্যকরী।  মেথি এবং অত্যন্ত কার্যকরী কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে প্রথমেই হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে।

মেথি এবং জবা ফুলের পাতার হেয়ার প্যাকঃ

যা যা লাগবেঃ

২ চা চামচ ভিজানো মেথির ব্লেন্ড করা পেস্ট।

সাত থেকে আটটি জবা ফুলের পাতার পেস্ট।

১ চা চামচ টক দই।

হেয়ার প্যাক তৈরীর পদ্ধতিঃ

প্রথমেই 2 চা চামচ মেথি সারারাত অথবা ছয় থেকে আট ঘণ্টা পানিতে ভিজিয়ে নিন।

এরপর মেথি ব্লেন্ড করা পেস্ট তৈরি করে নিন ।

এরপর ফুলের পাতা ব্লেন্ড করে পেস্ট করে নিন ।

এবার সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে মেথির হেয়ার প্যাক তৈরি করে নিন।

খুশকি দূর করতে মেথির হেয়ার প্যাক ব্যবহার পদ্ধতিঃ

পরিষ্কার মাথায় মেথির হেয়ার প্যাক এর পেস্ট ভালোভাবে মাথার স্কাল্পে, চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে নিন।

চুল ভালভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নিন।

এবার শাওয়ার ক্যাপ অথবা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা ভালো ভাবে বেঁধে নিন।

30 থেকে 40 মিনিট সময় দিন।

এরপর প্রথমে পরিষ্কার থান্ডা জলে মাথা ধুয়ে নিন।

এবং সবশেষে ভার্জিন শ্যাম্পু দিয়ে মাথার ত্বক এবং চুল ভালভাবে পরিষ্কার করে নিন।

মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইবার যা  খুশকি দূর করতে খুবই উপকারী। জবা ফুলের পাতা এবং জবা ফুলের তেল চুলের যত্নে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। জবা ফুলের পাতা খুশকি দূর করার অনন্য কার্যকরী একটি উপাদান।

মেথির হেয়ার প্যাক সমূহ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এটি ব্যবহারে কোন পার্শপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকেনা। যে কেউ ঘরে বসে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে মেথির হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। খুশকি সম্পূর্ণরূপে দূর করার পাশাপাশি চুলকে ঘন, কালো, উজ্জ্বল ও মসৃণ করতে মেথির এই হেয়ার প্যাক সমূহ অত্যন্ত কার্যকরী । নিজেদের চুলের যত্ন নিন।