বর্তমান দিনে জীবনযাত্রায় চলতে গিয়ে আমরা ত্বকের উপর টর্চার বা অত্যাচার করে থাকি। তা কিন্তু ত্বক রাতের বেলায় প্রাকৃতিক উপায়ে পূরণ করে নেওয়ার চেষ্টা করে অর্থাৎ ত্বক তখন নিজেকে নিজে পরিস্কার ও পরিশোধন করে নেয়। রাতের বেলায় এই পরিশোধন কাজ করতে গিয়ে আমাদের ত্বক কিন্তু বিপুল পরিমাণে জৈবিক তৈলাক্ত পদার্থ ত্বক থেকে বের করে দেয় যা আমাদের উচিত সকালবেলায় ভালো মতো পরিষ্কার করে নেওয়া। বন্ধুরা, সকালে উঠে ভালোমতো আমরা যদি ত্বক পরিষ্কার করি তা কিন্তু আমাদের ত্বকের যত্নের অর্ধেক সম্পূর্ণ করে ফেলে। আজকে আপনাদের সাথে এমন চমৎকার চমৎকার কিছু টিপস শেয়ার করবো যা সকালে মাত্র ৭ মিনিট সময় নিয়ে ব্যবহারের মধ্য দিয়ে আপনারা পেতে পারেন ফর্সা চকচকে পাশাপাশি পরিষ্কার ত্বক।
১।
প্রথমে যে টিপস শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি দিয়ে যেভাবে ত্বক পরিষ্কার করবেন……… বন্ধুরা আতপ চালের ভাতের মাড় প্রথমে গেলে নিতে হবে। এই ভাতের মাড় যখন ঠান্ডা হবে তা আপনারা মুখের মধ্যে লাগাবেন। ৫-৬ মিনিট অপেক্ষার পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। বন্ধুরা আপনাদের ত্বক পরিষ্কার হবে পাশাপাশি ত্বক কিভাবে ফর্সা ও উজ্জ্বল এবং সফট হয়ে যাবে টা শুধু দেখবেন।
২।
এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি যেভাবে তৈরি ও ব্যবহার করবেন…… প্রথমে একটি বাটিতে পরিমাণমতো নিমপাতা নিয়ে নিবেন। এ নিমপাতা চুলায় ১০ থেকে ১৫ মিনিট সিদ্ধ করে একটু যখন আঠালো আঠালো হয়ে আসবে তখন নিমপাতা গেলে নিয়ে পানি আলাদা করে নেবেন। এই পানি দিয়ে আপনি যদি মুখ ধুয়ে নেন, তাহলে আপনার মুখ থেকে বিভিন্ন জীবাণু দূর হয়ে আপনার ত্বককে পরিষ্কার করবে। পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে ভেতর থেকে উজ্জ্বল ও লাবণ্যময়।
৩।
এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ডিম,
- ১ চা চামচ কফি পাউডার,
ডিম এবং কফি পাউডার একসাথে ব্লান্ডার করে চমৎকার যে প্যাকটি তৈরি করবেন তা মুখে লাগিয়ে ৫-৭ মিনিট পরে একটি চমৎকার ফেইসমাস্কের মতো তৈরি হবে যা আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিবেন।বন্ধুরা এই মাস্ক ব্যবহারের মধ্য দিয়ে ত্বক পরিষ্কার তো হবেই পাশাপাশি ত্বক ফর্সা ও সুন্দর হয়ে যাবে।
৪।
এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
১ চা চামচ টক দই এর সাথে কাঁচা হলুদ বাটা একসাথে মিক্স করে মুখে লাগানোর পর ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা এটি আমাদের ত্বককে ফর্সা করে পাশাপাশি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ফেলে।
৫।
সর্বশেষ যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি অনুসরণ করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ বীট্রুটের এর সাথে পরিমাণমতো গোলাপজল, এই উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে চমৎকার একটি প্যাক তৈরি করে মুখে লাগান এবং ১০ মিনিট সময় পরে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার পাশাপাশি উজ্জ্বল ও লাবণ্যময় করে।
উপরে যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে পরিষ্কার করতে ক্লিনজার এর মত কাজ করে থাকে। পাশাপাশি ত্বকে টোনার হিসেবেও কাজ করে যাতে করে আমাদের ত্বক অনেক বেশি সুন্দর ফর্সা ও লাবণ্যময় হয়ে ওঠে। তাহলে বন্ধুরা আর ত্বক কে ফর্সা করা নিয়ে চিন্তিত না হয়ে আমাদের টিপসগুলো অনুসরণ করুন এবং নিজেরা এর ফলাফল টা প্রত্যক্ষ করুন। ধন্যবাদ।